নতুন ভোটার হতে কি কি লাগে

0

জানুন নতুন ভোটার হতে কি কি লাগে? অথবা ভোটার আইডি কার্ড কিভাবে বানাবো? আছে ভাবি আপনি যদি ভোটার আইডি কার্ড না করে থাকেন তাহলে কিভাবে NID করতে হয় বিস্তারিত এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন|

 

মূলত জাতীয় পরিচয় পত্র করতে সাধারণত একেই কাগজপত্র প্রয়োজন হয়| তবে ক্ষেত্রবিশেষে অনেকের কিছু কাগজপত্র কম বেশি লাগে| যেমন বিবাহিত এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু কাগজ প্রয়োজন হয়|তাহলে জেনে নেয়া যাক নতুনদের ক্ষেত্রে ভোটার হতে কি কি লাগে|

নতুন ভোটার হতে কি কি লাগে Voter hote ki ki lage

নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য যেসব প্রয়োজনে কাগজপত্র লাগে |যেমন

  1. ডিজিটাল জন্ম নিবন্ধন
  2. শিক্ষা সনদ(প্রাথমিক সমাপনী/JSC/JDC/SSC)|
  3. পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি|
  4. পিতা -মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন|
  5. পিতা-মাতার nid কার্ড না থাকলে মৃত্যুর সনদ, জন্ম সনদ ও ওয়ারিশ সনদ|
  6. ইউটিলিটি বিল এর কাগজ: নতুন ভোটার হতে নিবন্ধনকারীর আবেদনের সাথে পানি/বিদ্যুৎ গ্যাস বিলের কপি জমা দিতে হবে|
  7. চৌকিদারি রশিদ ,পৌর কর ,হোল্ডিং, ট্যাক্স রশিদ|
  8. জমি মালিকানা খতিয়ানের কপি|
  9. প্রবাসী ভোটারদের ক্ষেত্রে পাসপোর্ট এর কপি জমা দিতে হবে|
  10. ছবিসহ ও স্বাক্ষরিত নম্বরসহ জাতীয়তা বা নাগরিত্ব সনদ|
  11. বিবাহিত হলে স্বামী-স্ত্রীর NID ও কাবিননামা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে|
  12. ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার রশিদ এবং ভাড়াটিয়া চুক্তিনাম কপি জমা দিতে হবে|
  13. এবং বাদ পড়া ভোটারদের (01-01-2004 তার পূর্বে যাদের জন্ম) ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র প্রয়োজন হবে|

নতুন ভোটার হওয়ার নিয়ম ২০২৩

আপনার কি 18 বছর পূর্ণ হয়েছে? তাহলে খুব সহজেই আপনি নিজে নিজে ভোটার হতে পারবেন| এছাড়া আমরা আমাদের ব্যবহৃত মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভোটার নিবন্ধন আবেদন করতে পারি| অনলাইনে নতুন ভোটার নিবন্ধন আবেদন করার জন্য আপনাকে নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এরপরে আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে| ভোটার নিবন্ধন আবেদন করার পরে সেটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন| এবং আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে খোঁজ নিয়ে দেখতে হবে নতুন ভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম কবে শুরু হবে| ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হলে আপনার প্রিন্ট করা আবেদন ফরমটি এবং ছবি সহ জমা দিন| জমা দেয়ার পরে আপনাকে একটি ভোটার স্লিপ দেয়া হবে এটি আপনার আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করার ক্ষেত্রে প্রয়োজন হবে|

ভোটার হতে কি কি লাগে (ভিডিও) | NID Card korte ki ki lage

নতুন ভোটার হওয়ার উপায় কি জানার জন্য নিচের ভিডিওটি দেখতে দেখুন| ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন ভোটার হতে কি কি লাগে |

NID Card নিয়ে আরো কিছু তথ্য

Leave A Reply

Your email address will not be published.