ভিসা কি? ভিসা কিভাবে করতে হয়

0

ভিসা কিভাবে করতে হয় অনেকেই জানার জন্য আগ্রহ পোষণ করেছেন। আজকের আর্টিকেল থেকে ভিসা কিভাবে করতে হয় বিস্তারিত জানতে পারবেন।

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে ভিসার প্রয়োজন হবে। ভিসা ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা সম্ভব নয়। তবে বাংলাদেশীদের জন্য কিছু কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

আজকের পোস্টে ভিসা কি, ভিসা কত প্রকার, ভিসা করতে কতদিন লাগে, ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভিসা কি?

ভিসা হলো এক ধরনের অনুমতি পত্র। একজন ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার জন্য যেই অনুমতি পত্র বহন করে থাকে তাকে মূলত ভিসা বলে। ভিসা ছাড়া আপনি এক দেশ থেকে অন্য দেশে কোনভাবেই যাতায়াত করতে পারবেন না। ভিসা ছাড়া বিদেশ প্রবেশ এবং অবস্থান অবৈধ অভিভাষণ হিসেবে গণ্য হয়।

এ ছাড়া ভিসা হল পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিটেড একটি পাতায় লিখে তা স্টিল দিয়ে অথবা স্টিকার লাগিয়ে ভিসা প্রদান করা হয়। প্রতিটি দেশের দূতাবাস ভিসা প্রদান করে থাকে।

ভিসা কিভাবে করতে হয়

আপনি যেই দেশের ভিসা নিয়ে বিদেশ গমন করতে চান সেই দেশের অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যেই দেশের ভিসার জন্য আবেদন করতে চান সেই দেশের নাম এবং Visa লিখে সার্চ করলেই সেই দেশের অফিশিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন।

এবং কারো সহায়তা ছাড়াই আপনার পছন্দমত দেশের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন।

ধরুন আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন করবেন। গুগলে গিয়ে Saudi Visa লিখে সার্চ করুন। সাথে সাথেই সৌদি আরব ভিসার জন্য আবেদন করার ওয়েবসাইট পেয়ে যাবেন যা দেখতে নিচের ছবির মত হবে।

 ভিসা কিভাবে করতে হয়

ভিসা কত প্রকার

বিদেশ ভ্রমণ করার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। ক্যাটাগরি ধরন ও ভিন্নতার দিক দিয়ে ভিসাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তবে উল্লেখযোগ্য যে সব ভিসা রয়েছে তার লিস্ট নিচে দেওয়া হল।

  • কাজের ভিসা
  • স্টুডেন্ট ভিসা
  • ওয়ার্ক পারমিট ভিসা
  • ওমরাহ ভিসা
  • ফ্যামিলি ভিসা
  • টুরিস্ট ভিসা
  • মেডিকেল ভিসা
  • ব্যবসা ভিসা

এছাড়াও আরো অনেক ধরনের ভিসা রয়েছে। বাংলাদেশ ভারত সহ এশিয়ার দেশগুলো বিশেষ করে উপরে উল্লেখিত ভিসা নিয়েই বিদেশ ভ্রমণ করে থাকেন।

ভিসা করতে কি কি লাগে

আপনি কোন দেশের দূতাবাস অথবা কোন ধরনের ভিসায় যেতে ইচ্ছুক তার ওপর নির্ভর করে ক্যাটাগরি অনুযায়ী ডকুমেন্টস প্রয়োজন হয়।

  • যথাযথ নিয়মে নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অথবা দূতাবাস করতে উল্লিখিত ফটো সাইজ দেয়া থাকলে সেই অনুযায়ী ছবি তুলতে হবে।
  • ছবির পরিমাণ দেশ ভেদে ২ থেকে ৮ কপি হতে পারে।
  • পাসপোর্ট এর ফটোকপি।
  • এবং পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে।
  • এছাড়া বৈধ পাসপোর্ট এর প্রথম পাঁচ পাতার ফটোকপি দিতে হবে।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • ট্রেড লাইসেন্স(বিজনেস ভিসার জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপি প্রদান করতে হবে)
  • এছাড়া বৈধ পরিচয়পত্রের ও সর্বশেষ প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি অথবা বিশ্ববিদ্যালয়/কলেজ এর প্রত্যয়ন পত্র অথবা সুপারিশপত্র জমা দিতে হবে।
  • এয়ার টিকিট বুকিং স্লিপ।
  • ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি জমা দিতে হবে।
  • কৃষক পাসপোর্ট ধারীদের জন্য তাদের জমির দলিলের ফটো করে প্রদান করতে হবে।
  • মেডিকেল পাসপোর্ট ধারীদের ক্ষেত্রে (প্রেসক্রিপশন, রিপোর্টের কপি জমা দিতে হবে।

উপরে উল্লেখিত ছাড়া আরও বিভিন্ন ধরনের ভিসার জন্য আবেদন করতে হলেও বেশ কিছু কাগজপত্র প্রয়োজন পড়ে। তবে বেশিরভাগ ভিসা আবেদনের ক্ষেত্রে এসব ডকুমেন্টস প্রয়োজন হয়।

ইন্ডিয়ান ভিসা কিভাবে করতে হয়

অনলাইনে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে হলে মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারে গিয়ে Indian Visa লিখে সার্চ করতে হবে।

ভিসা কি? ভিসা কিভাবে করতে হয়

সার্চ করার সাথে সাথেই প্রথম যে ওয়েবসাইট আসবে সেটিতে ঢুকে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ভিসার মেয়াদ কতদিন থাকে

ভিসার মেয়াদ কত দিন থাকবে সেটি মূলত নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে বিদেশ ভ্রমণ করতে চান।

এক একটি দেশের ভিসার নিয়ম নীতি আলাদা হয়ে থাকে। ঠিক তেমনি আপনি কোন দেশের ভিসা নিয়ে বিদেশে যেতে চান সেই দেশের ভিসার উপর ভিসার মেয়াদ উল্লেখ থাকে। যেমন বিদেশে কাজের ভিসার মেয়াদ, ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ , স্টুডেন্ট ভিসার মেয়াদ প্রত্যেকটি ভিসার মেয়াদ আলাদা আলাদা হয়ে থাকে।

ভিসার জন্য আবেদন

আপনার পছন্দমত যে কোন দেশের জন্য অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আপনি নিজেই দেশের ভিসা জন্য আবেদন করতে চান সেই দেশের নাম এবং সাথে Visa লিখে সার্চ করলেই ভিসার জন্য আবেদন করার লিংক পেয়ে যাবেন।

ভিসা করতে কত টাকা লাগে

ভিসা করতে কত টাকা প্রয়োজন এটা বলা মুশকিল। কারণ হচ্ছে আপনি কোন দেশের অথবা কোন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করবেন সেটা আপনার উপর নির্ভর করে। তাই একেকটি দেশের ভিসার আবেদন করার জন্য একরকম টাকার প্রয়োজন হয়। তবে আপনি যেই দেশের অথবা যেই ক্যাটাগরির ভিসার জন্য অনলাইনে আবেদন করতে চান সেই ওয়েব সাইটে ঢুকলে দেখতে পাবেন ভিসা করতে কত টাকা লাগে।

ভিসা নিয়ে আরো কিছু তথ্য

Leave A Reply

Your email address will not be published.