যে ৫ দেশের নাগরিক পর্যটন ভিসা দিয়ে ওমরাহ করতে পারবে জানুন
এখন থেকে পর্যটন ভেসে দিয়েই ওমরা পালন করতে পারবেন যেই সব দেশের নাগরিক জানতে সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়তে হবে।
উপসাগরীয় সহযোগী কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশ আরব আমিরাত, বাহারাইন, ওমান , কুয়েত এই পাঁচ দেশের নাগরিক এখান থেকে খুব সহজেই সৌদি আরব ই-টুরিজম ভিসা পাবেন। এবং এই ট্যুরিজম ভিসা দিয়েই এসব দেশের নাগরিকরা সৌদি আরবে ঘুরতে ও উমরা পালন করতে পারবেন।
বৃহস্পতিবার (.৯ মার্চ) এসব তথ্য জানিয়েছেন সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় থেকে। এছাড়া আরো জানা যায় হজের মৌসুমে পর্যটন ভিসার মাধ্যমে ওমরা পালন করতে পারবে না এই পাঁচ দেশের নাগরিকরা।
এছাড়া গালাফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায় পূর্বে জিজিসিভুক্ত দেশগুলোর নির্দিষ্ট সংখ্যা কিছু পেশার নাগরিকরা সৌদি আরবের ট্যুরিজম বা পর্যটন ভিসা পেতেন। তবে এখান থেকে এ ভিসার জন্য আবেদনকারীর প্রেসাকে প্রাধান্য দেয়া হবে না। এছাড়াও আরো জানা গেছে যে শিশিভুক্ত যেই পাঁচটি দেশের কথা বলা হয়েছে সেই দেশের যে কেউ নিজের পরিবারসহ যেকোনো সময় সৌদি আরবের পর্যটন ভিসার আবেদন করতে পারবেন।
পূর্বে অর্থ উপার্জনের একমাত্র ক্ষেএ রপ্তানি ধরা হতো। তাই বর্তমানে সৌদি আরব সরকার দেশটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যাতে অন্য দেশের মানুষ সৌদি আরব যে কোন সময় ঘুরতে আসতে পারেন বা ওমরা পালন করতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে সৌদি আরব জি শেষে ভুক্ত দেশগুলোকে ইটালিজম ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সৌদি পর্যটন ভিসার আবেদন করার নিয়ম
এছাড়াও সৌদি মন্ত্রণালয় থেকে আরো জানা যায় সৌদি আরব ভিজিট ভিসার ওয়েবসাইট থেকে অথবা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই নিজেই নিজের পর্যটন ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এই পাঁচ দেশের নাগরিক ব্যতীত অন্য কেউ টি টুরিজম বিষয়ের জন্য আবেদন করতে পারবে না। ইটুরিজম ভিসার জন্য কিছু শর্ত রয়েছে।
ই-ট্যুরিজম ভিসার আবেদন করার শর্তাবলী
জি সি সি ভুক্ত এই পাঁচ দেশের নাগরিকদের আবেদন করার পূর্বে কিছু শর্ত মেনে আবেদন করতে হবে। যেমন
- আবেদনকারী কে কমপক্ষে তিন মাসের থাকার অনুমোদন থাকতে হবে।
- আবেদনকারীর পাসপোর্ট এর মেয়াদ ৬ মাস থাকতে হবে।
সৌদি আরব ভিসা আপডেট
পূর্বে সৌদি আরব সরকার ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন ধার্য করেছিলেন । কিন্তু ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এছাড়া উক্ত পাঁচ দেশের নাগরিকরা আকাশ স্থল সমুদ্র যেকোনো পথেই সৌদিতে প্রবেশ করার অনুমতি লাভ করেছেন। এবং উক্ত পাঁচ দেশের নাগরিকরা সৌদি আরবের যেকোন বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যেতে পারবেন জানিয়েছেন সৌদি মন্ত্রণালয়।
দেখুনঃ ইতালি ভিসা খরচ ২০২৩