সৌদি আরব ভিসা চেক করার নিয়ম

3

প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক প্রবাসী কাজের উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব যায়। সৌদি আরব যাওয়ার জন্য অবশ্যই একটি ভিসার প্রয়োজন হয়। অনেক ব্যক্তি বিভিন্ন ভুয়া ব্যক্তিদের কবলে পড়ে ভিসার জন্য হাজার হাজার টাকা নষ্ট করে। আজকের এই পোষ্টের মাধ্যমে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আমরা জানবো।

সৌদি আরব ভিসা চেক করার জন্য অবশ্যই আপনাকে আগে ভিসার জন্য আবেদন করতে হবে। তারপর আপনাকে একটি আবেদনের অংশ দেওয়া হবে সেই অংশের আবেদনের একটি নম্বর দেওয়া থাকবে। সেই নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন।

সৌদি আরব ভিসা চেক করার নিয়ম

সৌদি আরব ভিসা চেক করার জন্য প্রথমে ভিজিট করুন https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই লিংকে| তারপরে এখানে Passport Number,Nationality ,Visa Issuing Authority -Dhaka ঢাকা সিলেট করতে হবে| এবং এরপরে Image code লিখে সার্চ করলে আপনার ছবি সহ ভিসা  তথ্য পেয়ে যাবেন|

সৌদি আরব ভিসা চেক করার নিয়ম

  • সৌদি আরব ভিসা চেক করার জন্য প্রথমে ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইটে (MOFA Saudi visa check with passport number) প্রবেশ করতে হবে।
  • সেখানে যাওয়ার পরে প্রথম বক্সে আপনি  পাসপোর্ট নম্বরটি লিখবেন। যে পাসপোর্ট নম্বরটি লিখবেন সে পাসপোর্ট এর অবশ্যই মেয়াদ থাকতে হবে।
  •  পরবর্তী বক্সে আপনার (Visa type) ভিসাটি কি ধরনের ভিসা সেটা সিলেক্ট করবেন। মানে আপনার ভিসা যদি ভ্রমণ ভিসা হয়, সেক্ষেত্রে ভিজিটরস ভিসা সিলেট করবেন। আর যদি আপনার ভিসা ওয়ার্ক ভিসা হয়, সে ক্ষেত্রে ওয়ার্ক ভিসা সিলেক্ট করবেন। আপনি যদি ভুল ভিসা সিলেক্ট করেন সে ক্ষেত্রে আপনার ভিসার তথ্য পাবেন না।
  • তারপরে আপনার(Visa issuing Authority) বর্তমান জাতীয়তা কি সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশী তাই বাংলাদেশ সিলেক্ট করবেন।
  • তারপরে আপনার ভিসাটি কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা সৌদি এমবাসি ঢাকা থেকে ভিসাটি ইস্যু করেছি তাই সৌদি এমব্যাসি ঢাকা নির্বাচন করুন।

তারপরে নিচের বক্সে থাকা ইমেজের অক্ষরগুলো হুবহু পক্সের মধ্যে উল্লেখ করুন। তারপরে চারস অপশনে ক্লিক করলে আপনার ভিসার সকল তথ্য জানতে পারবেন। তবে আপনার ভিসাটি যদি একেবারে নতুন হয় সে ক্ষেত্রে অনলাইনে এভাবে আপনি ভিসা চেক করতে পারবেন না।

তারপরে আপনি অনলাইনে আপনার ভিসা চেক করতে পারবেন। আর যদি আপনার জরুরী হয় সে ক্ষেত্রে আপনি সরাসরি সৌদি এমবাসি ঢাকাতে গিয়ে আপনার সৌদি আরব ভিসা চেক চেক করে নিতে পারবেন।

অনলাইনে ইতালি ভিসা চেক করার নিয়ম

সৌদি ভিসা তথ্য যাচাই করুন

উপরের নিয়ম অনুযায়ী আপনার ভিসা যদি ইস্যু করা হয় সেক্ষেত্রে আপনার ভিসার সামান্য কিছু তথ্য জানতে পারবেন। তবে আপনার ভিসাটি যদি সম্পূর্ণ এপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার ভিসার সকল তথ্য যেমন ভিসা নম্বর, ভিসা কোম্পানি ইত্যাদির মত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন।

আপনার ভিসা টি যদি ইস্যু করা না হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে আপনার বিষয়টি ঠিক করতে পারবেন না। ভিসার আবেদন করার কমপক্ষে একমাস পরে আপনি অনলাইনে মাধ্যমে ভিসা চেক করতে পারবেন।

সৌদি ভিসা বাংলা অনুবাদ যেভাবে করবেন

আমাদের মধ্যে অনেকেই যেহেতু আরবি ভাষা জানেন না, সে ক্ষেত্রে সৌদি ভিসা বোঝার ক্ষমতা আমাদের মধ্যে অনেকেরই নেই। কারণ সৌদির ভিসা গুলো আরবি ভাষায় লেখা থাকে। আপনি চাইলে অনলাইন এর মাধ্যমে খুব সহজেই গুগল ট্রান্সলেট ব্যবহার করে সৌদি ভিসার বাংলা অনুবাদ করে নিতে পারবেন।

  • তার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেট নামের অ্যাপসটি নামিয়ে নিন।
  • সেটা ডাউনলোড করার পরে কিছু পারমিশন চাইবে সেগুলো সঠিকভাবে দিয়ে দিন।
  •  তারপর আপনি নিচের দিকে ক্যামেরার মত একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
  • ক্যামেরার মত অপশনটিতে ক্লিক করলে আপনার ফোনে ক্যামেরা ওপেন হবে। তারপর আপনি যে কাগজের লেখা ট্রান্সলেট করতে চান সে কাগজের উপরে আপনার মোবাইলটি নিয়ে যান এবং একটি ছবি তুলুন।
  • তারপর আপনি যেটুকু অংশ ট্রান্সলেট করতে চান সে অংশটি সিলেক্ট করে দিন। তারপর আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেই ভাষাটি নির্বাচন করে দিন। সিলেক্ট করার পরে পরবর্তী অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ওই ভাষাটি বাংলাতে ট্রান্সলেট হয়ে আসছে।

আপনি খুব সহজেই এভাবে যে কোন ভাষাকে বাংলা ভাষায় রূপান্তর করে সহজেই বুঝতে পারবেন।

আশা করি বন্ধুরা, কিভাবে আপনারা সৌদি আরব ভিসা চেক  করবেন সে বিষয়ে আজকের পোস্টের মাধ্যমে আপনাদের বুঝাতে পেরেছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

সৌদি আরব ভিসা চেক (ভিডিও)

অপবাদ তথ্য থেকে সৌদি আরব ভিসা চেক করার কোন প্রকার সমস্যা হলে বা বুঝতে না পারলে নিচের দেওয়া ভিডিও দেখে সম্পূর্ণ ধারণা নিতে পারেন।

ভিসা চেক নিয়ে আরও কিছু তথ্য

3 Comments
  1. […] সৌদি আরব ভিসা চেক […]

  2. […] সৌদি আরব ভিসা চেক […]

  3. […] এখন ঘরে বসেই আপনি সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন খুব সহজেই। কিভাবে সৌদি আরবের ভিসা চেক করবেন বিস্তারিত জানতে নিচের আর্টিকেলটি পড়ুনঃ সৌদি আরব ভিসা চেক […]

Leave A Reply

Your email address will not be published.