সার্বিয়া কাজের ভিসা ২০২২
অনেকেই জিজ্ঞাসা করে থাকেন সার্বিয়া কাজের ভিসা খোলা আছে কিনা বা সার্বিয়া যেতে কত টাকা লাগে। এছাড়াসার্বিয়া বর্তমান অবস্থা কি ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই পোস্ট টি সাজানোর চেষ্টা করেছি।
আর আপনি যদি সার্বিয়া যেতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে সার্বিয়া সম্পর্কে আর কোন তথ্য অজানা থাকবে না |
তাহলে চলুন আজকের সার্বিয়া কাজের ভিসা ২০২২ সম্পর্কে বিস্তারিত জেনে আসি |
সার্বিয়া কাজের ভিসা
অনেকের মনে প্রশ্ন জাগে বর্তমানে কি সার্বিয়া ভিসা চালু আছে? হ্যাঁ বর্তমানে সার্বিয়া সব ধরনের ভিসা চালু রয়েছে | সার্বিয়া দেশটি বর্তমানে প্রচুর জনবল নিয়োগ দিচ্ছে | এছাড়া সার্বিয়া তে প্রচুর কাজ থাকায় বর্তমানে অনেকেই কাজের ভিসা নিয়ে সার্বিয়া যাচ্ছে | বর্তমানে হোটেল এবং রেস্টুরেন্ট ও নির্মাণ শ্রমিকের প্রধান্য দিচ্ছে | এছাড়া আরো অনেক কাজ রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল এবং ড্রাইভিং ও শেফ এর কাজ।
সার্বিয়া যেতে কত টাকা লাগে
অনেকে জানতে চেয়েছেন সার্ভিস যেতে কত টাকা লাগে | আসলে এটা কেউ সঠিকভাবে বলতে পারবে না | কারণ আপনি কোন ভিসা নিয়ে সার্বিয়া যেতে চান তার উপর নির্ভর করে ভিসা খরচ নির্ধারণ করা হবে | তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে তার থেকে একটা ধারণা তো দেয়াই যায় | আপনি যদি কোন দক্ষতা ছাড়া নির্মাণ শ্রমিক হিসেবে যেতে চান তাহলে মোট খরচ হতে পারে ৫,৫্০০০-৬,০্০০০ লাখ টাকার মতো | এবং এর চেয়ে ভাল ভিসা যেমন মেকানিক্যাল, ড্রাইভিং,সেফ ইত্যাদি ভিসা নিয়ে যেতে চাইলে তাহলে খরচ হতে পারে ৬,০্০০০-৭,০্০০০ টাকার মত । মনে রাখবেন এটা ধারণা মাত্র তবে ক্ষেত্রবিশেষে এর কম বেশিও হতে পারে।
সার্বিয়া কাজের ভিসা ধরন
সার্বিয়াতে প্রায় সব ধরনের ভিসায় খোলা রয়েছে তার মধ্যে যেসব ভিসা উল্লেখযোগ্য যেমন কনস্ট্রাকশন সেক্টর এবং ফ্যাক্টরি। এছাড়াও আরো অনেক ধরনের ভিসা রয়েছে তবে এদের মধ্যে শেফ এবং ড্রাইভিং ভিসা গুলো উল্লেখযোগ্য| কারণ সেফ এবং ড্রাইভিং যদি দক্ষ থাকেন তাহলে সার্বিয়া গিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
সার্বিয়া কাজের ভিসা পাওয়ার উপায়
সার্বিয়াতে বিভিন্নভাবে ভিসা পাওয়া যায়। সার্বিয়া ভিসা পাওয়ার উপায় সম্পর্কে নিচের বিস্তারিত উল্লেখ করা হলো
সরকারিভাবে সার্বিয়ার ভিসা পাওয়ার উপায়
সরকারিভাবে সার্বিয়া যেতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসার জন্য আবেদন করতে হবে।এবং সেখান থেকে আপনার কাজের দক্ষতা অনুযায়ী সার্বিয়া একটি কোম্পানিতে আবেদন করতে হবে | এবং আবেদনটি তারা গ্রহণ করলে আপনি 2-3 মাসের মধ্যে সভিয়া ভিসা নিয়ে যেতে পারবেন |
এজেন্সির মাধ্যমে সার্বিয়া ভিসা পাওয়ার উপায়
বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা বর্তমানে সার্ভিয়া ভিসা দিয়ে শ্রমিক নিয়োগ দিয়েছে আপনি চাইলেও বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজের ভিসা নিয়ে সার্বিয়া যেতে পারেন। তবে যে এজেন্সির মাধ্যমে সার্বিয়া যেতে চান অবশ্যই সেই এজেন্সি সম্পর্কে ভালো বুঝেশুনে ভিসার জন্য টাকা জমা দিতে হবে | কারণ দেশে বর্তমানে প্রচুর পরিমাণে দালাল চক্র আছে যারা মিথ্যা বলে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।
সার্বিয়া কাজের বেতন কত
সার্বিয়া কোন কাজে কত টাকা বেতন সেটা নির্ভর করে একান্তই কাজের উপর ডিপেন্ড করে | তবে সার্বিয়াতে বিভিন্ন ভিসা নিয়ে যারা কাজ করতেছেন তাদের সাথে আলোচনা করে জানা গেছে যারা নির্মাণ শ্রমিক হিসেবে সার্বিয়া কাজ করতে চান তাদের বেতন হতে পারে 40 থেকে 50 হাজার টাকার মধ্যে | এবং ড্রাইভিং মেকানিক্যাল এবং সেফ এর কাজ নিয়ে সার্বিয়া জেতে চান তারা মাসে ৫০,০০০-১০০,০০০ লক্ষ টাকার মতো ইনকাম করতে পারেন।
সার্বিয়া রন্ধনশিল্পের প্রচুর চাহিদা
আপনি যদি রান্না কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে সার্বিয়া হতে পারে আপনার পছন্দের একটি স্থান | কারণ সার্বিয়াতে সেফের প্রচুর চাহিদা রয়েছে। সার্ভিয়া তে রান্নাবান্না করে অনেক টাকা বেতনে কাজ করতে পারেন |
[…] সার্বিয়া কাজের ভিসা ২০২২ […]
[…] You also like: সার্বিয়া কাজের ভিসা ২০২২ […]