রোমানিয়া ভিসা চেক করার নিয়ম
জানুন অনলাইনে রোমানিয়া ভিসা চেক কিভাবে করবেন|আজকের এই পোষ্টের মাধ্যমে Romania ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি রোমানিয়া যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসা চেক করে নেওয়া উচিত।
Romania Visa Check করা খুবই সহজ | আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা এ স্মার্ট ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনি নিজে নিজেই রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে পারবেন।
এছাড়া অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ভিসা নিয়ে রোমানিয়া যেতে চান । সে দেশে যাওয়ার আগে আপনার ভিসাটি বৈধ কিনা তা যাচাই করা উচিত। আগে থেকে ভিসা চেক না করা থাকলে তখন আপনাকে বাড়তি ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই অবশ্যই আমরা যেকোনো দেশেই ভ্রমণের আগে সেই দেশের ভিসা চেক করে নিব।
ভিসা চেক কেন করব?
আপনি যদি রোমানিয়া যেতে চান এবং রোমানিয়ার ভিসা হাতে পেয়ে থাকেন তাহলে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আপনার জেনে রাখা উচিত। ভিসা চেক সম্পর্কে আপনি জেনে রাখলে আপনি রোমানিয়ার যেকোনো ধরনের ভিসা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।
তাছাড়া যে কোম্পানি আপনাকে রোমানিয়ার ভিসা প্রদান করবে সে কোম্পানি আসল কিনা সেটাও আপনারা অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন। যার ফলে আপনি অনেক ধরনের প্রতারণার শিকার হতে বেঁচে যাবেন। আপনার ভিসাটি যদি সঠিক না হয় সেক্ষেত্রে এয়ারপোর্টে আপনাকে কাগজ চেক করার সময় আটকে দিবে। যার ফলে আপনি রোমানিয়া যেতে পারবেন না।
আপনি যদি আগে থেকেই আপনার রোমানিয়ার ভিসাটি চেক করে রাখেন তাহলে আপনি এই ধরনের প্রতারণা থেকে বেঁচে যেতে পারবেন।
দেখুনঃ আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম
রোমানিয়া ভিসা চেক
ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে https://www.romanian-companies.eu/এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।এরপরে সার্চ ঘরে Fiscal/CNP নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার কোম্পানির নামসহ তথ্য পেয়ে যাবেন।এবং কোম্পানির উপরে ক্লিক করলেই আপনি যে কোম্পানির ভিসা নিয়ে রোমানিয়া যেতে চান তার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।এছাড়া আরও স্পষ্ট ভাবে বোঝার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
অনলাইনে রোমানিয়া ভিসা চেক করার নিয়ম
Romania Visa চেক করার জন্য ভিজিট করুন https://www.romanian-companies.eu/ এই লিংকে| এখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য/Fiscal/CNP Number দিয়ে সার্চ করলেই আপনার কোম্পানির নাম সহ ভিসা তথ্য দেখতে পাবেন।
আগে বাংলাদেশ থেকে অনেক দেশের ভিসা অনলাইনে চেক করা যেত না। ভিসা চেক করার জন্য আমাদেরকে সরাসরি ওই দেশের এম্বাসিতে যোগাযোগ করতে হতো। কিন্তু বর্তমানে আপনারা প্রায় সকল দেশের ভিসা অনলাইনের মাধ্যমে আপনার ঘরে বসেই চেক করতে পারবেন।
- রোমানিয়া ভিসা চেক করার জন্য আপনাদেরকে প্রথমে রোমানিয়া ভিসা চেক এর অফিসের ওয়েবসাইটে (https://www.romanian-companies.eu/) প্রবেশ করতে হবে।
- তারপর উপরের মত একটি পেজ দেখতে পাবেন এখানে Search a Company অপশনে fiscal/ CNP Number নাম্বার লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে কোম্পানির নাম সহ বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাবেন।
- রোমানিয়া ভিসার তথ্য জানার জন্য ভিসা কোম্পানির নামের উপরে ক্লিক করুন।
- এরপরে কোম্পানির নামের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার ভিসার যাবতীয় তথ্য দেখতে পাবেন। নিচের ছবির মত।
- তারপরে উপরের দিকে ডান পাশে ক্লিক করলে পাবলিক প্রোফাইল নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
- তারপরে একটু নিচের দিকে স্কুল করলে আপনারা কোম্পানির এজেন্টের সাথে কথা বলার একটি অপশন পাবেন। তারপরে আপনি এজেন্টের সাথে সরাসরি কথা বলে আপনার কোম্পানি এবং ভিসার তথ্য গুলো জেনে নিতে পারবেন।
কথা বলার জন্য অবশ্যই আপনাকে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। আপনি যদি ইংরেজি ভাষা ভালো না জানেন সে ক্ষেত্রে এমন কাউকে দিয়ে কথা বলাতে হবে যে ইংরেজি ভাষা ভালো বোঝে। ইংরেজি ভাষা না জানলে কিন্তু ইউরোপে গিয়ে আপনি কোন কিছু করতে পারবেন না। তাই ইউরোপে যাওয়ার আগে অবশ্যই ইংরেজি ভাষা নিয়ে ভালো করে পড়াশোনা করে নিবেন।
ওয়ার্ক পারমিট ভিসা চেক
উপরের নিয়ম অনুসারে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা চেক করে নিতে পারবেন। তবে আপনারা যদি সরাসরি এজেন্টের সাথে মোবাইলে কথা বলতে চান সেক্ষেত্রে 380930062592 এই নম্বরে সরাসরি কথা বলতে পারবেন।
এই নাম্বারে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথোপকথন করতে হবে। আপনি ইংরেজিতে ভালো দক্ষ না হলে এখানে কল করে তাদের সাথে কথা বলতে পারবেন না। তাই অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা অথবা যেকোনো ভিসাতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে ইংরেজি শিখে নিতে হবে। তা না হলে সেখানে গিয়ে আপনি কোন কিছু করতে পারবেন না।
ভিসা যাচাই করতে যা প্রয়োজন
অনলাইনে ভিসা চেক করার জন্য অবশ্যই আপনার কিছু কাগজপত্র বা ডকুমেন্ট এর প্রয়োজন হবে। যে ডকুমেন্টের মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইনে রোমানিয়া ভিসা চেক করতে পারবেন।
- কমপক্ষে ছয় মাস মেয়াদ আছে এমন একটি পাসপোর্ট।
- যেহেতু আপনি ভিসার আবেদন করেছেন সেহেতু আপনাকে একটি আবেদনের নম্বর দেওয়া হবে সেই নম্বরটি।
- ইন্টারনেট আছে এমন একটি স্মার্ট ফোন বা কম্পিউটার, যেটার মাধ্যমে আপনি ভিসা চেক করবেন।
উপরের ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে সে ক্ষেত্রে আপনি ঘরে বসে অনলাইনে রোমানিয়া ভিসা চেক করতে পারবেন।
বন্ধুরা আশা করি আজকের পোষ্টের মাধ্যমে ভিসা কিভাবে চেক করতে হয় সেই সম্পর্কে আপনাদের জানাতে পেরেছি। আজকের পোস্টটি এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
রোমানিয়া ভিসা চেক করার ভিডিও
রোমানিয়া ভিসা চেক করার নিয়ম সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরও বুঝতে কারো কোন সমস্যা হলে নিচের দেয়া ভিডিও থেকে সম্পূর্ণ ধারণা নিতে পারেন।
ভিসা নিয়ে আরও কিছু তথ্য
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করুন | Dubai visa check online
- পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক | Oman Visa Check Online
- পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | কাতার ভিসা চেক
- ইতালি ভিসা চেক করার নিয়ম | Italy visa Check
- দুবাই ভিসা চেক
- মালয়েশিয়া ভিসা চেক
[…] রোমানিয়া ভিসা চেক করার নিয়ম […]
[…] রোমানিয়া ভিসা চেক […]
ধন্যবাদ আপনাকে এত সুন্দার করে বুজানোর জন্য
আপনাকে ও ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
[…] রোমানিয়া ভিসা চেক […]
hello sir check my visa real or fake
if you want to check your visa send me passport number
[…] রোমানিয়া ভিসা চেক করার নিয়ম […]