RFL Web Do কি? কিভাবে কাজ করে আরএফএল ওয়েব ডিও
জানুন RFL Web Do কি? এবং এটিতে কিভাবে ব্যবহার করতে হয়। এছাড়া আরএফএল ওয়েব ডিও তে কিভাবে কাজ করে জানতে হলে আজকের নিবন্ধনটি আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে।
এ ছাড়া কারো সহায়তা ছাড়াই কিভাবে অনলাইনে আরএফএল ওয়েব ব্যবহার করবেন সেটিও জানতে পারবেন এখান থেকে।
যারা আরএফএল এর ডিলার রয়েছেন তাদের কাছে আরএফএল ওয়েব ডিও পরিচিত হলেও অনেকের কাছে এই বিষয়টি এখনো অজানা। আরএফএল ওয়েব ডিও ব্যবহার করার জন্য আপনাকে এর অফিসিয়াল পোর্টালে গিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এবং আরএফএল এর যত পণ্য রয়েছে আপনি খুব সহজে সেখান থেকে দেখতে পারবেন।
RFL Web Do কি?
বাংলাদেশের প্লাস্টিক পণ্যের মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি হল আরএফএল কোম্পানি। এবং এই আরএফএল ওয়েব ডিও হলো আরএফএল কোম্পানির অনলাইন ভিত্তিক একটি সেবা পোর্টাল। এখানে আপনি রেজিস্ট্রেশন করার মাধ্যমে rfl কোম্পানির যত প্রোডাক্ট রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবং যেকোনো সময় আপনি আরএফএল থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন।
RFL Web Do কি কাজে ব্যবহার করা হয়
আর এফ এল মূলত আরএফএল কোম্পানির গান রয়েছে তারা ব্যবহার করে থাকেন। যেমন
- RFL কোম্পানির ডিলারদেরকে নতুন পণ্যের সম্পর্কে জানানো
- এবং এখান থেকে একজন ডিলার খুব সহজেই তার ব্যবসার জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট অর্ডার করতে পারবেন।
আরএফএল ওয়েব ডিও তে কাজ করার নিয়ম
RFL ওয়েব ডিও তে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোন একটি ব্রাউজার গিয়ে RFL Web Do লিখে সার্চ করতে হবে। সাথে সাথেই আরএফএল কোম্পানির এই অনলাইন ভিত্তিক সেবা পোর্টাল আপনার সামনে চলে আসবে। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে আর এফ এল ব্যবহার করতে হবে।
বিস্তারিত জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন
আরএফএল ওয়েব ডিও তে কাজ করতে হলে
- প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন RFL Web Do এটি লিখে অথবা এখানে ক্লিক করুন।
ক্লিক করার সাথে সাথে আপনাকে নিচের ছবির মত একটি পেজে নিয়ে আসবে।
- এখানে আপনাকে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
- মূলত আপনি যেসব ডিলারের পণ্য ওয়েব করতে চান তাদের টাকা এন্ট্রি করার ক্ষেত্রে তাদের ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
- মনে রাখতে হবে যাকে আপনি মাল ওয়েট করবেন তার ইউজারনেম এবং পাসওয়ার্ড ছাড়া আরএফএল ওয়েব ডু তে কাজ করতে পারবেন না।
এরপরে তাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আরএফএল ওয়েব ডু এর সকল সার্ভিস চলে আসবে। যেমন
- অর্ডার এন্ট্রি(Order Entry)
- এক্টিভ অর্ডার(Active Order)
- প্রোডাক্ট ইনফর্মেশন(Product Info)
- আন ডেলিভারি(Undelivered)
- ড্যামেজ এন্ট্রি(Damage Entry)
- ড্যামেজ অ্যাপ স্ট্যাটাস(Damage Approve Status)
- এম আর স্ট্যাটাস(MR Status)
- ক্যান্সেল ডু(Cancel DO)
- হিডেন ডু ( Didden Do)
- ইনসেন্টিভ অফার (Incentive Offer)
- কমপ্লেন(Complain)
- চেঞ্জ পাসওয়ার্ড(Change Password)
- লগ আউট(Log Out)
RFL Web Do Order Entry
আপনি হয়তো আরএফএল ওয়েব-ডিও তে একটি অ্যাকাউন্ট করেছেন । এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এখানে অর্ডার এন্ট্রি কিভাবে করব। সাইট বার থেকে অর্ডার এন্টি তে ক্লিক করার পরে দেখতে পারবেন। যেমন
- Code
- পণ্যের গ্রুপ
- Entry করা পণ্যের মূল্য(balance)
- MR
- এবংCredit
- এরপরে আপনার পছন্দ মতো আইটেম নির্বাচন করুন এবং কতটুকু পরিমাণ অর্ডার করতে চান তার পরিমাণ মতো করতে পারবেন।
RFL Web Do Active Order
আপনার পরিমাণ মতো অর্ডার এন্ট্রি করার পরে এ পর্যায়ে আপনাকে অর্ডারটি একটিভ করতে হবে। অর্ডার একটিভ করার মাধ্যমে কোম্পানি আপনার অর্ডার সম্পর্কে জানতে পারবে। অর্ডার একটিভ করার পরে পণ্যের নাম,অর্ডারকৃত পণ্যের তারিখ এবং সময়, এবং পণ্যের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন।
RFL Web Do Product Info
আরএফএল ওয়েব ডিও প্রোডাক্ট ইনফরমেশন বলতে আপনার গ্রুপে কোন ধরনের পণ্য রয়েছে। অর্থাৎ আপনি যেই ডিলারের মাল সাজাচ্ছেন পূর্বে কোন মালের ডেলিভারিট হয়ে থাকলে অথবা কোন মাল ড্যামেজ হয়ে গেলে সেটি চেক করে আগে থেকে জানাতে হবে। এছাড়াও প্রোডাক্ট ইনফোর মধ্যে আপনার কত টাকার মাল ডেলিভারি হয়েছে এবং আপনার MR Status আপনি কত টাকা জমা দিয়েছেন সেটি এখান থেকে দেখতে পারবেন।
আরএফএল Undelivered
আন ডেলিভারি বলতে অর্ডারকৃত পণ্যগুলোই কোনটি এখনো ডেলিভারি হয়নি সেটি এখান থেকে দেখতে পারবেন। এর জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাম পাশের মেনুবার থেকে Undelivered উপরে ক্লিক করলে কতটি পণ্য এখনো ডেলিভারি হয়নি তার স্ট্যাটাস দেখতে পাবেন।
আরএফএল MR Status Option
আপনি আর এফ এল কোম্পানি থেকে পণ্য ক্রয় করার ক্ষেত্রে কত টাকা জমা দিয়েছেন বা কত টাকা লেনদেন করেছেন সেটি এই অপশন থেকে দেখতে পারবেন।
RFL web do টাকা এড করার প্রসেস
ডিলার যখন তার পণ্যের আইটেম অনুযায়ী rfl কোম্পানির কাছে টাকা জমা দেয় সরাসরি টাকাগুলো তার ব্যালেন্সে অ্যাড না হয় প্রথমে MR এ থাকে এবং পরবর্তীতে টাকাটি মূল ব্যালেন্সে যোগ হয়।
আরএফএল ওয়েব ডিও কি? এটি কিভাবে কাজ করে(ভিডিও)
প্রিয় পাঠক বৃন্দ উপরে আলোচনা কৃত কোন প্রকার বুঝতে কষ্ট হলে নিচের ভিডিও দেখে সম্পূর্ণ ধারণা নিতে পারেন। ভিডিওতে সম্পূর্ণরূপে দেখানো হয়েছে আরএফএল ওয়েব ডে তে কিভাবে কাজ করবেন।