পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | কাতার ভিসা চেক

3

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে চান? তাহলে আজকের পোষ্টের মাধ্যমে জানতে পারবেন কিভাবে কাতার ভিসা চেক করবেন|আপনি একা একা ঘরে বসে সহজেই কাতার ভিসা চেক করতে পারবেন| এতে করে আপনার সময় এবং টাকা দুইটাই বেঁচে যাবে|

এছাড়া প্রতারণার এবং ঝামেলার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই বিদেশ ভ্রমণের আগেই আপনার ভিসা চেক করা দরকার|আমরা অনেকেই জানিনা কিভাবে  ভিসা চেক করা যায়| আজকের পোস্টটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়লে নিজেই নিজের ভিসা চেক করতে পারবেন|

অনলাইনে ভিসা চেক করার প্রয়োজনীয়তা

এখন ঘরে বসেই আপনি নিজে নিজের করতে পারবেন| এতে করে আপনার সময় এবং টাকা দুইটাই সেভ হবে| এছাড়াও আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভিসা সঠিক আছে কিনা এবং যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজ সঠিক কিনা এবং কোম্পানির নাম এবং সব ধরনের তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করতে পারবেন|

তাই আমরা অবশ্যই আগে থেকেই অনলাইনে ভিসা চেক করে নেব|

কাতার ভিসা চেক

কাতার ভিসা চেক করার জন্য ভিজিট করুন  https://portal.moi.gov.qa/ এই ওয়েবসাইটে| এরপরে  visa number/Passport Number অপশনে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন এবং Nationality সিলেক্ট করতে হবে| এবং একটি ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ভিসা তথ্য দেখতে পাবেন|

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার জন্য প্রথমে https://portal.moi.gov.qa/ এই লিংকে প্রবেশ করুন|

এরপরে ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে ন্যাশনালিটি সিলেক্ট করে একটি ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ভিসার যাবতীয় তথ্য দেখতে পাবেন|

এ ছাড়া আরো ভালোভাবে বোঝার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন|

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | কাতার ভিসা চেক

  • কাতার ভিসা চেক করার জন্য প্রথমে ভিজিট করুন এই লিংকে|
  • লিংকে প্রবেশ করার পরে নিচের মতন একটি ইন্টারফেস আপনাদের সামনে প্রদর্শিত হবে|

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | কাতার ভিসা চেক

  •  এরপরে Visa  Number ঘরে আপনার ভিসা নাম্বার প্রদান করুন|
  • অথবা  দ্বিতীয় ঘরে Passport Number এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার প্রদান করতে হবে|
  • Nationality ঘরে আপনার জাতীয়তা নির্বাচন করতে হবে বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করতে হবে|
  • এ পর্যায়ে আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে| ক্যাপচাটি পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করলেই আপনার ভিসার ইনফরমেশন গুলো দেখতে পাবেন|

কাতার ভিসা চেকিং করার (ভিডিও)

ভিসা নিয়ে শেষ কথা

আপনারা যারা বিভিন্ন দেশে ভ্রমণ বা যেকোনো কাজের উদ্দেশ্যে যান না কেন অবশ্যই আপনাদের সে দেশে যাওয়ার আগে ভিসা চেক করা উচিত| এছাড়া ভিসার ধরন কোন কাজে যাচ্ছেন বা আপনি যেই কোম্পানিতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন সেই কোম্পানির সঠিক কিনা এসব বিষয় সে দেশে যাওয়ার আগে জানা দরকার|

তাই অবশ্যই আমাদের ভ্রমণের আগে ভিসা চেক করা দরকার|

ভিসা চেক নিয়ে আরও কিছু তথ্য

 

 

Leave A Reply

Your email address will not be published.