পর্তুগাল যেতে কত টাকা লাগে ২০২৩

1

পর্তুগাল যেতে কত টাকা লাগে অনেকে জানতে চেয়েছেন। পর্তুগালের বেতন কত, পর্তুগাল ভিসা খরচ ,পর্তুগাল আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিষয় জানতে পারবেন আজকের আর্টিকেল থেকে।

প্রতিবছর বাংলাদেশ-ভারত পাকিস্তান সহ এশিয়া দেশগুলো থেকে হাজার হাজার শ্রমিক পাড়ি জমাচ্ছেন পর্তুগালে। পর্তুগাল একটি ইউরোপ কান্ট্রির দেশ হওয়ায় সেখানে সবাই স্বপ্ন বুনতে চায়।গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক লোক পর্তুগালে গেছে। আবার অনেকে আছেন যারা নতুন করে পর্তুগালে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু তারা জানেন না পর্তুগাল যেতে কত টাকা লাগে। তাই আজকে আপনাদের সুবিধার্থে পর্তুগাল ভিসা সম্পর্কে বিস্তারিত তুলে ধরব এই পোস্টের মাধ্যমে।

পর্তুগাল দেশ কেমন

পর্তুগাল হলো ইউরোপ মহাদেশের একটি দেশ। এই দেশটি আটলান্টিক মহাসাগরের পাশে অবস্থিত। বর্তমানে ইউরোপের যেসব সৌন্দর্যপূর্ণ দেশ রয়েছে তাদের মধ্যে পর্তুগাল একটি। পর্তুগালের প্রতি বছর হাজার হাজার ভ্রমণ প্রেমী মানুষ টুরিস্ট ভিসা নিয়ে বেড়াতে আসেন।

পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

বর্তমানে পর্তুগালে সব ধরনের কাজের পারমিট রয়েছে। পর্তুগাল সরকার প্রতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমবাজার থেকে শ্রমিক আমদানি করে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে পর্তুগালে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা খোলা রয়েছে। আপনি চাইলে যে কোন একটি কাজের প্রতি দক্ষতা অর্জন করে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সে দেশে যেতে পারেন।

পর্তুগাল যেতে কত টাকা লাগে

পর্তুগাল যেতে কত টাকা লাগে ২০২৩

পর্তুগাল বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে এখন আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে পর্তুগাল যাবেন সেটি নির্ভর করে আপনার উপর। তবে বিভিন্ন এজেন্সি এবং যারা পর্তুগালে অলরেডি বসবাস করছেন তাদের কাছ থেকে জানা গেছে পর্তুগাল যেতে মোটামুটি ৭ থেকে ৮লাখ টাকা লাগে। আপনি যে ধরনের ক্যাটাগরি বা মেয়াদের ভিসা নিয়ে পর্তুগাল যেতে চান আপনার সর্বোচ্চ ৮লাখ টাকার মত লাগবে।

পর্তুগাল কাজের ভিসা খরচ

পর্তুগাল কাজের ভিসা নিয়ে যাওয়ার আগে পর্তুগাল যেতে কত টাকা লাগে সেটি জানা দরকার।প্রতিবছর হাজার হাজার মানুষ পর্তুগাল কাজের ভিসা নিয়ে সে দেশে যাচ্ছেন। পর্তুগালে কাজের চাহিদা থাকায় বাংলাদেশ থেকে অনেক মানুষ সে দেশে যেতে চান। তাদের মধ্যে অধিকাংশ মানুষই পর্তুগাল কাজের ভিসার দাম কত সেটি জানেন না। পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা অথবা কাজের ভিসা নিয়ে যেতে আপনার ৭ থেকে ৮ লাখ টাকার মত খরচ হতে পারে।

পর্তুগাল টুরিস্ট ভিসা খরচ|পর্তুগাল যেতে কত টাকা লাগে

সৌন্দর্য দিক দিয়ে ইউরোপ কান্ট্রির মধ্যে অন্যতম একটি দেশ হলো পর্তুগাল। প্রতি দিন বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এদেশে ভ্রমণের জন্য এসে থাকেন। পর্তুগাল ভ্রমণ ভিসা পেতে আপনার ২,০০,০০০-৩,০০,০০০  লাখ টাকা লাগবে।

পর্তুগাল স্টুডেন্ট ভিসা খরচ

বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে পর্তুগাল যেতে  ৭ থেকে ৮ লাখ টাকার মত খরচ হবে। এক একটি দেশ থেকে যেতে একক রকম টাকা লাগে। যারা ইন্ডিয়া থেকে পর্তুগাল যেতে চান তাদের এর থেকেও কম খরচ লাগবে।

পর্তুগাল যেতে বয়স কত লাগে

শুধু পর্তুগাল নয় ইউরোপের যে কোন দেশে প্রবেশ করার ক্ষেত্রে আপনার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। ইউরোপ সিজনাল অথবা নন-সাজনাল যেকোনোই দেশ হোক না কেন প্রত্যেকটি দেশের ক্ষেত্রে আপনার বয়স একই রকম লাগে।

পর্তুগাল যেতে কি কি লাগে

ইউরোপ কান্ট্রির একটি দেশ হলো পর্তুগাল। ইউরোপে প্রবেশ করার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্টস সংগ্রহে রাখতে হবে।

  • একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ সর্বনিম্ন ছয় মাস এর বেশি রয়েছে।
  • ইংরেজিতে দক্ষ হলে ভালো হয়। কেননা ইংরেজি জানা থাকলে সহজেই কাজ পাওয়া সম্ভব।
  • নির্দিষ্ট একটি কাজের উপর দক্ষতা থাকতে হবে।
  • এপয়েন্টমেন্ট লেটার। আপনি যেই কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছেন সেই কোম্পানির এপয়েন্টমেন্ট লেটার প্রয়োজন হবে।
  • ব্যাংক স্টেটমেন্ট (স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে)

পর্তুগাল কোন কাজের বেতন কত

পর্তুগাল যাওয়ার আগে সেই দেশের কোন কাজের কত বেতন সেটি জেনে নেয়া উচিত।

ট্রাক ড্রাইভারঃ পর্তুগালে যারা ট্রাক ড্রাইভার হিসেবে যেতে চান তাদের মাসিক বেতন $1500-1600 US ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় এক লক্ষ ৭০ হাজার টাকা।

গার্মেন্টস ওয়ার্কারঃ বাংলাদেশ থেকে যেসব নাগরিকরা গার্মেন্টস শিল্প অথবা টেক্সটাইল খাতে কাজ করতে যেতে চান তাদের মাসিক বেতন বাংলাদেশের টাকায় প্রায় এক লক্ষ ২৫ হাজার টাকা।

সিকিউরিটি গার্ডঃ এছাড়া বাংলাদেশ থেকে যেসব ব্যক্তি ইউরোপে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে যেতে চান তাদের মাসিক বেতন $1630 dollar যা বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৮৪ হাজার টাকা।

কাজের ভিসা/লেবারঃ বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ধরনের কাজের ভিসা লেবার ভিসা নিয়ে পর্তুগাল যেতে চান তাদের মাসিক বেতন $1300 dollar জা বাংলাদেশী টাকায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

এগ্রিকালচার ভিসাঃ এ ছাড়া যারা বাংলাদেশ থেকে কৃষি খাতে যেসব লোক ভিসা নিয়ে যেতে চান তাদের মাসিক বেতন $ 1500 dollar বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।

ইলেকট্রিশিয়ানঃ বাংলাদেশ থেকে যেসব ব্যক্তি পর্তুগাল ইলেকট্রিশিয়ান ভিসা নিয়ে যেতে চান তাদের মাসিক বেতন $1900-2000 dollar  যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা।

কন্সট্রাকশন/ওয়ার্কারঃ এছাড়া যারা বাংলাদেশ থেকে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা নির্মাণ ভিসা নিয়ে যেতে চান তাদের মাসিক বেতন $ 2100 dollar যা বাংলাদেশি টাকায় ২ লক্ষ ৩০হাজার টাকা।

পর্তুগাল ক্লিনার ভিসাঃ পর্তুগাল ক্লিনার ভিসা নিয়ে যারা যেতে চান তাদের মাসিক বেতন $1300 dollar বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৫০হাজার টাকা।

পর্তুগাল কোন কাজের চাহিদা বেশি

পর্তুগাল দেশটিতে প্রচুর কাজের চাহিদা রয়েছে। কাজের চাহিদা হিসেবে শ্রমিক সংখ্যা খুবই কম। পর্তুগালে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরি হিসেবে শ্রমিক আমদানি করে থাকেন। পর্তুগাল কাজের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজ হল রেস্টুরেন্ট ও হোটেল, ক্লিনার, নির্মাণ শ্রমিক। এছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে যার চাহিদা অনেক।

বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম

বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারি দুইভাবেই পর্তুগাল যেতে পারবেন। তবে পর্তুগাল যেতে হলে আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে। যেমন পর্তুগাল যেতে হলে আপনাকে ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আপনি কোন ধরনের ভিসার জন্য যেতে চান সেটি সিলেক্ট করে আপনি কোন কোম্পানিতে কাজ করতে চান সেই কোম্পানি থেকে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে। এতে করে আপনার পর্তুগাল যাওয়া খুবই সহজ হয়ে যাবে।

পর্তুগাল টাকার মান কত

যেহেতু পর্তুগাল একটি ইউরোপীয় দেশ। তাই পর্তুগাল টাকার নাম হল ইউরো। বর্তমানে সর্বশেষ আপডেট অনুযায়ী পর্তুগালের এক ইউরো বাংলাদেশি ১১৫ টাকা। তবে সময় সাপেক্ষ টাকার মান কমবেশি হতে পারে।

বিভিন্ন দেশ নিয়ে আরো কিছু আর্টিকেল

1 Comment
  1. […] আরো পরুনঃ পর্তুগাল যেতে কত টাকা লাগে ২০২৩ […]

Leave A Reply

Your email address will not be published.