পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

0

আজকে আমরা পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইতোমধ্যে পাসপোর্ট আবেদন করেছেন।

পাসপোর্ট আবেদন করার পরে অনেক সময়ে তারা জানতে চান, পাসপোর্ট কবে হাতে পাবে বা তাদের পাসপোর্ট বর্তমান কি অবস্তায় আছে সেই সম্পর্কে। কারণ অনেক সময়ে পাসপোর্ট আসতে অনেক সময় লেগে যায় আবার কোন সময় ২১ দিনের ভিতরেও এসে যায়। তাই পাসপোর্ট চেকিং করা খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়।

তবে সর্বপ্রথম পাসপোর্ট চেক করার বিষয়ে আমাদের কিছুটা ধারণা নেওয়ার প্রয়োজন, যেমন পাসপোর্ট কি? পাসপোর্ট কেন দরকার, পাসপোর্ট হয়েছে কিনা চেক করার উপায় ইত্যাদি। বর্তমানে বাংলাদেশের সব নতুন পাসপোর্টই ইপাসপোর্ট। তাই চেক করার নিয়ম ও পদ্ধতি ও প্রায় একই। তাহলে চলুন  বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

পাসপোর্ট কি?

প্রথমেই জেনে নি পাসপোর্ট কি? পাসপোর্ট বাংলাদেশের সকল নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ পাসপোর্ট সাধারণত একজন ব্যক্তির পরিচয় বহন করে থাকে। বাইরের কোন দেশ এ ভ্রমণের জন্য পাসপোর্ট অত্যান্ত জরুরী। আবার অনেক সময় আমাদের বিভিন্ন দরকারে আমাদের পাসপোর্ট এর প্রয়োজন হয়।

পাসপোর্ট আমাদের কেন দরকার?

পাসপোর্ট আমাদের বিভিন্ন কাজে দরকার হয়। আপনি যদি বাংলাদেশ থেকে অন্য যে কোন বাইরের দেশে যেতে চান, সে যেভাবেই যেতে চান, প্লেন,বা ট্রেন, সব ক্ষেত্রেই আপনার অবশ্যই পাসপোর্ট এর দরকার হবে।

পাসপোর্ট ছাড়া আপনি কোন দেশেই ভ্রমণ করতে পারবেন না। আমাদের বিভিন্ন কাজ যেমনঃ অফিসের কাজ, চিকিৎসার কাজ বা ফ্যামিলি ট্যুর হোক যে কোন কাজেই আমাদের বিদেশে যাওয়া লাগতে পারে। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি সহজেই এইসব কাজ করতে বাইরের দেশে যেতে পারবেন।

পাসপোর্ট ই একমাত্র একটি মাধ্যম যা বাইরের দেশে আমাদের পরিচয় বহন করে থাকে। এছাড়াও, পাসপোর্ট এর মাধ্যমে আপনি কোন দেশের নাগরিক তা খুব সহজেই জানা যায়। এইসব কাজ ছাড়াও আরও বিভিন্ন কাজে আমাদের পাসপোর্ট এর দরকার হয়ে থাকে। সাধারণত আমরা পাসপোর্ট করার পর থেকে পাসপোর্ট পাওয়া পর্যন্ত অত্যান্ত কৌতূহল হয়ে থাকি। তাই পাসপোর্ট চেক কিভাবে করবেন তা জানা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়।

পাসপোর্ট চেক করতে যা যা প্রয়োজন

পাসপোর্ট চেকিং করার জন্য অবশ্যয় আপনার ইন্টারনেট সংযোগ সহ একটি স্মার্টফোন বা কম্পিউটার থাকতে হবে। এছাড়াও আপনার প্রয়োজন হবে,

  • অনলাইন রেজিস্ট্রেশন আইডি
  • পাসপোর্ট আবেদনের সময় দেওয়া জন্ম তারিখ

অনলাইনের মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য ভিজিট করুন http://passport.gov.bd/ এই লিংকে। এরপরে মেনু থেকে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। এরপরে Online Registration ID অথবা Application Id প্রদান করুন। এরপরে আপনার জন্ম তারিখ প্রদান করে একটি ক্যাপচা পূরণ করেন। চেক বাটনে ক্লিক করলে আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

পাসপোর্ট চেক করতে আর অফিসে যাওয়ার প্রয়োজন নেই এখন ঘরে বসেই আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই যাচাই করে নিতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা। এবং আপনার দেওয়া সকল তথ্যগুলো অবশ্যই গোপন রাখা হবে। অতএব নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা যাচাই করুন।

১ম ধাপঃ- পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ

পাসপোর্ট চেক করার জন্য সর্ব প্রথমে আপনাকে পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এটি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি ওয়েবসাইট তাই এখানে আপনার তথ্য ফাঁস হবার কোনো ভয় নেই। পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইটটি হলো http://passport.gov.bd

২য় ধাপঃ- চেক স্ট্যাটাস অপশনে ক্লিক

ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মতো একটি পেজ আপনার সামনে চলে আসবে। সেখানে মেন্যুবারে চেক স্ট্যাটাস নামে একটি অপশন লেখা থাকবে। অপশনটিতে ক্লিক করুন এবং পরের ধাপে অগ্রসর হন।

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

৩য় ধাপঃ- অ্যাপ্লিকেশন আইডি প্রদান

উপরিউক্ত ধাপ সম্পন্ন হলে আপনার সামনে একটি ফর্ম আসবে। সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি প্রদান করতে বলবে। আপনার পাসপোর্টে অথবা আবেদনপত্রের কপিতেই এই অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। আপনি যেই নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান সেই নাম্বারটি প্রদান করুন।

এরপর নিচে আপনার জন্ম তারিখ চাইবে। জন্ম তারিখ বসানোর পর ক্যাপচা পূরণ করুন। এরপর চেক অপশনে ক্লিক করুন।

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

পরবর্তী পেজেই আপনি আপনার পাসপোর্ট এর সকল প্রকার তথ্য পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট এর সাথে সম্বলিত ছবির বিপরীত পাশে আপনার পাসপোর্ট এর নাম্বারটি থাকে। অনেক সময়ে পাসপোর্ট বিষয়ে বিভিন্ন ধরণের তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে। এখন আপনার পাসপোর্ট সম্বন্ধীয় যেকোনো তথ্য পেতে আপনাকে আর অফিসে যেতে হবে না। ঘরে বসেই এখন আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য কিছু নিয়ম আপনাদের অনুসরণ করতে হবে। ধাপ গুলো দেখে নিনঃ

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট passport.gov.bd এ প্রবেশ করুন।
  • এরপর অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন।
  • এবার এনরলমেন্ট আইডি অপশনে আপনার পাসপোর্ট নাম্বারটি ইনপুট করুন।
  • জন্ম তারিখ এর অপশনে জন্ম তারিখ বসান। অবশ্যই পাসপোর্টে প্রদান কৃত জন্ম তারিখ দিতে হবে।
  • এরপর এ  ক্যাপচার অপশন ভালোভাবে পূরণ করতে হবে এবং সার্চ অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজ এই আপনি আপনার পাসপোর্ট সম্বন্ধীয় যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

এস এম এসের মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম

বর্তমানে প্রযুক্তির অগ্রগতির কারণে আমাদের জীবন অনেক সহজ হয়ে উঠেছে। এখন এসএমএসের মাধ্যমেও সহজেই পাসপোর্ট চেক করা যায় এবং সম্পূর্ণ অনলাইন পাসপোর্টও এই মাধ্যমে চেক করা যায়। পদ্ধতিটি সহজ এবং খুবই কম সময় লেগে থাকে।

প্রথমত, আপনার ফোনের এসএমএস অপশনে ক্লিক করুন।
দ্বিতীয়ত, বার্তাটি সঠিক ফর্ম্যাটে করা আছে কিনা তা আগে নিশ্চিত করুন।
এরপর এমআরপি (স্পেস) দিয়ে আপনার আইডি নম্বর সঠিকভাবে লিখুন।
তৃতীয়ত, 6969 এই নম্বরে আপনার টেক্সটটি পাঠান।
অবশেষে, আপনি রিটার্ন এসএমএসের মাধ্যমে আপনার পাসপোর্টের বিষয়ে সকল তথ্য পেয়ে জাবেন।
এসএমএস ফরম্যাট টি হবে এরকম; “MRP 47892350”

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

এই সমস্ত ধাপ গুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করলে, আপনি আপনার পাসপোর্ট চেক করতে সক্ষম হবেন।

পাসপোর্ট হাতে পেতে কতদিন লাগে ?

সাধারণত একটি নতুন পাসপোর্ট করার সময় আমাদের বিভিন্ন প্রকার অসুবিধার সম্মুখীন হতে হয়। আবার অনেক সময় বিভিন্ন দালালের মাধ্যমে পাসপোর্ট করতে অনেক ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি আপনার নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এর আবেদনের পর অনেক প্রসেস এর মাধ্যমে আপনার পাসপোর্ট তৈরি হয়। আগে আবেদন করার পর কোনোভাবেই জানতে পারা যেত না আমাদের পাসপোর্ট এর কি অবস্থা। কিন্তু বর্তমানে আপনি নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ এর জন্য আবেদন করার পরে আপনার পাসপোর্ট কোন অবস্থায় আছে তা খুব সহজেই চেক করতে পারবেন।

পাসপোর্ট নিয়ে আরো কিছু তথ্য

শেষ কথা

আশা করি, এই নিবন্ধনটি পড়ার পরে, আপনি পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। পাসপোর্ট চেক করার বিষয়ে কোন সমস্যার সম্মুখীন হলে অবশ্যয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমারা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব।

Leave A Reply

Your email address will not be published.