পুরাতন পাসপোর্ট বাতিল করার নিয়ম
এই লেখাটিতে পুরাতন পাসপোর্ট বাতিল করার নিয়ম এবং ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম, ই পাসপোর্ট বাতিলের আবেদনপত্র লেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রতিটি নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বিদেশ যাওয়ার জন্য এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে পাসপোর্ট ব্যবহার হয়। যদি আপনার পুরনো পাসপোর্টে কোন ধরনের ভুল থাকে অথবা কোন কারণবশত আপনার পাসপোর্ট বাতিল করতে চান তাহলে এই কাজটি কিভাবে করবেন। এই সম্পর্কে বিস্তারিত জানুন।
পুরাতন পাসপোর্ট বাতিল করার নিয়ম
কোনভাবেই পুরাতন পাসপোর্ট বাতিল করার সিস্টেম নেই। কোন প্রক্রিয়া ব্যবহার করে আপনারা পুরনো পাসপোর্ট কে একেবারেই বাতিল করতে পারবেন না তবে যদি আপনার পুরনো পাসপোর্টটি হারিয়ে যায় তাহলে এই মর্মে থানায় জিডি করে পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
এমআরপি এবং ই-পাসপোর্ট সম্পূর্ণভাবে বাতিল করার কোন সিস্টেম নেই। তবে যদি পুরনো হাতে লেখা পাসপোর্ট থাকে এই ক্ষেত্রে যদি আপনারা হাতে লেখা পাসপোর্ট এর সম্পূর্ণ তথ্য গোপন রেখে নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে চান, তাহলে এটা করতে পারবেন।
কেননা পুরনো হাতে লেখা পাসপোর্ট এর কোন তথ্য পাসপোর্ট ইমিগ্রেশন সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়নি, শুধুমাত্র এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট এর তথ্যগুলো সরকারি ওয়েবসাইটের ডাটাবেজে সংগ্রহ করা। তাই এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট বাতিল করার কোন সিস্টেম নেই।
এছাড়াও যদি আপনার পাসপোর্ট কোন কারনে হারিয়ে যায় কিংবা পাসপোর্ট এর তথ্যে ভুল থাকে তাহলে পাসপোর্ট রিনিউ করতে পারেন। রিনিউ করার ফলে নূতন পাসপোর্ট পাবেন এবং তথ্যের ভুলগুলো সংশোধন হয়ে যাবে, তাহলে পাসপোর্ট বাতিল করার কোন প্রয়োজন হবে না।
দালালের মাধ্যমে পুরাতন পাসপোর্ট বাতিল
অনেক অসাধু ব্যবসায়ী এবং দালাল চক্র পুরাতন পাসপোর্ট বাতিল করার কথা বলে আপনার কাছে অনেক টাকা দাবি করতে পারে। এই সকল দালাল চক্র মূলত পাসপোর্ট অফিসের কোন অসাধু কর্মকর্তার সাথে যুক্ত হয়ে সাধারণভাবে আপনার পাসপোর্ট এর তথ্য রিমুভ করতে পারে।
কিন্তু পাসপোর্ট ইমিগ্রেশন সরকারি ওয়েবসাইটের ডাটাবেজে এই তথ্যগুলো সংরক্ষণ থাকবে। পরবর্তীতে যদি আপনি কখনো পাসপোর্ট করতে চান অথবা অন্য কোন কারণে আপনার পাসপোর্ট এর তথ্য যাচাই করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই তথ্যগুলো সামনে চলে আসবে।
এ ধরনের কোন কাজ করতে গিয়ে যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে তথ্য জালিয়াতির আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে। দালালকে এই কাজের জন্য যত টাকা প্রদান করবেন সেগুলো হারাবেন। সবকিছু চিন্তা করে দালালের মাধ্যমে পুরাতন পাসপোর্ট বাতিল করার কোন সিস্টেম নেই।
আইনগতভাবে পাসপোর্ট পুরোপুরি রূপে ভেনিস কিংবা ধ্বংস করার কোন সিস্টেম নেই। পাসপোর্টটিকে নবায়ন কিংবা সংশোধন করার জন্য আবেদন করতে পারেন। যদি আপনার কাছে পর্যাপ্ত ভ্যালিড ডকুমেন্টস থাকে, আপনার যুক্তির স্বপক্ষে প্রমাণ থাকে তাহলে এইগুলোর উপরে ভিত্তি করে পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে পারেন।
ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম
ই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের বরাবর একটি দরখাস্ত/ আবেদনপত্র সাবমিট করতে হবে। অনেক সময় দালাল আপনার কাছে ই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য টাকা দাবি করতে পারে।
কিন্তু দালালকে টাকা দেয়ার কোন প্রয়োজন নেই, একটি আবেদন পত্র লিখে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের বরাবর জমা দিলে, আপনার ই পাসপোর্ট আবেদনটি বাতিল হয়ে যাবে। অথবা পাসপোর্ট আবেদনের ৬ মাসের মধ্যে অনলাইন আবেদন কপি এবং অন্যান্য ডকুমেন্টস জমা না দিলে আপনার ই পাসপোর্ট আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে।
৬ মাস অপেক্ষা না করে সরাসরি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বরাবর একটি দরখাস্ত লিখে Application Summery কপিটি সংযুক্ত করে জমা করলে, উক্ত কর্মকর্তা আপনার ই পাসপোর্ট আবেদন বাতিল করে দিবে।
ই পাসপোর্ট আবেদন বাতিল করার আবেদনপত্র লেখার নিয়ম
তারিখ________
বরাবর,
সরকারি পরিচালক,
আঞ্চলিক পাসপোর্ট অফিস
__________।
বিষয়ঃ ই-পাসপোর্ট আবেদন বাতিল করার আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি __________, পিতা __________, মাতা_________। আমি গত ________ তারিখ ই পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করি। অনলাইন আবেদন রেজিস্ট্রেশন আইডি নাম্বার ________, কিন্তু ভুলবশত আমার (আপনার আবেদনে যেই তথ্যগুলো ভুল হয়েছে তা উল্লেখ করবেন) ভুল লেখা হয়, যার ফলে এই অবস্থায় আমি এই ই পাসপোর্ট আবেদনটি বাতিল করে পুনরায় সকল তথ্য সঠিকভাবে উল্লেখ করে ই পাসপোর্ট আবেদন করতে চাই।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার এই পাসপোর্ট আবেদনের উক্ত সমস্যার কথা বিবেচনা করে ই পাসপোর্ট আবেদনটি বাতিল করার জন্য জনাবের মর্জি হই।
বিনীত নিবেদক
নাম____________
ঠিকানা ___________।
মোবাইল নং___________
পাসপোর্ট নিয়ে কিছু আর্টিকেল
আমাদের শেষ কথা
পাঠক বৃন্দ, পুরাতন পাসপোর্ট বাতিল করার নিয়ম নেই। আপনারা চাইলেও কোনভাবে ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট এর তথ্য সম্পূর্ণভাবে রিমুভ করতে পারবেন না। পাসপোর্ট হারিয়ে গেলে কিংবা কোন তথ্যে ভুল হলে পাসপোর্ট রিনিউ ও সংশোধনের জন্য আবেদন করতে পারেন।
তবে কোন দালাল চক্রের কাছে টাকা দিয়ে পাসপোর্ট বাতিল করার চেষ্টা না করাই ভালো। কেননা এই তথ্যগুলো পুরোপুরি ভাবে পাসপোর্ট ইমিগ্রেশন সার্ভার থেকে রিমুভ হয় না, আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিশ এগুলো অনলাইন সার্ভারে থেকে যায় যা পরবর্তীতে অনেক ঝামেলার কারণ হয়।