পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
বিদেশে যাওয়ার ক্ষেত্রে মেডিকেল টেস্ট করার গুরুত্ব অনেক। বিভিন্ন দেশে ভ্রমণ করার আগে অনলাইন থেকে আপনার মেডিকেল টেস্টের স্ট্যাটাস জেনে নিতে হবে। এই লেখাটিতে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে।
যদি আপনার মেডিকেল স্ট্যাটাস ঠিক না থাকে তাহলে আপনি এই সার্টিফিকেট দিয়ে বিদেশে ভ্রমণ করতে পারবেন না। তাই ভিসা করানোর সময় এবং মেডিকেল করানোর পরে অনলাইন থেকে আপনার মেডিকেল স্ট্যাটাস যাচাই করে নিবেন।
মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম
আরব দেশগুলোর জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রথমে https://wafid.com/ ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এরপরে Medical Examinations পেইজ থেকে View Medical Reports অপশনে ক্লিক করুন।
তারপরে By Passport Number সিলেক্ট করে আপনার ভ্যালিড পাসপোর্ট নম্বর এবং ন্যাশনালিটি সিলেক্ট করে “চেক” বাটনে ক্লিক করুন। এই পদ্ধতি শুধুমাত্র আরব দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য দেশের ক্ষেত্রে আলাদা পদ্ধতি ব্যবহার করতে হবে।
মেডিকেল রিপোর্ট যাচাই করার সহজ পদ্ধতি
সাধারণত মেডিকেল রিপোর্ট যাচাই করার সবথেকে সহজ পদ্ধতি হলো, আপনি যেই দেশে ভ্রমণ করতে চাচ্ছেন সেই দেশের Immigration Website-এ প্রবেশ করে পাসপোর্ট নাম্বার দিয়ে জাতীয়তা সিলেক্ট করে মেডিকেল রিপোর্ট যাচাই করা।
এছাড়াও যদি আপনারা উক্ত দেশের Immigration Website থেকে মেডিকেল রিপোর্ট যাচাই করতে না পারেন তাহলে যেই ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল টেস্ট করিয়েছেন, উক্ত ডায়াগনস্টিক সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে Passport Number অথবা Slip Number দিয়ে মেডিকেল রিপোর্ট যাচাই করুন।
মেডিকেল রিপোর্ট চেক সৌদি
সৌদি আরব ভ্রমণের মেডিকেল রিপোর্ট চেক করার জন্য https://wafid.com/medical-status-search/ এই লিংকে ক্লিক করুন। এরপরে নিচের ছবিটি দেখে লক্ষ্য করুন, লিংকে ক্লিক করার পরে নিচে ছবির মত একটি পেজে নিয়ে আসা হবে।
প্রথমে By Passport Number সিলেক্ট করতে হবে। এরপরে Passport NO এ জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর Nationality থেকে আপনার জাতীয়তা সিলেক্ট করবেন। যদি আপনি বাংলাদেশের নাগরিক হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন।
এরপরে নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে Check বাটনে ক্লিক করুন। এরপরে আপনাদের মেডিকেল টেস্টের স্ট্যাটাস চলে আসবে, যদি FIT থাকে তাহলে আপনি বিদেশ ভ্রমণের জন্য উপযুক্ত। মেডিকেল রিপোর্ট বের হওয়ার ৩ মাসের মধ্যে আপনাকে বিদেশ ভ্রমণ করতে হবে।
এই একই পদ্ধতি ব্যবহার করে আপনারা সৌদি আরব, বাহরাইন, কুয়েত, আরব আমিরিয়াত, ওমান, কাতার যাওয়ার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
মালয়েশিয়া ভ্রমণের মেডিকেল রিপোর্ট যাচাই করার জন্য সর্বপ্রথম https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus?lang=en এই লিংকে ক্লিক করুন।
উক্ত লিংকে ক্লিক করার পরে উপরের ছবির মত একটি পেজে নিয়ে আসা হবে, আপনাদের মালেশিয়া ভ্রমণের মেডিকেল রিপোর্ট যাচাই করার জন্য প্রথমে Passport NO বসিয়ে দিন। এরপরে সিটিজেন থেকে আপনাদের জাতীয়তা সিলেক্ট করে Search বাটনে ক্লিক করুন।
এরপরে আপনাদের সামনে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাসহ অন্যান্য সকল তথ্য চলে আসবে। এখানে যদি আপনার মেডিকেল স্ট্যাটাস FIT থাকে, তাহলে আপনি মালেশিয়া ভ্রমণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস গুলো কি কি?
সাধারণত মেডিকেল রিপোর্ট যাচাই করার পরে দুই ধরনের স্ট্যাটাস দেখা যায়ঃ
- FIT
- UNFIT
যদি FIT থাকে তাহলে বুঝবেন আপনি ভ্রমণের জন্য প্রস্তুত বা যোগ্য। আর যদি UNFIT থাকেন তাহলে আপনার মেডিকেল স্ট্যাটাস পরিবর্তন করতে হবে। তথা পুনরায় ফিট হয়ে মেডিকেল স্ট্যাটাস করে বিদেশে ভ্রমণের জন্য আবেদন করতে হবে।
অনেকগুলো কারণে মেডিকেল স্ট্যাটাস আনফিট (UNFIT) দেখায়। তার মধ্যে সাধারণ কয়েকটি কারণ হলোঃ হেপাটািইটিস, এইচআইভি, শ্বাসকষ্ট বা হাঁপানি, গর্ভবতী মহিলা, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে কোন ত্রুটি থাকলে, হৃদরোগ, চর্মরোগ, করোনাভাইরাস ও জন্ডিস ইত্যাদি।
যদি আপনার শরীরে এই ধরনের কোন সমস্যা থাকে তাহলে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস UNFIT দেখানো হবে।
সকল দেশের মেডিকেল রিপোর্ট চেক
সকল দেশের মেডিকেল রিপোর্ট চেক করার পদ্ধতি এই লেখার মধ্যে বর্ণনা করা সম্ভব নয়, তবে কিভাবে আপনারা খুব সহজে সকল দেশের মেডিকেল রিপোর্ট চেক করবেন এর একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হলো।
প্রথমে গুগলে গিয়ে (Country Name + Medical Report Check) সার্চ করবেন। তথা আপনি যেই দেশে ভ্রমণ করতে চান উক্ত দেশের নাম এবং তার সাথে Medical Report Check লিখে গুগলে সার্চ করলে, উক্ত দেশের Immigration Website পেয়ে যাবেন।
ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে আপনার মেডিকেল রিপোর্ট যাচাই করতে পারবেন। প্রিয় পাঠকবৃন্দ আশা করি পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন।