ভোটার আইডি কার্ড নাম সংশোধন করবেন যেভাবে | Online NID Correction

0

কিভাবে অনলাইনে খুব সহজে ভোটার আইডি কার্ড নাম সংশোধন করবেন? আপনি যদি জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে আজকের সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়তে হবে।

কিভাবে আপনি নিজে নিজে খুব সহজে ভোটার আইডি কার্ড সংশোধন করবেন আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন।

পূর্বে ভোটার নিবন্ধন হওয়ার সময় ভুলবশত কারণে আমাদের অনেকেরই ভোটার আইডি কার্ডের বিভিন্ন তথ্যের ভুল রয়েছে। এছাড়া আমরা অনেক সময় আমাদের নিজের নামের ক্ষেত্রেও ভুল করে থাকি। মূলত এসব কারণেই আমাদের জাতীয় পরিচয় পত্র সংশোধন করার দরকার হয়।

জাতীয় পরিচয় পত্র সংশোধন

ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম একেবারেই সহজ। সামান্য কিছু ফর্মুলা মেনে আপনি নিজেই নিজের  NID Card Correction করতে পারবেন। আপনার জাতীয় পরিচয় পত্রে অনেক তথ্য সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে। যেমন

  •  নাম সংশোধন( নিজের নাম,মা-বাবার নাম সংশোধন)
  • ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন।
  • জাতীয় পরিচয় পত্র অন্যান্য তথ্য সংশোধন।

আরো পড়ুনঃ ভোটার এলাকা পরিবর্তন করতে কতদিন সময় লাগে

নিজের নাম সংশোধন করতে যা যা দরকার

আপনার ভোটার আইডি কার্ডে যদি নিজের নাম সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার যেসব ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন হবে নিচে লিস্ট আকারে উল্লেখ করা হলো।

  • SSC/ HSC সমমান পরীক্ষার সার্টিফিকেট।
  • ডিজিটাল জন্ম নিবন্ধন(অর্থাৎ অনলাইন জন্ম নিবন্ধন)
  • ড্রাইভিং লাইসেন্স(যদি থাকে)।
  • পাসপোর্ট(যদি থাকে)।
  • বিবাহিত হলে স্বামী স্ত্রীর ইন আইডি কার্ডের ফটোকপি(যদি থাকে)।
  • কাবিননামা এবং বৈবাহিক সনদ(যদি থাকে)।

পিতা মাতার নাম সংশোধন করতে যা যা দরকার

ভোটার আইডি কার্ডের পিতা-মাতার নাম সংশোধন করতে যেসব তথ্য দিতে হবে। যেমন

  • এসএসসি অথবা এইচ এস সি সমমান পরীক্ষার সার্টিফিকেট।
  • আপনার নিজের অনলাইন জন্ম নিবন্ধন।
  • ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট(যদি থাকে)।
  • পিতা-মাতার টিন আইডি কার্ডের ফটোকপি

ভোটার আইডি কার্ড নাম সংশোধন করার নিয়ম

অনলাইনে ভোটার আইডি কার্ড নাম সংশোধন করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/এই ওয়েবসাইটে গিয়ে NID নম্বর, জন্ম তারিখ, এবং একটি ক্যাপচা পূরণ করে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এবং ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করে প্রোফাইলে লগইন করে এডিট বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পারবেন।

ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

# ধাপ ১ঃ Bangladesh NID Application System ওয়েবসাইটে ভিজিট করুন

  • নিজের অথবা পিতা-মাতার নাম সংশোধন করার জন্য প্রথমে এই https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েব সাইটে প্রবেশ করে প্রথমে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নম্বর , জন্ম তারি্‌খ দিন। এরপরে ধাপে ধাপে ঠিকানা, মোবাইল নাম্বার ভেরিফাই, ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে প্রোফাইলে প্রবেশ করুন।

ভোটার আইডি কার্ড নাম সংশোধন

# ধাপ ২ঃ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন

নিজের নাম সংশোধন করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কম্পিউটার দিয়ে স্ক্যান করে নিতে হবে। অথবা মোবাইল দিয়ে স্পষ্ট ভাবে ছবি তুলতে হবে।

# ধাপ ৩ঃ সঠিক তথ্য সাবমিট করুন

 

যেহেতু আমরা নাম সংশোধন করব তার জন্য প্রোফাইলে গিয়ে উপরের ছবির মত একটি পেজ দেখতে পাবেন। এখানে ব্যক্তিগত তথ্য থেকে নিজের নামের ক্লিক করে সঠিক নামটি প্রদান করে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে।

ভোটার আইডি কার্ড সংশোধন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর(FAQS)

NID কার্ডের নাম সংশোধন করতে কি কি লাগে?

আপনার এনআইডি কার্ডের নাম সংশোধন করার জন্য SSC/HSC সম্মান পরীক্ষার সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট , চাকরির প্রমাণ পত্র, পিতা-মাতার অথবা স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, বিবাহিত হলে কাবিননামার ফটোকপি দিয়ে আবেদন করতে হবে।

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কতদিন সময় লাগে?

ভোটার আইডি কার্ড সংশোধন এর জন্য আবেদন করার পর থেকে মোটামুটি ৩০ থেকে ৪৫ দিনে এর মত সময় লেগে যায়। তবে অনেক সময় খুব অল্প সময়ের মধ্যে হয়ে যেতে পারে। এক্ষেত্রে সময় লাগতে পারে ১৫ থেকে ২০ দিনের মতো।

আইডি ক্যাট কতবার সংশোধন করা যায়?

আপনার আইডি কার্ডের তথ্য শুধুমাত্র একবারে সংশোধন করতে পারবেন। তবে যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না।

Leave A Reply

Your email address will not be published.