Nid কার্ড করতে কি কি লাগে

2

Nid কার্ড করতে কি কি লাগে প্রতিটি দেশের সকল নাগরিকের জন্য তার পরিচয় বহন করে ভোটার আইডি কার্ড |যাকে সংক্ষেপে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি ( Nid )কার্ড বলা হয়।

বাংলাদেশের যে কোন নাগরিকের বয়স 18 বছর হলে তাকে সরকারিভাবে বাধ্য করা হয় এনআইডি কার্ড করার জন্য |তবে অনেকেই জানেন না যে  Nid কার্ড করতে কি কি লাগে |বা জাতীয় পরিচয় পত্র কিভাবে করতে হয় |আজকে আমরা এনআইডি কার্ড করতে কি কি লাগে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।

আরো দেখে আসতে পারেনঃ-

ভোটার এলাকা পরিবর্তন করতে কতদিন সময় লাগে

এনআইডি কার্ড কি

জাতীয় পরিচয় পত্র ( যা মূলত সংক্ষেপে এনআইডি কার্ড বা আইডি কার্ড নামে পরিচিত ) হল বাংলাদেশি প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যা প্রতিটি নাগরিকের ১৮ বছর পূর্ণ হলে তাকে আইডি কার্ড করার ক্ষেত্রে আইনে নির্দেশনা দেয়া হয়েছে।

অনলাইনে নতুন ভোটার নিবন্ধন

অনলাইনে নতুন ভোটার নিবন্ধন  করার নিয়ম খুবই সহজ । আপনার নিজস্ব বা ব্যক্তিগত তথ্য দিয়ে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্টস নির্বাচন অফিসে জমা দিন। এবং আবেদনটি ভেরিফিকেশন শেষে অবশ্যই আপনাকে ছবিও আঙ্গুলের ছাদ দেয়ার জন্য ডাকা হবে| এবং আপনাকে একটি ভোটার নিবন্ধন স্লিপ দেওয়া হবে। কিছুদিন অপেক্ষা করলে আপনার জাতীয় পরিচয় পত্রের আবেদন অনুমোদিত হলে আপনি অনলাইন থেকে জাতীয় পরিষদের ডাউনলোড করতে পারবেন। ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন ।

বিস্তারিত  পড়তে সম্পূর্ণ পোস্ট পড়তে পারেন অনলাইনে নতুন ভোটার নিবন্ধন

Nid  কার্ড করতে কি কি লাগে

এনআইডি কার্ড করতে যেসব কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হয় নিচে বিস্তারিত আলোচনা করা হলো

  • এসএসসি বা সম্মানের সার্টিফিকেট
  • জন্ম নিবন্ধন এর ফটোকপি
  • পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা টিন সার্টিফিকেট
  • ইউটিলিটি বিলের কপি
  • নাগরিক সনদ প্রযোজ্য ক্ষেত্রে
  • পিতা-মাতা স্বামী স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি

আরো দেখে আসতে পারেনঃ-

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps

এসএসসি বা সমমানের সার্টিফিকেট কপি

আপনার যদি এসএসসি সনদ থেকে থেকে তাহলে সেটি জমা দিতে পারেন |অথবা যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে সেটি দেয়ার প্রয়োজন নেই।

জন্ম নিবন্ধন এর সনদের ফটোকপি

জন্ম নিবন্ধন সনদ এটি অবশ্যই আপনাকে দিতে হবে (বাধ্যতামূলক )।

পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা টিন সার্টিফিকেট

এর যেকোনো একটি যদি থাকে তাহলে অবশ্যই জমা দিতে পারেন। আর যদি এর মধ্যে থেকে কোনটি না থাকে তাহলে দেয়ার প্রয়োজন নেই।

ইউটিলিটি বিলের কাগজ

যেমন বিদ্যুৎ বিল ,গ্যাস বিল ,পানি বিল, ইত্যাদি যে কোন একজন সদস্য নামেই হলেই হবে (অবশ্যই বাধ্যতামূলক)।

পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি প্রদান করতে হবে।

এসব কাগজপত্র গুলোর মধ্যে যেসব কাগজপত্র আপনার প্রয়োজন হবে সেসব আবেদনের সাথে জমা দিতে হবে।

এসব ডকুমেন্টস গুলো দিয়ে খুব সহজে এনআইডি কার্ড করা সম্ভব। এসব তথ্য দিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদের অথবা ঘরে বসে মোবাইলের মাধ্যমে এনআইডি কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারেন

এনআইডি কার্ড কি কি কাজে লাগে

  1. জাতীয় পরিচয়
  2. পাসপোর্ট জমিজমা করায় বিক্রয়ের ক্ষেত্রে
  3. ব্যাংকে একাউন্ট খুলতে
  4. মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে
  5. সরকারি বা বেসরকারি চাকরির আবেদন করতে
  6. দেশের নাগরিক অধিকার পেতে
2 Comments
  1. […] Nid কার্ড করতে কি কি লাগে […]

  2. […] Nid কার্ড করতে কি কি লাগে […]

Leave A Reply

Your email address will not be published.