জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করুন l Smart Card Download

0

আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে দেখব কিভাবে অনলাইন থেকে খুব সহজ মাধ্যমে  জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়| এবং এই পদ্ধতি অনুসরণ করে অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন|

এছাড়া যারা বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করে থাকেন নতুন আইডি কার্ড কবে দিবে এবং নতুন আইডি কার্ড কিভাবে পাব| তারা আজকের এই দেখানো পদ্ধতি অনুসরণ করে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে আপনাদের প্রয়োজনীও কাজে ব্যবহার করতে পারবেন|

 

এছাড়া আপনারা যখন ভোটার হালনাগাদ ধর্মসূচি 2022 নাম লিখেছিলেন বা ছবি তুলেছিলেন তাদের মধ্যে যারা এখনো ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র পাননি আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা ভোটার স্লিপ নম্বর ব্যবহার করে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন|

এই পোস্টে যা যা থাকছে

ভোটার স্লিপ/ফর্ম নাম্বার কি?

ভোটার স্লিপ বা ফরম নাম্বার হল আমরা যখন নতুন করে ভোটার নিবন্ধনে নাম লিখেছি বা ছবি তুলেছি তখন আমাদের আবেদন করার সময় একটি স্লিপ দিয়ে থাকে সেই শিল্পের নম্বরই  হল ভোটার স্লিপ বা ফরম নাম্বার| এবং এই ভোটার স্লিপ বা ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য যা প্রয়োজন

আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য যা যা প্রয়োজন হবে যেমন

  • জাতীয় পরিচয় পত্রের নম্বর অথবা ফরম নম্বর/ভোটার স্লিপ নম্বর
  • সঠিক জন্ম তারিখ YYYY MM DD এই ফরমেটে|
  • স্থায়ী এবং বর্তমান ঠিকানা প্রদান করতে হবে
  • মোবাইল নাম্বার প্রয়োজন হবে (ওটিপি ভেরিফিকেশন করার জন্য)
  • ফেস ভেরিফিকেশন

এইসব প্রয়োজনীয় বিষয়গুলো সুন্দরভাবে সম্পন্ন করলে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন|

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এখানে গিয়ে জাতীয় পরিচয় পত্র নম্বর/ফরম নম্বর প্রদান করতে হবে| এবং জন্ম তারিখ প্রদান করতে হবে।এরপরে একটি ক্যাপচা পূরণ করতে হবে| এবং স্থায়ী এবং বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, ফেস ভেরিফিকেশন করে একাউন্টে লগইন করার মাধ্যমে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন|

আরো সহজ ভাবে বোঝার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করলেই আপনি নিজে নিজেই অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন|

প্রথম ধাপঃ services.nidw,gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন

nidw এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি এই লিংকে প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করুন| এখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে| ক্লিক করার পরে নিচের মত একটি পেজ আসবে|

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

দ্বিতীয় ধাপঃজাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ প্রদান করুন

রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করার পরে নিচের মত একটি ইন্টারফেস আসবে| এ পর্যায়ে প্রথম ঘরে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার//ফরম নাম্বার ভোটার স্লিপ নাম্বার প্রদান করতে হবে|

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

এরপরে দ্বিতীয় ঘরে ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করার সময় যেই জন্ম তারিখটা দিয়েছিলেন সে জন্ম তারিখ এখানে প্রদান করতে হবে|

এবং তৃতীয় ঘরে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করাতে হবে এটাকে মূলত ক্যাপচা বলে| সবশেষে “সাবমিট” বাটনে ক্লিক করুন|

তৃতীয় ধাপঃবর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করুন

সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচের মত একটি ছবি দেখতে পাবেন| এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে| এবং আপনি কোন এলাকায় বা কোন বিভাগে বা কোন উপজেলায় বসবাস করেন সেটি সিলেক্ট করতে হবে| এবং “পরবর্তী” বাটনে ক্লিক করুন|

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

চতুর্থ ধাপঃমোবাইল নাম্বার ভেরিফিকেশন

এ পর্যায় আপনাকে একটি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার জন্য বলা হবে| এ নাম্বারটি এখানে অটোমেটিকেই থাকবে |

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

আপনি যখন ভোটারের জন্য আবেদন করেছিলেন তখন যে নাম্বারটি প্রদান করেছিলেন সেই নাম্বারটি এখানে চলে আসবে| এরপরে বার্তা পাঠান নামক বাটনে ক্লিক করুন| কিছু সময়ের মধ্যে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার আসবে করতে এখানে প্রদান করুন এবং বহাল বাটনে ক্লিক করুন|

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

পঞ্চম ধাপঃNID Wallet অ্যাপস ডাউনলোড করুন

গুগল প্লে স্টোরে গিয়ে nid wallet লিখে সার্চ করলেই আপনার সামনে অ্যাপসটা চলে আসবে |

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

এখান থেকে অ্যাপস ডাউনলোড করে নিন| ডাউনলোড হয়ে গেলে nidw ওয়েবসাইট থেকে একটি কিউআর কোড স্থান করার কথা বলবে|

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

 

ষষ্ঠ ধাপঃফেস ভেরিফিকেশন করুন

QR কোড এসকান করার পরে ফেস ভেরিফিকেশন( Face Verification) করার অপশন পাবেন|

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

এখানে আপনার তিন ভাবে ফেস ভেরিফিকেশন করতে হবে| ফেস স্ক্যান করার জন্য স্টার্ট ফেইস ইস্কন বাটনে ক্লিক করতে হবে| প্রথমে আপনার মুখমন্ডল সোজা করে ছবি তুলুন| এবং ডানে পরে বামে এরকম করে দুইবার Face scan সম্পন্ন করতে হবে|

সপ্তম ধাপঃপাসওয়ার্ড সেট করুন

এ পর্যায়ে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে| এখানে আপনি চাইলে এটি এড়িয়ে যেতে পারেন |তবে ভবিষ্যতে যাতে কোন ঝামেলা না হয় তার জন্য এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করা উচিত|

অষ্টম ধাপঃজাতীয় পরিচয় পত্র ডাউনলোড

পাসওয়ার্ড সেট সম্পন্ন হলে আপনাকে সাথে সাথে আপনার প্রোফাইলে নিয়ে যাবে| এখানে আপনি আপনার ছবি এবং যাবতীয় ইনফরমেশন গুলো দেখতে পাবেন| স্মার্ট কার্ড/জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোড নামক একটি অপশন দেখতে পাবেন|

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

এবং ডাউনলোড অপশন এর উপর ক্লিক করার পরে এটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে একটি ফাইল আকারে সেভ হয়ে যাবে| আপনি যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে এটিকে প্রিন্ট করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন যতদিন না আপনি আপনার NID Card না পান|

জাতীয় পরিচয় পত্র নিয়ে আরো কিছু তথ্য

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করুন সহজেই

নতুন ভোটার আইডি কার্ড চেক ২০২৩

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার উপায়

জাতীয় পরিচয় পত্র নিয়ে সাধারণ কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন

প্রশ্নঃ আমার আইডি কার্ড হারিয়ে গিয়েছে কিভাবে নতুন আইডি কার্ড পেতে পারি?

উত্তরঃ আপনাকে অনলাইনে পুনরায় মুদ্রণের  (রিইস্যু)  জন্য আবেদন করতে হবে| আবেদন করার কিছুদিনের মধ্যে আপনার মোবাইলে এসএমএস আসবে|

এসএমএস পাওয়ার পরে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ ব্যবহার করে অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড  অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন|

প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড পাওয়ার জন্য কি কোন ফ্রি প্রদান করতে হবে?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই। আপনাকে আইডি কার্ড ফিরে পাওয়ার জন্য ফ্রি প্রদান করতে হবে।

প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড কিভাবে সংশোধন করব?

উত্তরঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড সংশোধন করার জন্য প্রথমে আপনাকে আইডি কার্ড উত্তোলন করতে হবে এবং পরে  সংশোধনের জন্য আবেদন করতে হবে|

প্রশ্নঃআইডি কার্ড কিভাবে পাব?

উত্তরঃ প্রথমত আপনি অনলাইন থেকে আপনার স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন| এছাড়া আপনি যে এলাকায় ভোটার রেজিস্ট্রেশন করেছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন|

প্রশ্নঃএকজনের আইডি কাড অন্যজন সংগ্রহ করতে পারবে কিনা?

উত্তরঃ সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা নির্বাচন কমিশন অফিস থেকে পারবেনা|তবে অনলাইন থেকে অন্যজন আইডি কার্ড ডাউনলোড করতে পারবে|

Leave A Reply

Your email address will not be published.