মালয়েশিয়া ভিসা চেক করুন অনলাইনে(সহজ নিয়মে)
মালয়েশিয়া যাওয়ার কথা ভাবছেন? অথবা আপনার হাতে মালয়েশিয়ার ভিসা রয়েছে কিন্তু সেটি আসল অথবা নকল কিনা জানেন না তাহলে অবশ্যই আপনাকে মালয়েশিয়া ভিসা চেক করে আপনার ভিসাটি বৈধ কিনা সেটি জানতে পারবেন।
বাংলাদেশ থেকে প্রতিবছরে অনেক নাগরিক ভিসা নিয়ে মালয়েশিয়া ভ্রমণ করে থাকেন। আপনি যদি মালয়েশিয়া যেতে চান তাহলে মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেকিং করে নিবেন।
এছাড়াও আজকের পোস্ট থেকে আপনি মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক, মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
মালয়েশিয়া ভিসা চেক
Malaysia Visa Check করার জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারে গিয়ে ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/PRAStatus এই ওয়েবসাইটে। তারপরে Visa Application No/ Company Registration No প্রদান করে Search/ Carian বাটনে ক্লিক করলে মালয়েশিয়ার ভিসার চেক করতে পারবেন।
- ভিসা চেক করার জন্য ভিজিট করুন এই লিংকে।
- এরপরে Application Number অথবা Company Registration No প্রদান করুন।
- Application No দিয়ে ভিসা চেক করতে হলে Nombor Permohonan ঘরে Visa Application Number দিতে হবে।
- আর যদি Company Registration No দিয়ে মালয়েশিয়া Visa Check করতে চান তাহলে Pendaftaran Syarikat এর ঘরে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে।
- এরপরে সবশেষে Carian বাটনে ক্লিক করুন। সাথে সাথেই মালয়েশিয়া ভিসা স্ট্যাটাস দেখতে পাবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেকিং করতে ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই ওয়েবসাইটে। এরপরে ওয়েব সাইটে প্রবেশ Passport No, Warganegara অথবা Country সিলেক্ট করে Carian বাটনে ক্লিক করার সাথে সাথে ভিসা তথ্য দেখতে পাবেন।
- ভিসা চেক করার জন্য এখানে ক্লিক করুন।
- এখন No Passport এর ঘরে পাসপোর্ট নাম্বার প্রদান করুন।
- Warganegara আপনি যেই দেশের নাগরিক সেই দেশ সিলেক্ট করুন। বাংলাদেশ হলে বাংলাদেশ যাচাই করুন।
- সবশেষে Carian বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে মালয়েশিয়া ভিসা আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া ই ভিসা চেক করতে ভিজিট করুন https://malaysiavisa.imi.gov.my/evisa/evisa.jsp এই ওয়েবসাইটে। ওয়েব সাইটে প্রবেশ করে মেনু বার থেকে Check E Visa অপশনে ক্লিক করুন। এরপরে পাসপোর্ট নাম্বার, স্টিকার নাম্বার , এবং একটি ক্যাপচা পূরণ করে চেক বাটনে ক্লিক করলেই ই ভিসা স্ট্যাটাস দেখতে পাবেন।
এই ভিসা চেক করার ধাপ সমূহঃ
- ভিজিট করুন এই লিংকে
- এরপরে প্রথম ঘরে Passport Number প্রধান করুন।
- দ্বিতীয় ঘরে sticker Number প্রদান করুন।
- এই পর্যায়ে ক্যাপচা এন্ট্রি দিয়ে I have obtained my EVisa পাশে টিক দিন। এবং সবশেষে Check বাটনে ক্লিক করুন।
ভিসা চেক করার গুরুত্ব
প্রতিটি দেশেই ভ্রমণ করার আগে সেই দেশের ভিসা সম্পর্কে জেনে শুনে ভ্রমণ করা উচিত। তাই আপনি যদি মালয়েশিয়া যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে মালয়েশিয়া ভ্রমণের আগেই অনলাইন থেকে আপনার মালয়েশিয়ার ভিসা যাচাই করে নেয়া দরকার। এছাড়া ভবিষ্যতের ঝামেলা থেকে রেহাই পেতে পূর্বেই ভিসা চেক করে নিন।
ভিসা চেক
প্রায় প্রতিটি দেশের ভিসা চেক করার নিয়ম একই রকম। তবে কয়েকটি দেশের নিয়ম একটু আলাদা হয়ে থাকে। আপনি যেই দেশের ভিসা চেক করতে ইচ্ছুক সেই দেশের নাম এবং সাথে Visa Check লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে। সেই ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সকল দেশের ভিসা চেক করতে পারবেন।
[…] বাংলাদেশ থেকে প্রতিনিয়তই মালয়েশিয়া কাজের ভিসা নিয়ে হাজার হাজার নাগরিক প্রবেশ করছেন। কিন্তু তারা মালয়েশিয়া প্রবেশ করার আগে তাদের ভিসা আসল অথবা নকল কিনা সেটি যাচাই করার জন্য ভিসা চেকিংয়ের প্রয়োজন হয়। কিভাবে খুব সহজেই নিজে নিজে ভিসা যাচাই করবেন এই পোস্টটি দেখুনঃ মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম […]