মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে

1

মালয়েশিয়া কলিং ভিসা আপডেট জানতে চান? অথবা কলিং ভিসা কবে খুলবে এবং মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে বা বর্তমানে মালয়েশিয়ার ভিসা চালু আছে কিনা এরকম অনেক প্রশ্ন আপনাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে| এসব প্রশ্নের উত্তর জানতে হলে আজকের পোস্ট মনোযোগ সহকারে পড়তে হবে|

এছাড়া যারা মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যেতে চান তাদের কি কি কাগজপত্র লাগবে বা কত টাকা লাগবে | এরকম অনেক প্রশ্নের উত্তর এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন|
তাহলে চলুন মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক|

মালয়েশিয়ার ভিসা আপডেট

আপনারা অনেক সময় মালয়েশিয়ার ভিসা আপডেট সম্পর্কে জানার জন্য গুগলের বা অন্য কোনো মাধ্যমে চেষ্টা করে থাকেন| আপনাদের জন্যই মালয়েশিয়ার ভিসা আপডেট বর্তমানে মালয়েশিয়ার কিছু কোম্পানি ভিসা এবং টুরিস্ট ভিসা চালু রয়েছে| তবে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ রয়েছে| এবং কলিং ভিসা কবে চালু করে দেয়া হবে তারও কোনো খবর এখনো পাওয়া যায়নি|

গতবছর 2021 সালের ডিসেম্বর মাসে ভিসা চালু হওয়ার জন্য বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে আলোচনা করা হয়েছিল| আলোচনায় বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যেই কলিং ভিসা করে দেওয়া হবে| কিন্তু মালয়েশিয়ার রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বর্তমানে সেটি বন্ধ রয়েছে|

মালয়েশিয়ার কলিং ভিসার ২০২২

মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট জানার জন্য আজকে সম্পূর্ন পোস্ট মনোযোগ সহকারে পড়লে মালয়েশিয়ায় সম্পর্কে সব ধরনের তথ্য জানতে পারবেন| এছাড়া মালয়েশিয়া কাজের ভিসা নিয়ে যেতে চান এবং টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান তারাও এই পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন|

মালয়েশিয়া কলিং ভিসা

মালয়েশিয়া কলিং ভিসা হলো শ্রমিকদের জন্য পি এল কে এস সরকার অনুমোদিত বৈধ কাজের ভিসা| কনস্ট্রাকশন ,সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং ,প্লান্টেশন ,ডোমেস্টিক,কৃষি ভিসা এই ক্যাটাগরি নিয়ে কলিং ভিসা হয়|

আমরা অনেকেই জানি যে বর্তমানে কলিং ভিসা চালু হয়েছে| আপনার ধারণা সম্পূর্ণ ভুল বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ রয়েছে| এবং কোম্পানি ও টুরিস্ট ভিসা চালু রয়েছে আপনি চাইলে কোম্পানি ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে পারেন|

এছাড়া যারা মালয়েশিয়া  পাড়ি জমাতে চান তাদের জন্য একটা সুখবর যে 2023 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কোন একটি গুড নিউজ আসতে পারে বলে ধারণা করা যায়| মালয়েশিয়া যারা থাকে তাদের সাথে আলোচনা করে জানা গেছে হয়তো দুই এক মাসের মধ্যে কলিং খুলে দেবেন |

মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে

২০২১ সালের ডিসেম্বর মাসের ভেতর কথা বলা হয়েছিল| কিন্তু মালয়েশিয়ার রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সেটি বন্ধ আছে| তাছাড়া এবছর 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে কলিং খুলে দেয়ার কথা জানিয়েছিল মালয়েশিয়ার সরকার কিন্তু সেটি বর্তমানে বন্ধ রয়েছে|এবং মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব না|

কারণ এই বিষয়ে বর্তমানে কোন তথ্যই পাওয়া যায়নি| তবে অবশ্যই আমরা যখন কলিং ভিসার আপডেট পাব সাথে সাথেই আমাদেরএই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব|

মালয়েশিয়া কলিং ভিসা যেতে কত টাকা লাগবে | মালয়েশিয়ার কলিং ভিসার দাম কত

যেহেতু বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ রয়েছে | তাই সঠিক তথ্য দেয়া সম্ভব নয়| তবে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে কলিং ভিসার জন্য ৩,০০,০০০-৩,২০,০০০ টাকার মতো লাগতে পারে |এবং যারা কোম্পানির যেতে চান তারা যেতে পারবেন এর জন্য খরচ হবে 3 লক্ষ 50 হাজার টাকার মতো| আপনাদের মধ্যে কেউ আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন|

মালয়েশিয়া যাওয়ার জন্য কি কি লাগবে

যেকোনো ধরনের ভিসা নিয়ে যেতে হলে আপনার জন্য যা প্রয়োজন হবে|

  • পাসপোর্ট: একটি পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ সর্বনিম্ন 6 মাসের বেশি থাকতে হবে|
  • সদ্য তোলা ছবি: পাসপোর্ট সাইজের ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে|
  • ভ্যাকসিন কার্ড: কোভিদ 93 এর ভ্যাকসিন নিয়েছেন এরকম সার্টিফিকেট দরকার হবে|
  • মেডিকেল সার্টিফিকেট: আপনি সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ আছেন কিনা তার একটি মেডিকেল সার্টিফিকেট দরকার হবে|
    জন্ম নিবন্ধন: জন্ম নিবন্ধন অনলাইন করা লাগবে|

আপনার জন্য গুরুত্বপূর্ণঃ

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ২০২২ 

Google News Follow me

1 Comment
  1. […] মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে […]

Leave A Reply

Your email address will not be published.