মাত্র ৫ মিনিটে জমির খতিয়ান অনুসন্ধান করুন | Online RS Khatian Check BD
eporcha.gov.bd ওয়েব সাইটে মাত্র কয়েক মিনিটে জমির খতিয়ান অনুসন্ধান করা যায়। এবং খতিয়ান যাচাই করে খতিয়ানের সার্টিফিকেট কপির জন্য আবেদনও করতে পারবেন।
এছাড়া অনেকেই আছেন যারা অনলাইনের মাধ্যমে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে চান। তারা খুব সহজে অনলাইনে এ কাজটি করতে পারবেন।
এছাড়াও আমরা অনেক সময় আমাদের জমি ক্রয়-বিক্রয়ের জন্য খতিয়ান যাচাই করতে চাই সেক্ষেত্রে আপনি খুব সহজেই কারো মাধ্যম ছাড়াই অনলাইনে নিজেই নিজের দাগ নাম্বার দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
জমির খতিয়ান অনুসন্ধান করতে যা যা দরকার
আর এস, বি এস , সিএস, বিআরএস , এস এ এবং পেটি খতিয়ান অনুসন্ধান আপনাকে যেসব তথ্য দিতে হবে। যেমন
- বিভাগ, জেলা , উপজেলা , খতিয়ানের ধরন , এবং মৌজা অথবা গ্রাম।
- দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার এবং জমির মালিকের নাম।
এসব তথ্য দিয়ে https://www.eporcha.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে জমির মালিকের নাম এবং খতিয়ান চেক করতে পারবেন।
জমির খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
অনলাইনে জমির মালিকানা অর্থাৎ খতিয়ান অনুসন্ধান করার জন্য প্রথমে ভিজিট করুন https://www.eporcha.gov.bd/ এই ওয়েবসাইটে। ওয়েব সাইটে প্রবেশ করার পরে মেনু থেকে খতিয়ান অপশনে ক্লিক করে খতিয়ানের ধারণা অনুযায়ী ব্যক্তির ঠিকানা এবং খতিয়ান নাম্বার এবং মালিকের নাম প্রধান করে জমির মালিকানা তথ্য জানা যাবে।
এছাড়া আপনি সরাসরি আপনার নিকটস্থ ভূমি উন্নয়ন কর অফিসে গিয়েও জমির তথ্য অনুসন্ধান করতে পারবেন।
কিভাবে খুব সহজে জমির খতিয়ান যাচাই করবেন নিজের পদ্ধতি গুলো অনুসরণ করুন।
আরো দেখুনঃ আর এস খতিয়ান অনুসন্ধান (সহজ নিয়ম)
eporcha ওয়েবসাইট দিয়ে জমির খতিয়ান যাচাই
অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য এখানে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পরে নিচের মত একটি ছবি আসবে. এরপরে উপরের মেনু বার থেকে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।
এই পর্যায়ে সারবে খতিয়ান অনুসন্ধান করার জন্য নিচের তথ্যগুলো প্রদান করুনঃ-
- প্রথমে বিভাগ সিলেক্ট করুন।
- এরপরে জেলা নির্বাচন করুন।
- এরপরে উপজেলা নির্বাচন করুন।
- তারপরে খতিয়ানের ধরন যাচাই করুন।
- এবং এরপরে আপনার মৌজা নির্বাচন করুন।
- সবশেষে খতিয়ান নম্বর অথবা মালিকের নাম লিখে “খুঁজুন” অপশনে ক্লিক করুন।
উপরের তথ্যগুলো দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার জমির খতিয়ান অর্থাৎ জমির মালিকানা জানতে পারবেন।
এছাড়া আপনি যদি অনুসন্ধান কৃত সার্টিফাইড কপি ডাউনলোড করতে চান তাহলে আপনি আবেদন করুন বাটনে ক্লিক নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে খুব সহজেই অনলাইন কপি বের করতে পারবেন।
মোবাইল অ্যাপস দিয়ে খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
যারা ওয়েবসাইটের মাধ্যমে জমির মালিকানা স্বত্ব অনুসন্ধান করতে না চান সে ক্ষেত্রে আপনারা মোবাইল অ্যাপস দিয়ে সেটি চেক করতে পারবেন। অ্যাপস দিয়ে জমির মালিকানা অনুসন্ধান করার জন্য গুগল প্লে স্টোর থেকে Ekhatian অ্যাপসটি ইন্সটল করে নিন। এরপরে জমির খতিয়ান বের করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
এ পর্যায়েঃ-
- প্রথমে বিভাগ
- জেলা
- উপজেলা
- মৌজা
- খতিয়ান নং অর্থাৎ(দাগ নং, পিতা/স্বামীর নাম/মালিকানা নাম)
- ক্যাপচা কোড পূরণ করে “অনুসন্ধান করুন” সময় লাগবে বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার জমির সকল তথ্য দেখতে পাবেন।
মোটকথা আপনি বাংলার মাধ্যমে র এস, বি এস , সিএস, বিআরএস , এস এ এর মধ্যে যেকোনো একটি খতিয়ান যাচাই করতে হলে উপরের তথ্যগুলো দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।