কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩

1

বর্তমান যুগে প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই খুব সহজে কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা সম্ভব।  কিন্তু আপনি যদি এখনও কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে অবগত না হয়ে থাকেন তাহলে আজকের এই নিবন্ধনটি টি আপনার জন্য খুবই গুরত্তপুর। কেননা আজকের এই নিবন্ধনের মাধ্যমে আমি আপনাদের সাথে কানাডা ভিসা আবেদন ফরম এর যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত শেয়ার করব।

ভিসা কি?

প্রথমেই আমরা জেনে নিই ভিসা কি। ভিসা এক ধরণের অনুমতি পত্র যার মাধ্যমে একটি দেশ বাইরের কোন দেশ এর নাগরিককে ওই দেশে প্রবেশ করার জন্য দিয়ে থাকে। বর্তমান সময়ে ভিসা ছাড়া ভিন্ন দেশে প্রবেশ করা বা অবস্থান করা সম্পূর্ণ অবৈধ কাজ। সাধারণত পাসপোর্ট পারমিটের কয়েকটি পাতায় লিখে, সীল দিয়ে বা স্টিকার লাগানোর মাধ্যমে ভিসা প্রদান করা হয়ে থাকে। এবং এই ভিসা ব্যাতিত এক দেশ থেকে অন্য দেশে ভ্রমন করতে নানা সমস্যা হতে পারে।

কানাডা ভিসা ক্যাটাগরি

ইতোমধ্যে ভিসা কি তা আমরা জেনে গেছি, এখনা আমাদের জানতে হবে কানাডায় কই ধরণের ভিসা পাওয়া যায়। কানাডা ভিসা আবেদনের ফরম এর দিকে লক্ষ্য দেখা যায় যে যে, বর্তমান সময়ে কানাডা তে শুধু মাত্র দুই ধরনের ভিসা পাওয়া যায়। তা হলোঃ

  • কানাডার স্থায়ী ভিসা,
  • কানাডার অস্থায়ী ভিসা

আবার কানাডা যাওয়ার জন্য এই দুই প্রকার ভিসা কে বেশ কিছু ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুল হলোঃ

  • অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিসা,
  • অস্থায়ী শিক্ষার্থী ভিসা,
  • অস্থায়ী ভ্রমন ভিসা,
  • স্থায়ী এক্সপ্রেস এন্ট্রি ভিসা,
  • স্থায়ী ব্যবসায় অভিবাসী ভিসা,
  • স্থায়ী বসবাসরত ভিসা,

তো কেউ যদি কানাডায় যেতে চায় তাহলে উপরিউক্ত ধরণের মধ্যে যে কোন এক প্রকার ভিসার মাধ্যমে কোন সমস্যা ছাড়ায় যাওয়া সম্ভব।

আরো পড়ুনঃ ক্রোয়েশিয়া কাজের ভিসা ২০২৩ | ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা

কানাডা ভিসা আবেদন ফরম এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজনীয়?

উপরিউক্ত আলোচনা থেকে আমরা জেনে গেছি, বর্তমান সময়ে কানাডায় কই ধরনের ভিসা পাওয়া যায়। এখন আপনি যদি কানাডা ভিসা পাওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আবেদন করার সময় আপনার কাছে বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। যেগুলো সংগ্রহ করা খুবই জরুরী। আর সেই কাগজপত্র গুলো হলোঃ

  • প্রথমত আপনার অবশ্যই একটি পাসপোর্ট তৈরি থাকতে হবে।
  • আপনি যে দেশ এর নাগরিক সেই দেশ এর জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করে রাখতে হবে।
  • এবং অবশ্যই নিবন্ধন করা হাসপাতাল থেকে আবেদনকারীর মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে রাখতে হবে।
  • বিদেশে যাওয়ার পর যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়, তাহলে আপনি সেখান থেকে ফিরে আসবেন এমন প্রতিশ্রুতি কর্ত্রী পক্ষ কে দিতে হবে।
  • আপনার  ব্যাংক একাউন্ট একমপক্ষে ১০ লক্ষ টাকার হিসাব দেখাতে হবে।
  • আপনার কানাডা ভিসা ফি পরিশোধ করার পর অবশ্যয় কানাডা ভিসা আবেদন ফরম এর কপি সংগ্রহ করে রাখতে হবে।
  • যদি কারো কোন কাজের দক্ষতা বা অভিজ্ঞতা থাকে, তাহলে তার প্রমাণপত্র সংগ্রহ করতে হবে হবে।

তো আপনি যখন কানাডা ভিসা আবেদন ফরম সংগ্রহ করবেন তখন আপনার কাছে উপরিউক্ত কাগজপত্র গুলো অবশ্যয় সংগ্রহ করে রাখতে হবে।

কানাডা ভিসার আবেদন ফরম

যেহেতু আপনি কানাডার ভিসা আবেদন ফরম সম্পর্কে জানার জন্য আমাদের এইখানে এসেছেন সেহুতু এটা প্রায় নিশ্চিত যে, আপনি কানাডা যেতে ইচ্ছুক। আপনি যদি কানাডায় জেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে কানাডায় যাওয়ার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে। আর এই উপায় গুলো আমরা কয়েকটি ধাপে ভাগ করেছি। তো চলুন ধাপ গুলো দেখে নিইঃ

ধাপ ১ঃ ইনভেষ্টমেন্ট ইমিগ্রেশন এর মাধ্যমে

আপনি একজন সাধারণ ব্যক্তি হয়েও যদি বিনিয়োগ এর মাধ্যমে কানাডায় ব্যবসা করতে চান, তাহলে আপনাকে কানাডায় যাওয়ার অনুমতি প্রদান করা হতে পারে। কেননা কানাডার আইন অনুযায়ী অন্যান্য দেশের মানুষ যদি ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞ হয়ে থাকে তাহলে কানাডার সরকার তাদের নিজ দেশে ব্যবসা করার সুযোগ প্রদান করে থাকে।

ধাপ ২ঃ এলএমআইএ ওয়ার্ক ভিসার মাধ্যমে

আমরা সকলেই অবগত যে, এলএমআইএ হলো এক ধরনের নিয়োগকারী প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের বিভিন্ন ধরনের চাকরির অফার য় নিয়োগ প্রদান করা হয়। তো আপনার মধ্যে যদি কোন দক্ষতা থাকে, তাহলে আপনি সেই দক্ষতা প্রয়গ করে এলএমআইএ এর মাধ্যমে কানাডায় যেতে পারবেন।

ধাপ ৩ঃ প্রাদেশিক প্রোগ্রাম এর মাধ্যমে

কানাডায় প্রতি বছরেই বিভিন্ন কোম্পানিতে শ্রমিকের সংকট হয়ে থাকে। আর এই সংকট পুরন করার জন্য প্রতি বছর কানাডায় প্রচুর পরিমাণ দক্ষ জনবলদের নিয়োগ দেওয়া হয়। আপনার যদি কোন দক্ষতা থেকে থাকে তাহলে আপনিও এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন যার ফলে আপনি কানাডায় যেতে পারবেন।

ধাপ ৪ঃ এক্সপ্রেস এন্ট্রি এর মাধ্যমে

আমাদের দেশের অধিকাংশ মানুষ এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এর মাধ্যমে কানাডায় যেয়ে থাকে। কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে কানাডা তে সরাসরি দক্ষ জনবলদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। এবং আপনি যদি আবেদন করেন তাহলে আপনাকে যথেষ্ট যাচাই বাছাই করা হবে। এবং যদি তাদের নিকট আপনাকে দক্ষ ব্যক্তি বলে মনে হয় তবেই আপনি বিবেচিত হবেন। এবং আপনি কানাডায় জেতে পারবেন।

আরো পড়ুনঃ কানাডা কৃষি ভিসা ২০২৩ | কানাডা কৃষি ভিসা প্রসেসিং

কানাডা ভিসার জন্য আবেদন করার নিয়ম

কানাডা ভিসার আবেদন করার নিয়ম আমরা নীচে উল্লেখ করেছি। নিয়মগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করুন তাহলে তাহলে খুব সহজেই ভিসার আবেদন করতে পারবেন।

  • https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada/eta/apply.htm প্রথমে এই লিঙ্ক এ প্রবেশ করুন।
  • প্রবেধ এর পর আপনি দুটি অপশন দেখতে পাবেন একটি হলো ইমিগ্রেশন ভিসা এবং অন্যটি হচ্ছে ভিজিট ভিসা। আপনার যেটি প্রয়োজন সেটাতে ক্লিক করুন।
  • এরপর সকল প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

কানাডা ভিসা খরচ

কানাডা ভিসার আবেদন ফি প্রকার ভেদে বিভিন্ন ধরণের হয়ে থাকে। আবেদন ফি গুলো নিচে উল্লেখ করা হলোঃ

  • স্টাডি পারমিট ভিসা – প্রায় ৫ লক্ষ টাকা।
  • ওয়ার্ক পারমিট ভিসা – প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা।
  • টুরিস্ট ভিসা – প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা।
  • কৃষি ভিসা – প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা।

কানাদা ভিসা পেতে কত দিন সময় লাগে

কানাডা ভিসার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার ভিসা প্রসেসিং হতে প্রায় ৭২ ঘণ্টার মতো সময় লেগে থাকে। তবে এর আগেও হয়ে জেতে পারে। আপনাকে আপনার দেওয়া মেইলের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে।

শেষ কথা

তো উপরিউক্ত বিষয়গুলো হলো কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে সকল প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অবগত হয়েছেন। কানাডা ভিসা আবেদন ফরম সম্পর্কিত অথবা যে কোন বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকে অবশ্যয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

1 Comment
  1. […] আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ […]

Leave A Reply

Your email address will not be published.