জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps আমরা অনেকেই জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন ভুল ভ্রান্তি নিয়ে বিভিন্ন ভোগান্তিতে পড়ে থাকি। আবার অনেকে আছে যারা নতুন পরিচয় পত্র করতে চায় তারা এ বিষয়ে অনেকটাই অজ্ঞ।
এই অ্যাপসটির মাধ্যমে আমরা জন্ম নিবন্ধন যাচাই করণ এবং সকল ধরনের সমস্যা যেমন জন্ম নিবন্ধন নাম সংশোধন জন্ম নিবন্ধন তারিখ সংশোধন ইত্যাদি এইসব সমস্যাগুলো আমরা এই অ্যাপস এর মাধ্যমে সমাধান করতে পারি।
জন্ম নিবন্ধন কি ?
একটি শিশুর মৌলিক অধিকার একটি শিশুর জন্ম গ্রহণের পর তাকে অবশ্যই সরকারের নির্দেশ মোতাবেক জন্ম নিবন্ধন করতে হবে| জন্ম সনদ আইন মোতাবেক প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে| জন্ম নিবন্ধন কে মূলত তথ্য ও পরিচয়পত্র বলে গণ্য করা যায়|
জন্ম নিবন্ধন কি কাজে ব্যবহার করা হয়
আপনাকে একটি দেশে বসবাস করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে| তা না হলে আপনি দেশের নাগরিক বলে গণ্য হবেন না| আমরা বিভিন্ন সরকারি বেসরকারি খাতে জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকে| শিশুর বেড়ে ওঠা থেকে শুরু করে শিক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত প্রায় সব ধরনের কাজে জন্ম নিবন্ধন সনদ দরকার হয়| এছাড়া প্রতিটি কোন না কোন কাজে জন্ম নিবন্ধন সনদ পত্রের দরকার হয়| যেসব কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন নিচে উল্লেখ করা হলো| যেমন
- স্কুলে ভর্তির জন্য
- জাতীয় পরিচয় প্রাপ্তির জন্য
- ভোটার তালিকা প্রণয়নের জন্য
- ট্রেড লাইসেন্স প্রাপ্তি
- বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে
- সরকারি বেসরকারি চাকরির
- পাসপোর্ট তৈরির ক্ষেত্রে
- ট্রেড লাইসেন্স
- ব্যাংকে হিসাব খুলতে
- জমি রেজিস্ট্রেশন করতে গেলে| ইত্যাদি কাজে আজকাল আমরা জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকে|
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
১. অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অবশ্যই আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন থাকতে হবে। প্রথমে আপনি আপনার যে কোন ব্রাউজার থেকে এই লিঙ্কে (https://everify.bdris.gov.bd) প্রবেশ করুন।
২. এই লিঙ্কে প্রবেশ করার পরে প্রথম বক্সে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর টি সঠিকভাবে এন্ট্রি করুন।
৩. তারপরে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ সঠিকভাবে এন্ট্রি করুন।
৪. তারপরেই ইমেজের মধ্যে যে সংখ্যা বা অক্ষর গুলো লেখা থাকবে, সেগুলো ইমেজের নিচের বক্সে হুবহু লিখে দিন। তারপরে সার্চ অপশনে ক্লিক করলেই আপনার সকল তথ্য আপনি দেখতে পাবেন।
নোট: জন্ম নিবন্ধন নম্বর দিয়ে যদি অনলাইনে আপনার সকল তথ্য বলুন না পান, সে ক্ষেত্রে মনে করবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করার নেই। এই ওয়েবসাইটে আপনি শুধুমাত্র অনলাইন করা জন্ম নিবন্ধনের তথ্য গুলো পাবেন। আপনার জন্ম নিবন্ধন অনলাইন করার না থাকলে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর অফিস থেকে জন্ম নিবন্ধন অনলাইন করে নিতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps
মূলত জন্ম নিবন্ধন অনেক ভাবেই চেক বা যাচাই করা যায় |যেমন সরাসরি অফিসে গিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়। এছাড়া অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন এর নিজস্ব ওয়েব সাইটের গিয়ে সঠিক তথ্য দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়।
সবচেয়ে ভালো মাধ্যম হলো জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক অ্যাপস (Apps) টি। অ্যাপস দিয়ে আমরা খুব সহজেই জন্ম নিবন্ধনের সকল ধরনের ভুল ভ্রান্তি অথবা জন্ম নিবন্ধনের তারিখ সংশোধন জন্ম নিবন্ধনের ভুল সংশোধন ইত্যাদি বিষয়ে এই অ্যাপসের মাধ্যমে করা সম্ভব |অ্যাপসটি কিভাবে ডাউনলোড করতে হবে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
জন্ম নিবন্ধন যাচাই অ্যাপস Apps Download
আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন| তার জন্য আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে| যেমন
- প্রথমে গুগল প্লে স্টোর(Google Play Store) অ্যাপস টি ওপেন করুন|
- এখন সার্চ বাটনে এটি লিখে সার্চ করুন( জন্ম তথ্য যাচাই নিবন্ধন)|
- তারপর ইন্সটল করুন বাটনে ক্লিক করুন| কিছু সময় অপেক্ষা করার পর অ্যাপসটি ডাউনলোড|
- অ্যাপস টি ওপেন করুন এখন এরকম একটি ইন্টারফেস আসবে|
- নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন|
- তথ্যগুলো সঠিক ভাবে হলে আপনার জন্ম নিবন্ধন সকল তথ্য গুলো দেখতে পাবেন|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা [ ONLINE BDRIS ]এর তথ্য যাচাই করার জন্য একটি প্রস্তুত করেছেন|
Apps দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
অ্যাপস দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এরপরে আপনার কাছে থাকা ভোটার স্লিপের নাম্বার এবং সঠিক জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই আপনার সামনে জন্ম নিবন্ধন যাচাই এর সকল আপডেট চলে আসবে| এভাবেই খুব সহজে অ্যাপসের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করা যায়।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন করার পরে সেটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করার প্রয়োজন হয়| জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়| যেসব নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় চলুন জেনে নেয়া যাক|
- প্রথমে ব্রাউজার সিলেক্ট করে নিন |
- সার্চ বাটনে গিয়ে (everify.bdris.gov.bd) লিখে সার্চ করুন|
- এখন আপনাদের সামনে জন্ম নিবন্ধন তথ্য একটি ওয়েবসাইট চলে আসবে|
- আপনার সিলেটে থাকা 17 ডিজিটের নাম্বারটি জন্মনিবন্ধনের খালি ঘরে দিন|
- শিল্পে থাকা জন্মতারিখ সঠিকভাবে খালি করে দিন|
- সব ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন|
- আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন (উদাহরণ- 19860915428117351)। Date of Birth এই বক্সে জন্ম তারিখ লিখুন এই ফরমেটে জন্ম নিবন্ধন যাচাই YYYY MM DD । এরপর নিচের ক্যাপচাটি পূরণ করুন। নিচের বাম পাশের Search বাটনে ক্লিক করুন।
এসব ইনফর্মেশন গুলো দিয়ে খুব সহজ জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারি|
ডিজিটাল জন্ম নিবন্ধন যাচাই
আমরা অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন ডিজিটাল কিনা তা যাচাই করার প্রয়োজন বোধ করি| আপনার জন্ম নিবন্ধন তথ্য সঠিক কিনা বা জন্ম নিবন্ধন কোন ভুল ত্রুটি আছে কিনা তা যাচাই করা প্রয়োজন হয়| আপনি চাইলে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করে ডাউনলোড করতে পারবেন| অনেক সময় 17 ডিজিট বারো ডিজিট জন্ম নিবন্ধন নাম্বার দিও সার্চ করলেও (NO RECORD FOUND )আসতে পারে| তার 2 দুটি কারণ হতে পারে|
প্রথমতঃ আপনার জন্ম নিবন্ধন তথ্য ভুল হতে পারে বা জন্মতারিখ ভুল হতে পারে|
দ্বিতীয়তঃ আপনার 01/01/2001 এরপূর্বে অথবা আপনার তথ্যগুলো হাতে লেখা যা অনলাইনে ডাটাবেস অন্তর্ভুক্ত হয়নি| এসব সমস্যাগুলো সমাধানের উপায় হলো আপনাকে নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করতে হবে |
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন কপি ডাউনলোড
উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি যখন জন্ম নিবন্ধনের তথ্য গুলো পেয়ে যাবেন, তখন আপনি সেটা প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, সেইপ রিঙ্কুকে ব্যবহার করতে হলে সেগুলো অবশ্যই কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করা ছাড়া সেই কপি আপনি ব্যবহার করতে পারবেন না।
অনলাইনে আপনার তথ্যগুলো যখন আসবে তখন আপনি আপনার ব্রাউজারের পৃন্ট অপশনে ক্লিক করে, সেটা প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। আপনার ব্রাউজারে যদি প্রিন্ট অপশন না থাকে সে ক্ষেত্রে CTRL+P একসাথে চেপে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। পরে সেটা প্রিন্ট করে, সত্যায়িত করে ব্যবহার করতে পারবেন |
নাম ও মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন চেক
অনলাইনে নাম্বার মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না| যখন জন্ম নিবন্ধন আবেদন করা হয় তখন মূলত আপনার নাম এবং মোবাইল নাম্বার আপনার তথ্য হালনাগাদ করার জন্য নেয়া হয়| যাতে কোনো ভুল তথ্য হলে আপনাকে কল করে সঠিক তথ্য সংগ্রহ করতে পারে| তাই বলা যায় না মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না|
জন্ম নিবন্ধন বিষয়ে প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ নাম দিয়ে জন্ম তথ্য চেক করা যায়?
উত্তরঃ কথাটি সম্পূর্ণ ভুল. নাম দিয়ে কখনই জন্ম নিবন্ধন তথ্য চেক করা সম্ভব নয়|
প্রশ্নঃ জন্ম নিবন্ধন তথ্য চেক যাচাইয়ের লিংক?
উত্তরঃ লিঙ্কের জন্য এটি ফলো করুন (ever ify.bdris.gov.bd )
প্রশ্নঃ জন্ম নিবন্ধনের জন্য কোন অ্যাপস আছে কি?
উত্তরঃ হ্যাঁ অবশ্যই জন্ম নিবন্ধনের জন্য অ্যাপস আছে।| তা হল ( জন্ম তথ্য যাচাই ও নিবন্ধন)Play store দিলেই পেয়ে যাবেন|
You may also like: অনলাইনে ভোটার তথ্য যাচাই ও সিরিয়াল নম্বর চেক
[…] You may also like: Birth Registration Verification Online Check Apps […]
[…] জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps […]
[…] জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps […]