জন্ম নিবন্ধন ফি কত টাকা
সরকারিভাবে জন্ম নিবন্ধন ফি কত টাকা আজকে আমরা এই পোস্ট এর মাধমে জানবো।জন্ম নিবন্ধন করতে গেলে অনেক ইউনিয়ন পরিষদে আছে অতিরিক্ত টাকা চায় |বর্তমানে কিছু অসাধু ব্যক্তি যারা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন বিষয়ে কাজ করে তারা সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে বাড়তি টাকা দাবি করে |তাই আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জন্ম নিবন্ধন ফি কত টাকা বা জন্ম নিবন্ধনের বিস্তারিত আলোচনা করব।
You may also like:
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps
জন্ম নিবন্ধন কি ?
একটি শিশুর মৌলিক অধিকার একটি শিশুর জন্ম গ্রহণের পর তাকে অবশ্যই সরকারের নির্দেশ মোতাবেক জন্ম নিবন্ধন করতে হবে| জন্ম সনদ আইন মোতাবেক প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে| জন্ম নিবন্ধন কে মূলত তথ্য ও পরিচয়পত্র বলে গণ্য করা যায়|
জন্ম নিবন্ধন ফি কত টাকা
সরকারিভাবে জন্ম নিবন্ধন ফি একটু নবজাতক শিশুর বয়স 45 দিন থেকে পাঁচ বছরের মধ্যে হলে ফি ২৫ টাকা।
এবং বয়স যদি পাঁচ বছরের বেশি হয় সে ক্ষেত্রে ফ্রি দিতে হবে ৫০ টাকা।
আপনার কাছে যদি এর বেশি ফিচার তাহলে আপনি সরকারি কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদে কমপ্লেন দিবেন। এবং তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিবেন।
You may also like:
ভোটার এলাকা পরিবর্তন করতে কতদিন সময় লাগে
সরকারি ভাবে জন্ম নিবন্ধন ফি কত টাকা
বর্তমানে প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের সাথে জন্ম নিবন্ধন ফি নিয়ে ঝামেলা হচ্ছে। সরকারিভাবে যে ফি ধার্য করা হয়েছে তার চেয়ে অধিক হারে টাকা হাতিয়ে নিচ্ছে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাগণ।
তাই সরকারি ভাবে জন্ম নিবন্ধন ফ্রি কত টাকা আমরা এখন জানব।
আবেদন এর ধরন | বয়স | নির্ধারিত ফি |
জন্ম নিবন্ধন | বয়স যদি ০ থেকে ৪৫ দিনের মধ্যে হয় | | তাহলে জন্ম নিবন্ধন এর ফি প্রয়োজন হবে না| |
জন্ম নিবন্ধন | বয়স যদি ৪৫ দিন থেকে পাঁচ বছর হয় | | তাহলে আবেদন ফি ২৫ টাকা। |
জন্ম নিবন্ধন | বয়স যদি ৫ বছরের উপরে হয় | তাহলে আবেদন ফি ৫০ টাকা| |
জন্ম নিবন্ধন ডিজিটাল করার ফি কত টাকা |জন্ম নিবন্ধন ফি
সত্য কথা বলতে জন্ম নিবন্ধন ডিজিটাল হয় না। মূলত নতুন করে আপনার ওই তথ্যগুলো ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন করা হয়।
নতুন এই জন্ম নিবন্ধনের আবেদন করার পরে আপনার আগের জন্ম নিবন্ধনের নম্বর এবং বর্তমান জন্ম নিবন্ধনের নম্বর মিল থাকবে না। তাই নতুন জন্ম নিবন্ধন আবেদনের সময় যে ফি প্রয়োজন হয়, ঠিক সেই ফি জন্ম নিবন্ধন ডিজিটাল করতেও প্রযোজ্য হবে।
আবেদন এর ধরন | বয়স | নির্ধারিত ফি |
ডিজিটাল জন্ম নিবন্ধন | বয়স যদি ০ থেকে ৪৫ দিনের মধ্যে হয় | | তাহলে জন্ম নিবন্ধন এর ফি প্রয়োজন হবে না| |
ডিজিটাল জন্ম নিবন্ধন | বয়স যদি ৪৫ দিন থেকে পাঁচ বছর হয় | | তাহলে আবেদন ফি ২৫ টাকা। |
ডিজিটাল জন্ম নিবন্ধন | বয়স যদি ৫ বছরের উপরে হয় | তাহলে আবেদন ফি ৫০ টাকা| |
জন্ম নিবন্ধন ফি পরিশোধ করার নিয়ম
মূলত জন্ম নিবন্ধনের ফি সরাসরি ইউনিয়ন পরিষদের নিকট জমা দিতে হয় যখন নতুন জন্ম নিবন্ধন জন্ম আবেদন, নিবন্ধনের বিভিন্ন সমস্যার সংশোধন করার প্রয়োজন হয়। জন্ম নিবন্ধন আবেদনের সময় জন্ম নিবন্ধন ফি জমা দিতে হয়।
এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদ থেকে একসাথে এসব ফি ব্যাংকে চালানোর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে থাকে।মোটকথা যখন আপনি জন্ম নিবন্ধন করতে যাবেন তখনই আপনার ফ্রি পরিশোধ করতে হবে
[…] জন্ম নিবন্ধন ফি কত টাকা […]