নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

1

অনেকেই প্রশ্ন করে থাকেন নাম ও জন্ম তারিখ দিয়ে  জন্ম নিবন্ধন যাচাই করা যায়? হ্যা অবশ্যই নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা সম্ভব|এছাড়া যারা নতুন করে জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে বা অফলাইনে আবেদন করেছেন |

তাদের তথ্যগুলো সঠিক আছে কিনা তা যাচাই করার  প্রয়োজন পড়ে | এছাড়া বিভিন্ন কাজে আমাদের জন্ম নিবন্ধন প্রয়োজন হতে পারে| তার জন্য আমাদের জন্ম নিবন্ধন যাচাই করা উচিত| যাতে কোন প্রকার তথ্য ভুল না থাকে|

 

এবং এই কাজটি আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজে নিজেই করতে পারবেন|তবে যাচাই করার জন্য অবশ্যই 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্মতারিখ প্রয়োজন হবে|

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে ভিজিট করুন https://everify.bdris.gov.bd/এই লিংকে |অথবা এখানে ক্লিক করুন| এরপরে এখানে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি দিন |এবং সঠিকভাবে জন্ম তারিখটি বসান| এরপরে একটি ক্যাপচা পুরন  করতে হবে |সবশেষে “Search” বাটনে ক্লিক করলে আপনার সকল তথ্য দেখতে পাবেন|তবে একটি কথা মনে রাখতে হবে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনি শুধু অনলাইনের মাধ্যমে যাচাই করতে পারবেন|

আরো ভালভাবে বোঝার জন্য নিচের ধাপ গুলো ফলো করুন,

 

প্রথম ধাপঃ জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে https://everify.bdris.gov.bd/এই লিংকে ভিজিট করুন| কিছু সময় অপেক্ষা করলে এরকম একটি পেইজ আসবে|

নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

দ্বিতীয় ধাপঃ প্রথম ঘরে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিন|

তৃতীয় ধাপঃ এরপরে  দ্বিতীয় ঘরে  সঠিক ভাবে জন্ম নিবন্ধন তারিখ  দিন|জন্ম তারিখটি এই ফর্মেটে দিতে হবে  জন্ম নিবন্ধন যাচাই yyy mm dd |

চতুর্থ ধাপঃএখানে একটি ক্যাপচা পূরণ করতে হবে| যেমন একটি যোগ বিয়োগ এর প্রশ্ন থাকতে পারে সেটি সঠিক ভাবে লিখে সার্চ বাটনে ক্লিক করলে নিচের মত জন্ম নিবন্ধন এর যাবতীয় তথ্য দেখতে পাবেন|

নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

উপরে এই চারটি ধাপ এর মাধ্যমে খুব সহজে একা একা ঘরে বসে জন্ম নিবন্ধন এর সকল তথ্য যাচাই করতে পারবেন|

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

নাম দিয়ে আপনি একা একা যাচাই করতে পারবেন না | এর জন্য আপনাকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে গিয়ে যাচাই করতে হবে| তারা জন্ম নিবন্ধন সার্ভারে প্রত্যেকটি ব্যক্তির ডাটাবেজ সংরক্ষিত করে রাখে | সেখান থেকে নাম দিয়ে যে কোন ব্যক্তির জন্ম নিবন্ধন এর সকল তথ্য দেখতে পাবেন|

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

আর হ্যাঁ আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই করা কপি  ডাউনলোড করতে চান | তাহলে আপনি এটি করতে পারবেন| এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার পরে এরকম একটি ছবি আসার পরে উপরে প্রিন্ট  নামে একটি অপশন পাবেন |এখান থেকে প্রিন্ট করে পিডিএফ আকারে সেভ করতে হবে |এবং যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে জন্ম নিবন্ধন কার্ড বের করতে পারবেন|

এছাড়াও আপনি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভা অফিস থেকে জন্ম নিবন্ধন  কপি সংগ্রহ করতে পারবেন|

জন্ম নিবন্ধন  রিলেটেড পোস্ট

Leave A Reply

Your email address will not be published.