জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন ২ মিনিটে

0

কিভাবে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করবেন আজকের পোস্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে| বর্তমানে জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ একটি কাজ| আপনার হাতে থাকা ফোন অথবা কম্পিউটার দিয়ে  নিজে নিজে ঘরে বসে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন|

বর্তমানে পড়ালেখা থেকে শুরু  করে প্রতিটি ক্ষেত্রেই আপনার জন্ম নিবন্ধন দরকার আছে|  কোন কাজ করার আগে ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন চেক করা উচিত| তাই আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল বা অনলাইন করা হয়েছে কিনা যাচাই করতে হবে|আজকের এই পোস্টের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই এবং এই জন্ম নিবন্ধন ডাউনলোড করে কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত জানতে পারবেন |

জন্ম নিবন্ধন যাচাই  কেন করব

আপনার জন্ম নিবন্ধন টি  অনলাইনে আছে কিনা তা জানার জন্য জন্ম নিবন্ধন যাচাই করতে হবে| বর্তমান পড়ালেখা থেকে শুরু করে  সরকারী বেসরকারি প্রতিটি পর্যায়ে আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে|

জন্ম নিবন্ধন ছাড়া আপনি কোন কাজে করতে পারবেন না|| তাই এদেশের নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করার জন্যই আমরা জন্ম নিবন্ধন যাচাই করব|

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে আপনাকে  https://everify.bdris.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে |এখানে এসে  প্রথম ঘরে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর  এবং দ্বিতীয় ঘরে জন্ম তারিখ প্রদান করতে হবে| তারপরে ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন তথ্য দেখতে পাবেন |আরো ভালভাবে বুঝার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন|

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

  • জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য https://everify.bdris.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন|
  • ওয়েবসাইটে প্রবেশ করার পরে 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি প্রদান করতে হবে|
  • এরপরে দ্বিতীয়বার এ আপনার জন্ম তারিখটি প্রদান করতে হবে | জন্ম নিবন্ধন যাচাই YYYY MM DD  এই  ফরমেটে|
  • এরপরে একটি ক্যাপচা পূরণ করতে হবে| যাতে একটি যোগ বিয়োগ অংক থাকবে এটি সমাধান করে নিচের  খালি ঘরে বসাতে হবে|
  •   এবং এই পর্যায়ে  উপরের সব ধরনের তথ্য যদি সঠিক হয় তাহলে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা তা দেখতে পারবেন|

বিশেষ দ্রষ্টব্যঃ তবে মনে রাখতে হবে এই মাধ্যমটি শুধু যারা আগে জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য আবেদন করেছিলেন তাদের জন্ম নিবন্ধন ডিজিটাল হয়েছে কিনা তা জানতে পারবেন|

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করা যায় না শুধুমাত্র চেক করা যায়|তাহলে আপনি জন্ম নিবন্ধন সনদ কোথায় পাবেন| আপনার ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে|  আপনি নিজ নিজে কোন কম্পিউটারের দোকান থেকে জন্ম নিবন্ধনের আবেদন করার পরে সেটি সম্পূর্ণ হলে সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে রেজিস্টার করা হবে| এবং এটি পরবর্তীতে আপনি সংগ্রহ করতে পারবেন|

এছাড়া আপনি যদি জন্ম নিবন্ধন সনদ পিডিএফ আকারে ডাউনলোড করতে চান তাহলে সেটি আপনি পারবেন| এর জন্য আপনাকে কম্পিউটার কিবোর্ড থেকে ctrl+P  চাপতে হবে| এবং এটি আপনার কম্পিউটারে  একটি ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে|এবং পরবর্তীতে এটি ব্যবহার করতে পারবেন|

জন্ম নিবন্ধন নিয়ে আরো কিছু তথ্য

  1. জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
  2. জন্ম নিবন্ধন করতে কি কি লাগে
  3. জন্ম নিবন্ধন ফি কত টাকা
  4. জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps 
  5. জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
Leave A Reply

Your email address will not be published.