জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

4

অনেকেই আছেন যারা জন্ম নিবন্ধন করতে চান | তবে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে বা জন্ম নিবন্ধন কখন করতে হয় এ বিষয়ে তাদের কোন ধারণা নেই |  তাই তাদের জন্য আজকের এই পোস্ট|

এছাড়া একজন শিশু জন্মের 45 দিনের ভিতর তার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এটা অনেকেই জানেন না | জন্ম নিবন্ধন হল একজন মানুষের সরকারিভাবে প্রথম স্বীকৃতি |

তাহলে চলুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে এই বিষয়ে বিস্তারিত ধারণা জেনে নেয়া যাক

জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd

জন্ম নিবন্ধন কি?

জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ (২০০৪ সনের ২৯ নং)  আইন এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও জন্মস্থান এবং মা বাবার নাম, জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত বইয়ের বা রেজিস্টারে লেখা বা কম্পিউটারে প্রদান করা এবং জন্ম সনদ প্রদান করার নাম হলো জন্ম নিবন্ধন |

জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে

একজন ব্যক্তির ক্ষেত্রে প্রতিটি বিষয়ের বর্তমানে জন্ম নিবন্ধন প্রয়োজন হয় | এছাড়া একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেমন পড়ালেখা থেকে শুরু করে চাকরি নেয়া  পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বিকল্প নেই | জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুসারে যেসব কাজে জন্ম নিবন্ধন লাগেঃ

  1. ভোটার তালিকা হালনাগাদ
  2. পাসপোর্ট ইস্যু
  3. শিক্ষা প্রতিষ্ঠান
  4. সরকারি বেসরকারি যেকোনো চাকরির ক্ষেত্রে
  5. জমি রেজিস্ট্রেশন
  6. যেকোনো ধরনের লাইসেন্স প্রাপ্তি
  7. এছাড়া বিদ্যুৎ গ্যাস পানি ও টেলিযোগাযোগ সংযোগ এর ক্ষেত্রে
  8. বিবাহ নিবন্ধনে
  9. জাতীয় পরিচয় পত্র প্রাপ্তি
  10. ব্যাংক হিসাব খোলা

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

জন্ম নিবন্ধন তৈরি করার জন্য প্রথমে নির্ধারিত আবেদন ফর পূরণ করে ইউনিয়ন পরিষদ অথবা কম্পিউটার দোকানে আবেদন করা | তাছাড়া নিজে নিজে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যায়|জন্ম নিবন্ধন করতে কি কি লাগে নিচে বিস্তারিত আলোচনা করা হলো

শিশুর বয়স ০ থেকে 45 দিন হলে

  • ০ থেকে ৪৫ দিনের  শিশুর ক্ষেত্রে তাদের পিতা-মাতার  এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রয়োজন হবে |
  • চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের কপি |
  • আবেদনকারী শিশুর এককপি পাসপোর্ট সাইজের ছবি |
  • হোল্ডিং ট্যাক্স অথবা ইউপি ট্যাক্স পরিষদের রশিদের ফটোকপি|

শিশুর বয়স ৪৫ দিন থেকে 5 বছর হলে

  • ৪৫ দিন থেকে ৫ বছরের একজন শিশুর ক্ষেত্রে পিপিআই কার্ড এর ফটোকপি অথবা পিপিআই কর্মীর প্রত্যয়ন পত্র |
  • চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত ফটোকপি|
  • আবেদনকারীর শিশুর এককপি পাসপোর্ট সাইজের ছবি

পাঁচ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে লাগবে

  • পাঁচ বছর অথবা তার বেশি হলে একজন ব্যক্তির ক্ষেত্রে যেসব document লাগবে
  • পিতা মাতার NID Card /জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন অনলাইন কপি (বাংলা ও ইংরেজি)
  • শিক্ষাগত যোগ্যতা থাকলে যেমন পি.এস.সি, জে.এস.সি এস.এস.সি দাখিল ও এইচ.এস.সি অথবা আলিম এরকম অনুরূপ আরো পরীক্ষার সার্টিফিকেট থাকলে তার ফটোকপি|

জন্ম নিবন্ধন ফি কত টাকা

জন্ম নিবন্ধন করতে গেলে টার আগে জানতে হয় জন্ম নিবন্ধন  ফি কত টাকা |একজন শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে ফি কত টাকা বা ৪৫ দিনের বসি হলে কত টাকা বা বয়স্ক দের ক্ষেত্রে  ফি কত টাকা ইত্যাদি বিষয় জানতে হলে  জন্ম নিবন্ধন ফি কত টাকা এই পোস্ট টি ভাল করে পড়তে হবে|

4 Comments
  1. […] জন্ম নিবন্ধন করতে কি কি লাগে […]

  2. […] জন্ম নিবন্ধন করতে কি কি লাগে […]

  3. […] জন্ম নিবন্ধন করতে কি কি লাগে […]

  4. […] জন্ম নিবন্ধন করতে কি কি লাগে […]

Leave A Reply

Your email address will not be published.