ইতালি ভিসা চেক করার নিয়ম | Italy visa Check

7

আপনি  হয়ত ইতালি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন। তাহলে আজকের পোস্ট আপনার জন্য। আজকের আর্টিকেলটি পরে আপনি নিজেই নিজের ভিসা চেক করতে পারবেন।

ইতালি ভিসা চেক করার নিয়ম | Italy visa Check

এখন ঘরে বসে যেকোনো দেশের ভিসা চেক করতে পারবেন কারো সহায়তা ছাড়াই। ইতালি ভিসা চেকিং এর জন্য অনলাইনে গিয়ে Italy visa check  লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইট আসবে সেটায় প্রবেশ করে  প্রয়োজনীয় তথ্য দিয়ে  সাবমিট করলে আপনার ভিসা চেক করতে পারবেন।

ভিসা চেক কেন করব

যে কোন দেশে যাওয়ার আগে সেই দেশের ভিসা চেক করা অত্যন্ত জরুরী। কারণ হচ্ছে আপনার ভিসাটি আসল কিনা অথবা ভিসার মেয়াদ কতদিন সেটি জানার জন্য হলেও আমাদের ভিসা চেক করা প্রয়োজন। এছাড়াও ভবিষ্যতে কোন ঝামেলায় পড়তে না হয় তার জন্য আগে থেকেই আমাদের অনলাইনে ভিসা চেকিং করা উচিত।

অনলাইনে ইতালি ভিসা চেক করতে যা প্রয়োজন

ভিসা চেক করার জন্য প্রয়োজনঃ

  1. মোবাইল অথবা কম্পিউটার/ল্যাপটপ(ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক)
  2. যেকোন ব্রাউজারে গিয়ে Italy visa Check লিখে সার্চ করুন অথবা ভিজিট করুন  https://visa.vfsglobal.com/bgd/en/ita/ ।
  3.  Reference Number এবং নামের শেষ অংশ( Last Name)
  4. একটি ক্যাপচা পূরণ করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার ভিসা চেক হয়ে যাবে।

দেখুনঃ দুবাই ভিসা চেক

ইতালি ভিসা চেক

অনলাইনে ইতালি ভিসা চেক করার জন্য https://visa.vfsglobal.com/bgd/en/ita/এই ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা  এখানে ক্লিক করুন। এরপরে Track Your Number অপশন থেকে Track Now এ ক্লিক করুন। তারপরে Visa application করার Referance number এবং Visa Application অনুযায়ী নামের Last Name লিখুন। এরপরে  I am not a Robot ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ভিসা তথ্য চলে আসবে।

স্টেপ বাই স্টেপ ইতালির ভিসা চেক করার সম্পূর্ণ গাইডলাইন নিচে উল্লেখ করা হলো।

  • ইতালির ভিসা চেকিং এর জন্য প্রথমে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের মত করে একটি পেইজ ওপেন হবে।

ইতালি ভিসা চেক করার নিয়ম | Italy visa Check

  • এখানে মেনুবার থেকে Track Your Application অপশন থেকে Tarck Now অপশনে ক্লিক করুন।
  • এরপরে Track Now ক্লিক করার পরে নিচের মত আরও একটি পেইজ আসবে।

ইতালি ভিসা চেক করার নিয়ম | Italy visa Check

  • এই পর্যায়ে প্রথম ঘরে  ভিসা আবেদন অনুযায়ী Reference Number প্রদান করুন।
  • দ্বিতীয় ঘরে আবেদন অনুযায়ী নামের শেষের অংশ (Last Number)  ইংরেজিতে লিখুন।
  • I am Not a Robot এর ডান পাশের টিক মার্ক দিন। এবং সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ভিসার বর্তমান অবস্থা দেখতে পাবেন।

গুরুত্বপূর্ণঃ অনেকের মনে প্রশ্ন জাগে Reference Number এবং Last Name কোথায় পাবো? আপনি যখন ইতালি ভিসার জন্য অনলাইনে আবেদন করেছিলেন তখন আপনাকে একটি Invoice দেয়া হয়েছে। উল্লেখিত রেফারেন্স নাম্বার এবং নামের লাস্ট নাম ইনভয়েস থেকেই সংগ্রহ করতে হবে।

দেখুনঃ আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম 

বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক

দেশের নাম সকল দেশের ভিসা চেক করার লিংক
ওমান ওমান ভিসা চেক অনলাইন
সৌদি সৌদি ভিসা চেক
রোমানিয়া রোমানিয়া ভিসা চেক করার নিয়ম
কাতার পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
দুবাই দুবাই ভিসা চেক
ইন্ডিয়া ইন্ডিয়ান ভিসা চেক
7 Comments
  1. […] অনলাইনে ইতালি ভিসা চেক করার নিয়ম […]

  2. […] অনলাইনে ইতালি ভিসা চেক করার নিয়ম […]

  3. […] অনলাইনে ইতালি ভিসা চেক করার নিয়ম […]

  4. […] ইতালি ভিসা চেক করার নিয়ম | Italy visa Check  […]

  5. […] অনলাইনে ইতালি ভিসা চেক করার নিয়ম […]

  6. […] ইতালি ভিসা চেক করার নিয়ম […]

  7. […] ইতালি ভিসা চেক করার নিয়ম […]

Leave A Reply

Your email address will not be published.