ভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে

2

ভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগেঃ  যারা ভারতে ভ্রমন,ডাক্তার দেখানোর জন্য অথবা যেকোনো কাজের উদ্দেশ্যে যেতে চান | কিন্তু তারা অনেকেই জানেন না ভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে | এছাড়া ভারতের বর্তমানে প্রবেশ করা যায় কিনা | কি কি কাগজ লাগে ভিসা  ফি কত ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই পোস্ট |

তাহলে চলুন ভারতীয় ভিসা পেতে কতদিন সময় লাগে বিস্তারিত জেনে আসে |

ভারতীয় ভিসা আপডেট ২০২২

বাংলাদেশ থেকে যারা ভ্রমণ বা যেকোনো কাজের উদ্দেশ্যে যেতে চান | তাদের জন্য সুখবর করোনা মহামারীর পর সব ধরনের ভিসা খুলে দেয়া হয়েছে। মোটকথা  যারা ইন্ডিয়া ঘুরতে যেতে চায় | তারা এখন কোন ঝামেলা ছাড়াই ইন্ডিয়ান টুরিস্ট ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন।

ভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে

দেশভেদে  ভিসা পেতে সময় লাগে  | তবে ভারতীয় ভিসা পেতে কমপক্ষে ১ থেকে দেড় মাস সময় লাগতে পারে  |  কোন দেশের এম্বাসিতে পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছেন | সেটার উপর অনেকটাই নির্ভর করে ভিসা পেতে কতদিন সময় লাগে।

ভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে

ইন্ডিয়ান ভিসা ফি কত টাকা

ভারতীয় ভিসা প্রসেসিং ফি হলো 800 থেকে 900 টাকা | তবে মনে রাখতে হবে প্রসেসিং ফি ইউক্যাশ অথবা ক্রেডিট কার্ড এবং ভিসা কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে হবে।

ভিসা কি ?

ভিসা হল একটি অনুমতি বা প্রবেশপত্র জেটা দিয়ে  এক দেশ থেকে অন্য দেশে যেকোনো কাজের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবেন | পাসপোর্ট বা ট্রাভেল পারমিটের কোন একটি পাতায় লিখে সিল দিয়ে বা স্টিকার লাগিয়ে ভিসা প্রদান করা হয়। এই ভিসার মাধ্যমে আপনি বিশ্বের যে কোন দেশে প্রবেশ করতে পারবেন |

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র লাগে

  • পাসপোর্টঃ একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে |এবং দুটি ব্ল্যাংক পেজ রাখতে হবে এবং পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে  ছয়  থাকতে হবে |
  • সদ্যতোলা ছবিঃ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে | অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে |
  • ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে |
  • আবেদনপত্র অবশ্যই আবেদন কারীর স্বাক্ষর থাকতে হবে |
  • এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে আপনি কিছুদিনের মধ্যেই ইন্ডিয়ান ভিসার পেতে পারেন।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন থাকে

আমরা অনেকেই জানি পূর্বে যাদের ভিসার মেয়াদ আছে তাদের পুনরায় নতুন করে আবার ভিসার জন্য আবেদন করতে হবে| এবং ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আপডেট থেকে জানা যায় বর্তমানে টুরিস্ট ভিসার মেয়াদ কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

পোস্ট নিয়ে শেষ কথা

অবশেষে আমরা আজকের এই পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম ইন্ডিয়ান ভিসা পেতে কত দিন সমায় লাগে |আসা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পেরেসি | সর্বদা সাথে থাকবেন ধনবাদ সবাইকে|

সার্বিয়া কাজের ভিসা ২০২২

2 Comments
  1. […] You also like: ভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে […]

  2. […] আরও দেখুনঃভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে […]

Leave A Reply

Your email address will not be published.