ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম | Indian visa Check

0

আপনার কাছে যদি একটি ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আপনার জানতে হবে। আজকের পোস্টে আমরা দেখেছি কিভাবে খুব সহজে নিজে নিজে Indian Visa Check Online করবেন।

বাংলাদেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার নাগরিক ইন্ডিয়া টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা , এছাড়াও আরো অনেক ধরনের ভিসা নিয়ে ইন্ডিয়া যাচ্ছে। ইন্ডিয়া প্রবেশ করার আগে আপনার ভিসাটি সঠিকভাবে প্রসেসিং অর্থাৎ অনলাইনে আসছে কিনা সেটি জানার জন্য আপনাকে ইন্ডিয়ান ভিসা চেক করতে হবে। অর্থাৎ আপনার হাতে যে পাসপোর্ট রয়েছে উক্ত পাসপোর্ট নাম্বার দিয়ে  IVACBD সাইটে ভিজিট করে ভারতীয় ভিসা চেক করতে পারবেন।

চলুন ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম | Indian Visa Check Online

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেকিং করার জন্য গুগল এগিয়ে indian visa check লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করতে হবে। এরপরে ওয়েব সাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার এবং একটি কোড ছাপ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে ইন্ডিয়ান ভিসার সকল তথ্য দেখতে পাবেন। এখন ঘরে বসে সকল দেশের ভিসা চেক করা যায়

ইন্ডিয়ান ভিসা চেক করুন অনলাইনে | Indian visa Check

ভিসা চেক করার প্রয়োজনীয়তা

আপনি যে কোন দেশে ভ্রমণ করতে চান সে ক্ষেত্রে অবশ্যই সেই দেশের ভিসা যাচাই করে নিবেন। আগে থেকে ভিসা চেক করার সবচেয়ে বড় সুবিধা হল আপনার বিষয়টি আসল কিনা সেটি জানতে পারবেন। আগে থেকে ভিসার সকল তথ্য জানা থাকলে ভবিষ্যতে অনেক প্রকার বড় বড় ঝামেলা থেকে রেহাই পাবেন। তাই যে কোন দেশে ভ্রমণ করার আগে সেই দেশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ সকল দেশের ভিসা চেক করে নেয়া উচিত।

ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য যা যা প্রয়োজন

  • পাসপোর্ট নাম্বার
  • ইন্ডিয়ান অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ
  • ওয়েব ফাইল নাম্বার/ভিসা অ্যাপ্লিকেশন স্লিপ নাম্বার

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমে ভিজিট করুন https://www.ivacbd.com/ এই লিংকে । এখানে গিয়ে‘ভিসা আবেদন ট্রাক” ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।এবং সেখান থেকে একটি ক্যাপচা পুরন করে ভিসা অ্যাপ্লিকেশন স্লিপ নাম্বার প্রদান করতে হবে।এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ইন্ডিয়ান ভিসা তথ্য দেখতে পাবেন।

আগে আমরা খুব সহজে কোন ঝামেলা ছাড়াই পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারতাম । কিন্তু বর্তমানে ওয়েবসাইট থেকে ভিসা চেক করার অপশনটি সরিয়ে দেয়ার কারণে আমরা উপরের পদ্ধতি অনুসরণ করে ভিসা চেক করতে পারব।

এছাড়াও  বাংলাদেশ এবং ইন্ডিয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় প্রতিদিনই বিভিন্ন কারণে আমরা ইন্ডিয়া যাতায়াত করে থাকি। তাই আমরা যখন ইন্ডিয়া যেতে চাই তখন আমাদের অবশ্যই ভিসার প্রয়োজন হয়।তাই ইন্ডিয়া যাওয়ার আগে অবশ্যই আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নেওয়া দরকার।

আরো দেখুনঃ দুবাই ভিসা চেক করুন অনলাইনে( সহজ নিয়মে)

ইন্ডিয়ান ভিসা চেক করার পদ্ধতি

উপরে আমরা ভিসা চেক করার পদ্ধতি কিছু আলোচনা করেছি।এ পর্যায়ে আমরা  পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত দেখব।

ভিসা চেক করার জন্য প্রথমে ভিজিট করুন এই   https://www.ivacbd.com/ লিংকে।ওয়েবসাইট ওপেন করার পরে বাম কর্নারে উপরের দিকে ভিসা আবেদন ট্রাক একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।এবং “আপনার আবেদন ট্রাকিং করার জন্য এখানে ক্লিক করুন” লেখাটিতে ক্লিক  করতে হবে।   বুঝতে সমস্যা  হলে নিচে কালো কালি দিয়ে মার্কিং করা অপশন গুলো দেখুন।

 

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম,

ক্লিক করার পরে আপনাকে নিচের মত একটি পেইজে নিয়ে যাবে ।এখানে আপনি “Regular Visa Application” উপর ক্লিক করুন| কিছু সময় অপেক্ষা করলে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম,

এখানে আপনি নিচের মত একটি পেইজ দেখতে পাবেন।এরপর প্রথম ঘরে আপনার উপরে দেয়া ক্যাপচা কোড টি প্রথম ঘরে বসাতে হবে।দ্বিতীয় ঘরে আপনার “Web File Number” বসাতে হবে|এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

ইন্ডিয়ান ভিসা চেক করুন অনলাইনে | Indian visa Check

কিছু সময় অপেক্ষা করলে আপনার ইন্ডিয়ান ভিসার সকল তথ্য দেখতে পাবেন।

ওয়েব ফাইল নাম্বার কি?

আপনি যখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেটি ফাইল আকারে ivac অফিসে সাবমিট করে ছিলেন। আপনাকে একটি ভিসা অ্যাপ্লিকেশন সিলিপ দেয়া হয়েছিল । এবং সেখান থেকে আপনাকে  একটি ট্রাকিং নাম্বার দেয়া  হয়েছে  যাকে বলা হয় ওয়েব ফাইল নাম্বার।

ভিসা চেক নিয়ে শেষ কথা

প্রিয় ভিজিটর আশা করি আজকের সম্পূর্ণ পোস্ট পড়ার পরে এখন নিজেই নিজের ভিসা চেক করতে পারবেন। থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.