ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম

2

অনেকে ভারতীয় ভিসা আবেদন কিভাবে করতে হয় জানতে চেয়েছেন|তাদের জন্য আজকের পোস্ট|

বর্তমানে সারা বিশ্ব থেকে ভারতে ডাক্তার দেখানো এবং ভ্রমন  উদ্দেশ্যে হাজার হাজার লোক এসে থাকেন ভারতে|

এ বিষয়টি বিবেচনা করে অনলাইনে ভারতের ভিসা আবেদন প্রক্রিয়া চালু করেছে দেশের সরকার।

 

এছাড়া যারা বিভিন্ন কাজের জন্য ভারত যেতে চান তাদের অবশ্যই ভিসা আবেদন সম্পর্কে জানা দরকার।

তাই কিভাবে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হয় এবং আবেদন প্রক্রিয়া, আবেদন করতে যেসব

কাগজপত্র লাগবে,ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

তাহলে চলুন ভারতের ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

আরও দেখুনঃভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে

ভারতীয় ভিসা আবেদন

ভারতীয়  ভিসা আবেদন করার জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে Indian Visa Application

সার্চ দিলেই সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে| অথবা https://indianvisa-bangladesh.nic.in/ এখান থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করে যাবতীয় ইনফরমেশন দিয়ে ভারতীয় ভিসা আবেদন করতে পারবেন।

এছাড়া ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে |

আপনি পাসপোর্টের যেসব তথ্য ব্যবহার করেছেন সেই তথ্যগুলোই ভিসা আবেদনের সময় ব্যবহার করতে হবে।

যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনার ভিসা আবেদন সম্পন্ন হবে না ।তাই অবশ্যই সতর্কতার সহিত

তথ্যগুলো পূরণ করা উচিত।

ভিসা আবেদন ফরম পূরণ

আবেদন ফরম পূরণ করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে |পাসপোর্ট অনুযায়ী সব তথ্য গুলো দিয়ে

ফরম পূরণ করতে হবে। আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করতে চান সেই অনুযায়ী ভিসার ফরম হয়ে থাকে। প্রত্যেকটি ভিসার জন্য আলাদা আলাদা কিছু ইনফরমেশন দিতে হয়।

তাই আপনি যে ভিসার জন্য আবেদন করবেন সেই ভিসার জন্য সঠিক তথ্য নিয়ে যেকোন একটি কম্পিউটার দোকানে

বা ইন্ডিয়ান বাংলাদেশ কর্তৃক যেসব ভিসা প্রসেসিং কেন্দ্র আছে সেখানে গিয়ে বেশি আবেদন ফরম পূরণ করতে পারেন।

 

ভারতীয়  ভিসা আবেদন করতে কি কি  কাগজপত্র লাগবে

 

প্রতিটি দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন পড়ে। সেরকমই ভারতীয় ভিসা আবেদনের

ক্ষেত্রে যেসব কাগজপত্র প্রয়োজন তার নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

 

১) পাসপোর্টঃ অবশ্যই একটি ভ্যালিড/সচল পাসপোর্ট লাগবে |পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের

বেশি থাকতে হবে।এবংপাসপোর্ট এ অবশ্যই দুটি ব্ল্যাংক পেজ রাখতে হবে।

 

)সদ্যতোলা ছবিঃ ভিসা আবেদনের সময় দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে।

এবং পাসপোর্ট এর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।

 

৩)পুরনো কোন পাসপোর্ট থাকলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে| (যদি থাকে)

 

)বসবাসের প্রমাণপত্রঃ আপনি কোন এলাকায় বসবাস করেন সেটির প্রমাণপত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

 

)কোয়ালিফিকেশনে প্রমাণপত্রঃ ধরেন আপনি একজন চাকরিজীবী অথবা স্টুডেন্ট অথবা ব্যবসায়ী যেকোনোটাই হতে পারেন| সে ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনে প্রমাণপত্র ভিসা আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

 

)ছবি স্ক্যানঃ অনলাইনে আবেদনের সময় নির্ধারিত স্থানে ছবি আইসক্রিম করে আপলোড দিতে হবে

 

)সাক্ষাৎকারঃ আবেদন করার পরে সাক্ষাৎকারের সময় অবশ্যই পুরনো পাসপোর্ট জমা দিতে হবে

তা না হলে আবেদনপত্র অসম্পূর্ণ বলা হবে|( যদি থাকে)

 

ভারতীয় ভিসা ফি

বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে কোন ফি প্রয়োজন নেই।

ইন্ডিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশের যে কোন নাগরিকের জন্য

কোন ভিসা ফি প্রয়োজন নেই। তবে ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে ৮০০ টাকা করে ফি জমা দিতে হবে।

 

ভিসা প্রসেসিং ফি জমা দেয়ার নিয়ম

ভিসা প্রসেসিং ফি আমাদের জন্য ইউ ক্যাশ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড , ইত্যাদি পেমেন্ট মেথড এর মাধ্যমে আমরা ভিসা প্রসেসিং ফি জমা দিতে পারি।

বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন তাদের কোন প্রকার ভিসা ফি জমা দিতে হবে না।

এবং যারা ভিসা প্রসেসিং করবেন যে কোন ভিসার জন্য ৮০০ টাকা করে জমা দিতে হবে।

 

2 Comments
  1. […] ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম […]

  2. […] ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম […]

Leave A Reply

Your email address will not be published.