ভারতীয় মেডিকেল ভিসা পেতে কি কি লাগে
চিকিৎসার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, এসব দেশ ছাড়াও বহির্বিশ্বের দেশগুলোর কাছে ভারতীয় মেডিকেল ভিসা অনেক প্রসিদ্ধ।
ইন্ডিয়ান এশিয়ান Sub-continent এর মধ্যে চিকিৎসার জন্য বলা যায় একটি উল্লেখযোগ্য স্থান।
ইন্ডিয়াতে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে চিকিৎসার জন্য অনেক লোক এসে থাকেন। চিকিৎসার জন্য ইন্ডিয়া বিখ্যাত হওয়ার কারণে বাংলাদেশ থেকে প্রচুর রোগী চিকিৎসা নেয়ার জন্য ভারতে যাচ্ছেন।
এছাড়া আরো অনেকে আছেন যারা উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে চান|কিন্তু মেডিকেল ভিসার জন্য কি সব তথ্য লাগে অনেকে জানে না | তাদের জন্য ভারতীয় মেডিকেল ভিসা পেতে কি কি লাগে এই পোস্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো |
দেখতে পারেনঃ ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং
যেকোনো দেশের ভিসা পাওয়ার জন্য অবশ্যই সেই দেশের ভিসা প্রসেসিং করা খুবই জরুরী।
তাই ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং কিভাবে করতে হয় বা যেসব ডকুমেন্ট লাগে নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।
- পাসপোর্টঃএকটি অরিজিনাল/Valid পাসপোর্ট লাগবে |পাসপোর্ট এর মেয়াদ ৬ মাসের বেশি থাকতে হবে|
- সদ্য তোলা ছবিঃ পাসপোর্ট সাইজের ২ কপি ছবি লাগবে |এবং অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা কালার হতে হবে |
- জাতীয় পরিচয় পত্রঃ বড়দের ক্ষেত্রে অবশ্যই তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান করতে হবে |
- এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন ফটোকপি জমা দিতে হবে |
- COVID -19: ভিসা প্রসেসিং এর জন্য কোভিড 19 এর ভ্যাকসিন গ্রহণের সনদপত্র জমা দিতে হবে।
- ব্যাংক স্টেটমেন্টঃ আপনার ব্যাংক স্টেটমেন্টের লাস্ট ৬ মাসের স্টেটমেন্ট ভিসা প্রসেসিং এর জন্য জমা দিতে হবে।
- ব্যাংক সলভেন্সিঃ ব্যাংক থেকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহ করে পাসপোর্ট এর সাথে জমা দিতে হবে |
- চাকরিজীবীর ক্ষেত্রেঃ একজন চাকরিজীবীর ক্ষেত্রে NOC জমা দিতে হবে |
- ব্যবসায়ের ক্ষেত্রেঃ ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স এর নবায়ন কৃত কপি জমা দিতে হবে|
- চাকরিজীবী বা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ভিজিটিং কার্ড দেখাতে হবে।
- আপনি যদি আগে ইন্ডিয়া গিয়ে থাকেন তাহলে তার কফি জমা দিতে হবে যদি থাকে|
- ইউটিলিটি বিল এর কাগজঃ যেমন গ্যাস, পান্ টেলিফন, অথবা বিদ্যুৎ বিলের যেকোনো একটি কপি ভিসা প্রসেসিংয়ের জন্য জমা দিতে হবে |
মেডিকেল ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে
ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হলে যেসব ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে নীচে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো |
- ইনভাইটেশন লেটারঃ আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে চান সেখান থেকে যে ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে সেটি জমা দিতে হবে।
- এপয়েন্টমেন্ট লেটারঃ ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট লেটার জমা দিতে হবে . যেমন আপনি কোন ডাক্তারের কে দেখাতে চান তার এপয়েন্টমেন্ট লেটার ভিসা আবেদন করার সময় জমা দিতে হবে।
- মেডিকেল পেপার্সঃ বাংলাদেশে বসে যেসব ডাক্তার দেখিয়েছেন বা যেসব টেস্ট করিয়েছেন তার প্রেসক্রিপশন ও মেডিকেল টেস্টের কপি জমা দিতে হবে |
- মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে
অন্যান্য ভিসার তুলনায় ভারতীয় মেডিকেল ভিসা পেতে কম সময় লাগে । ভারতীয় মেডিকেল ভিসা পেতে ৩থেকে ৫ দিন সময় লাগবে । কিন্তু অনেক সময় এর কম বেশিও লাগতে পারে।
গুরুত্বপূর্ণ: ভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে
ভিসা প্রসেসিং ফি কিভাবে জমা দিতে হয়
ভারতীয় অন্যান্য ভিসার মতো মেডিকেল ভিসা প্রসেসিং ফি ৮০০ টাকা দিতে হয়। ভিসা প্রসেসিং ফি ব্যাংক একাউন্, ডেবিট কার্ড, বা ক্রেডিট কার্ড, ইউ কার্ড ও বিকাশের মাধ্যমে সহজেই দেয়া যায়।