নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
অনেকেই নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই পোস্ট সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ।
বাংলাদেশ সরকারের ডাক বিভাগের আওতায় একটা ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ২০১৮ সালের নভেম্বর মাস থেকে নগদের যাত্রা শুরু হয়। লেনদেন থেকে শুরু করে প্রায় সব ধরনের লেনদেন করতে পারি নগদ এর মাধ্যমে। নগদ একাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল গ্যাস বিল সহ প্রায় সব ধরনের বিল পরিশোধ করা যায়।এছাড়া যারা নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় বিস্তারিত জানতে চান আশা করি তারা সম্পন্ন পোস্ট মনোযোগ সহকারে পড়বেন |
You may also like: How To Create Pioneer Account
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
নগদ একাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ডাউনলোড করতে হবে । ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর ধাপে ধাপে মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্রের নাম্বার পাসওয়ার্ড সেট করে সহজেই নগদ একাউন্ট তৈরি করতে পারেন |
নগদ একাউন্ট খোলার নিয়ম
অনেকে আছেন যারা নগদ একাউন্ট খুলতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন বা অ্যাকাউন্ট খুলতে পারেন না | তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলের মাধ্যমে কিভাবে নগদ একাউন্ট খোলা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে নগদ একাউন্টটি ইন্সটল করে ওপেন করতে হবে।
- ওপেন করার পরে এখান থেকে রেজিস্টার করুন অপশনে ক্লিক করুন |
- ক্লিক করার পরে এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করুন।
- এরপরে মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে এবং পরবর্তী ধাপে ক্লিক করুন।
- এখান থেকে রেগুলার অথবা ইসলামিক যেকোনো একটি টাইপ সিলেক্ট করে পরবর্তী ধাপে ক্লিক করুন।
- এখানে প্রথমে জাতীয় পরিচয় পত্রের সামনের অংশের ক্যামেরার সাহায্য স্ক্যান করুন | এবং একেই পদ্ধতিতে পিছনের অংশ ক্যামেরার সাহায্যে স্থান করুন এবং “পরবর্তী ধাপে” ক্লিক করুন |
- কিছু সময় অপেক্ষা করলে স্ক্যান করার পরে আপনার সামনে এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন তথ্য চলে আসবে | এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করুন |
- তারপরে পরবর্তী ধাপে Gender এবং লেনদেনের উদ্দেশ্য এবং পেশা এবং পরবর্তী ধাপে ক্লিক করুন |
- পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে ছবি করার সময় কয়েকবার চোখের পলক দিবেন এবং মুখমণ্ডলরা যাতে ক্যামেরার মধ্যে আসে সেভাবে ধরবেন।
- পরবর্তী অন্যান্য ডকুমেন্টস দেয়ার কথা বলবে আপনার যদি এসব ডকুমেন্টস থাকে তাহলে দেবেন অথবা স্কিপ করুন বাটনে ক্লিক করুন |
- এখানে উপরের টার্মাস এন্ড কন্ডিশন গুলো পড়ে আমি নগদের শর্তগুলোর সাথে একমত বাটনে ক্লিক করুন | এবং নিচে আপনার স্বাক্ষর প্রদান করুন|
- এখন এখানে আপনার যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে পরবর্তী বাটনে ক্লিক করার পর সব information গুলো আপনার সামনে চলে আসবে এবং পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে |
বাটন মোবাইলের নগদ একাউন্ট খোলার নিয়ম
অনেকেরই মনে প্রশ্ন জাগে নগদ অ্যাপস ছাড়া কি নগদ একাউন্ট খোলা যায় | হ্যাঁ অবশ্যই | সফটওয়্যার বা Apps ছাড়া নগদ একাউন্ট বাটন মোবাইলের মাধ্যমে খোলা খুবই সহজ। আজকে আমরা দেখব কিভাবে বাটন মোবাইলের মাধ্যমে নগদ একাউন্ট খোলা যায় |
- প্রথমে আপনাকে মোবাইল থেকে *১৬৭# ডায়াল করতে হবে।
- এবং দ্বিতীয় ধাপে এখানে যে শর্তাবলী গুলো আছে ভালো করে পড়ে সম্মতি জানাতে হবে।
- সচল একটি মোবাইল নাম্বার এবং মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে |
- এই ধাপে ৪ সংখ্যার একটি পিন নাম্বার সেট করতে হবে |
- এবং আরো একবার পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি কনফার্ম করে নিতে হবে।
- এখান থেকে টাইপ সিলেক্ট করুন আপনি যদি মনোফা নিতে ইচ্ছুক হন তাহলে 1 চাপুন | আর যদি না নিতে চান তাহলে 2 চাপতে হবে।
- এবং সবশেষে একটি কনফারমেশন মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া নগদ একাউন্ট খোলা হয়েছে কিনা |
নগদ একাউন্টস দেখার উপায়
আপনার যদি একটি নগদ একাউন্ট থেকে থাকে তাহলে নগদ একাউন্ট দেখার নিয়ম কি এখান থেকে জেনে নিতে পারেন।নগদ একাউন্ট দেখা একেবারেই একটি সহজ প্রক্রিয়া।
- প্রথমত *১৬৭#ডায়াল করতে হবে
- এরপরে Answer ঘরে ৭ লিখে সেন্ট করে
- এবং এখানে এক লিখে সেন্ড করে Balance inquiry অপশনে প্রবেশ করুন
- এখানে আপনার নগদ 4 সংখ্যার পিন নাম্বারটি দিয়ে সেন্ড করলেই আপনার ব্যালেন্স দেখতে পাবেন।
নগদ অ্যাপস এর মাধ্যমে ব্যালেন্স দেখার নিয়ম
নগদ অ্যাপস দিয়ে ব্যালেন্স চেক করার জন্য নিচের প্রক্রিয়া দেখুন|
- প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে অবশ্যই নগদ অ্যাপসটি ইন্সটল করতে হবে এবং অ্যাপসটি ওপেন করতে হবে।
- ওপেন করার পরে চার সংখ্যার সঠিক পিন নাম্বারটি দিয়ে লগইন করতে হবে |
- এখন এখানে উপরে ক্লিক করলেই নগদ ব্যালেন্স দেখতে পাবেন।
নগদ একাউন্ট দেখার কোড
বাংলাদেশের যেসব মোবাইল ব্যাংকিং রয়েছে তার মধ্যে নগর একটি। যারা নগদ একাউন্ট ব্যবহার করেন অনেক সময় তাদের নগদ একাউন্ট দেখার জন্য যে কোড ডায়াল করতে হয় সেটি মনে থাকে না। তারা চাইলে এখান থেকে নগদ একাউন্ট দেখার কোড জেনে নিতে পারেন |
নগদ একাউন্ট দেখার অফিসিয়াল কোট *১৬৭#।