পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম কি? জানতে হলে আজকের সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়তে হবে।
আপনার কাছে যদি একটি পুরাতন পাসপোর্ট থাকে অথবা নতুন পাসপোর্ট আবেদন করার পরে পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। উক্ত পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
ই পাসপোর্ট চেক করতে হলে অনলাইন রেজিস্ট্রেশন আইডি(OID) অথবা অ্যাপ্লিকেশন আইডি লাগবে। তাহলে চলুন পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
পাসপোর্ট চেক করতে যা প্রয়োজন
অনলাইনে ই পাসপোর্ট চেকিং করার জন্য যা প্রয়োজন হবে নিচে উল্লেখ করা হলোঃ
- ইন্টারনেট সংযোগ আছে এরকম একটি মোবাইল অথবা কম্পিউটার/ল্যাপটপ লাগবে।
- Online Registration ID /Application ID
- সঠিক জন্ম তারিখ(পাসপোর্ট করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটি লাগবে)।
পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইনে ই পাসপোর্ট চেক করার জন্য ভিজিট করুন https://www.epassport.gov.bd/ এই ওয়েবসাইটে। এরপরে মেনু থেকে Check Status অপশনে ক্লিক করে যথাক্রমে Online Registration ID অথবা Application ID এবং জন্ম তারিখ প্রদান করুন। এরপরে I am Human লেখা অপশনটিতে টিক মার্ক দিয়ে “Check” বাটনে ক্লিক করে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন।
নিচের লেখা থেকে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন।
- ই-পাসপোর্ট চেক করার জন্য এই লিঙ্কে প্রবেশ করুন।
- এরপরে প্রথমে Online Registration ID অথবা Application ID প্রদান করতে হবে।
- দ্বিতীয় পর্যায়ে জন্ম তারিখ প্রদান করুন।(উল্লেখ্য যে নতুন পাসপোর্ট আবেদন করার সময় যেই জন্ম তারিখ দিয়েছিলেন সেটি এখানে প্রদান করতে হবে)।
- I am Human টিক দিয়ে ক্যাপচা পূরণ করতে হবে।
- এবং সর্বশেষে “Check” বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করলেই পাসপোর্ট স্ট্যাটাস অর্থাৎপাসপোর্ট এর সকল তথ্য দেখতে পাবেন।
MRP পাসপোর্ট চেক করার নিয়ম
MRP পাসপোর্ট চেক করার জন্য ভিজিট করুনhttps://www.epassport.gov.bd ওয়েবসাইটে। এরপরে মেনুবার থেকে Application Status এ ক্লিক করুন। এই পর্যায়ে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে একটি Enrolment Number এবং পাসপোর্ট আবেদন অনুযায়ী জন্ম তারিখ দিন। শেষ পর্যায়ে এমআরপি চেক করার জন্য একটি ক্যাপচা পূরণ করে স্যার বাটনে ক্লিক করুন।
আরো ভালোভাবে বোঝার ক্ষেত্রে নিচে দেয়া নিয়মগুলো ফলো করুন।
- MRP Passport চেক করার জন্য এই লিংকে ক্লিক করুন।
- ক্লিক করার পরে নিচের মত করে একটি পেজ ওপেন হবে। এখানে আপনার কাছে থাকা Enrolment Number প্রদান করুন।
- দ্বিতীয় ঘরে পাসপোর্ট করার সময় যেই জন্ম তারিখ প্রদান করেছিলেন সেটি এখানে দিন।
- এই পর্যায়ে একটি ক্যাপচা পূরণ করুন।
- সবশেষে “Search” বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন আপনার এমআরপি পাসপোর্ট এর সকল তথ্য দেখতে পাবেন
[…] পাসপোর্ট চেক করার নিয়ম […]