দুবাই ভিসা চেক করুন অনলাইনে( সহজ নিয়মে)
জানুন পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজেই নিজের ভেসে চেক করতে পারবেন কারো সহায়তা ছাড়াই।
এছাড়া যে কোন দেশে ভ্রমণ করার আগে অনলাইনে ভিসা চেক করা উচিত। এছাড়া ভিসা চেক করার মাধ্যমে আপনি ভিসার ধরন ভিসা ক্যাটাগরী বেতন ও ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আজকের পোস্টে দুবাই ভিসা চেকিং করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
দুবাই ভিসা চেক
দুবাই ভিসা চেকিং এর জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে ব্রাউজার গীয়ে Dubai visa check লিখে সার্চ করতে হবে। প্রথম যে ওয়েবসাইট আসবে উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে মেনু থেকে File Validity অপশনে ক্লিক করুন। এখন passport number, passport expire date, nationality সিলেক্ট করে সার্চ করলে ভিসার সফল তথ্য জানতে পারবেন। বিভিন্ন দেশের ভিসা চেক করার জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক এই পোস্টটি দেখুন
দুবাই ভিসা চেক করতে যা দরকার
দুবাই ভিসা চেক করার জন্য যা প্রয়োজন
- মোবাইল অথবা কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
- Passport number
- Passport expire date
- Nationality জাতীয়তা যাচাই করুন
- এবং ক্যাপচা পূরণ করতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে ভিজিট করুন https://smartservices.icp.gov.ae/ এই লিংকে। এরপরে মেনু থেকে File validity অপশনে ক্লিক করুন। তারপরে passport number, passport expiry date, nationality বাছাই করে সার্চ বাটনে ক্লিক করুন। ব্যস আপনার ভিসা চেক হয়ে যাবে।
Dubai visa check করার ধাপসমূহ
দুবাই ভিসা চেকিংয়ের পদ্ধতি তুলে ধরা হলো।
- ভিসা চেকিং এর জন্য ভিজিট করুন https://smartservices.icp.gov.ae/ এই লিংকে। নিচের মতো একটি পেজ আসবে
- এখান থেকে Public service অপশন এ ক্লিক করুন। এরপরে নিচ থেকে File validity অপশনে ক্লিক করলে নিজের মতো আরও একটি পেজ ওপেন হবে।
- এই পর্যায়ে Search by থেকে Passport information বাছাই করুন এবং টাইপ অপশন থেকে ভিসা সিলেক্ট করুন এরপরে নিচের মত আরও একটি পেজ আসবে।
- সবশেষে passport number, passport expire date, ও nationality সিলেক্ট করুন। এবং ক্যাপচা পূরণের জন্য I am not a robot টিক দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন সাথে সাথেই ভিসার বর্তমান অবস্থা দেখতে পাবেন।
ভিসা চেক করার সুবিধা
ভবিষ্যতে যাতে কোন ঝামেলায় পড়তে না হয় তাই পূর্বেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নেয়া উচিত। এবং কোন দেশে ভ্রমণের আগে ভিসা চেকিং করলে আপনার ভেসে আসল অথবা নকল কিনা জানতে পারবেন।
বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম
আপনি যে এই দেশের ভিসা চেক করতে চান ব্রাউজারে গিয়ে সেই দেশের নাম এবং সাথে Visa Check লিখে সার্চ করলে প্রথমে যেই সাইট আসবে সেখানে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সকল দেশের ভিসা চেক করতে পারবেন।
[…] দেখুনঃ দুবাই ভিসা চেক […]
[…] দেখুনঃ দুবাই ভিসা চেক […]
[…] দুবাই ভিসা চেক […]
[…] দুবাই ভিসা চেক করুন অনলাইনে( সহজ নিয়ম… […]
[…] দেখুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক […]
[…] দুবাই ভিসা চেক […]
[…] দুবাই ভিসা চেক করুন অনলাইনে […]