পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করুন | Dubai visa check online

5

আপনি কি পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে চান?এবং আপনার ভিসা কোন অবস্থায় আছে জানতে হলে আজকের পোষ্ট  সম্পূর্ণ পড়তে হবে|যে কোন দেশে যাওয়ার আগে অবশ্যই আপনার  ভিসা তথ্য যাচাই করা উচিত| এছাড়া ভিসা চেক করার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার ভিসার বর্তমান অবস্থা |

এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য ভিসা খুবই জরুরী। পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার পদ্ধতি এই লেখাটিতে দেখানো হয়েছে। যারা দুবাই যাবার কথা ভাবছেন তারা অবশ্যই দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার আগে ভিসা চেক করে নিবেন।

অনলাইনে ভিসা চেক করার পদ্ধতি

প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে আমরা ঘরে বসে যে কোন দেশের ভিসা চেক করে নিতে পারব। মধ্যপ্রাচ্যের মধ্যবর্তী একটি দেশ হল দুবাই। বাংলাদেশের সাথে দুবাইয়ের ভালো কূটনৈতিক সম্পর্ক থাকার ফলে প্রতিবছর অনেক লোক জীবিকা নির্বাহের জন্য এবং দুবাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দুবাই ভ্রমণ করে।

বাংলাদেশের অনেক কুচক্রী দালাল আছে যারা সঠিক ভিসা দেওয়ার কথা বলে টাকা নিয়ে পরবর্তীতে ফেক ভিসা ধরিয়ে দেয়। ফেক ভিসা নিয়ে কোনভাবেই দুবাই ভ্রমণ করা সম্ভব নয়, ভিসা চেকিং এর সময় ওরজিনাল কিংবা ফেক ধরা পড়ে যা আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে।

তাই যারা দুবাই  ভ্রমণ করার চাচ্ছেন তারা অবশ্যই দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার আগে আপনাদের ভিসা চেক করে নিবেন। ঘরে বসে কিভাবে দুবাইয়ের ভিসা চেক করবেন সে সম্পর্কে নিচে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। নিচে দেখানো পদ্ধতি ফলো করে দুবাই’য়ের ভিসা চেক করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার জন্য এখানে ক্লিক করে ভিসা চেক এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপরে মেনু থেকে “Public Services” সিলেক্ট করে “File Validity” উপরে ক্লিক করুন। এরপরে যথাক্রমে ইনফরমেশন গুলো দিয়ে “Search” বাটনে ক্লিক করলে আপনাদের ভিসার তথ্য চলে আসবে।

এই পদ্ধতিতে আপনারা খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করে নিতে পারবেন। উপরে ভেসে থেকে সংক্ষিপ্ত পদ্ধতি দেখানো হয়েছে এ সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে। নিচের লেখাগুলো দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে পাসপোর্ট
নাম্বার দিয়ে ভিসা চেক করবেন।

অনলাইনে দুবাইয়ের ভিসা চেক করুন

ভিসা চেক করার জন্য প্রথমে https://smartservices.icp.gov.ae/ এই ওয়েবসাইটে ভিজিট করুন। অনলাইনে দুবাইয়ের ভিসা চেক করার জন্য শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এর প্রয়োজন হবে। বিষয়টা শুনতে একটু হাস্যকর মনে হলেও আপনারা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাইয়ের ভিসা চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করুন | Dubai visa check online

প্রথম ধাপঃ ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সর্বপ্রথম মেনুবার থেকে “Public Services” মেনুতে ক্লিক করুন। এরপরে নিচে “File Validity” নামক একটি বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ উক্ত বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে নিচের ছবির মত একটা  পেজ  ওপেন হবে এখানে পাসপোর্ট এর সকল ইনফরমেশন প্রদান করতে হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করুন | Dubai visa check online

  • এই ওয়েব পেইজে প্রবেশ এরপরে সর্বপ্রথম “Search By” থেকে Passport Information সিলেক্ট করুন।
  • এরপরে “Select the Type” অপশন থেকে Visa সিলেক্ট করে দিন।
  • একটু নিচে স্ক্রল করলে কিছু ফাঁকা ঘর দেখতে পাবেন এখান থেকে সর্বপ্রথম Passport No এরপরে Passport Expire Date ও Nationality যথাক্রমে বসিয়ে দিন।
  • এখান থেকে প্রথম ঘরে আপনাদের পাসপোর্ট এর নাম্বার বসিয়ে দিবেন এবং দ্বিতীয়বার এ পাসপোর্ট এর মেয়াদ তথা Passport Expire Date বসিয়ে দিবেন।
  • এরপরে আপনার Nationality, আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হোন তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন।
  • নিচে একটি ভেরিফিকেশন ক্যাপচা দেখতে পাবেন। I’m Not a Robot থেকে ভেরিফিকেশন কনফার্ম করে Search বাটনে ক্লিক করুন।

সকল ইনফরমেশন ঠিক থাকলে নিচে  আপনাদের দুবাই ভিসার সকল তথ্য দেখতে পাবেন।  ভিসার নাম্বার এবং ভিসার মেয়াদ কত দিন আছে ইত্যাদি সকল তথ্য দেখতে পাবেন। যদি আপনাদের ভিসা ফেক হয়ে থাকে তাহলে এ জাতীয় কোনো তথ্য দেখাবে না।

উপরে দেখানো পদ্ধতি অনুসরন করে খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে পারবেন। যারা দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা ভ্রমণের আগে অবশ্যই এই পদ্ধতি ফলো করে আপনাদের ভিসা চেক করে নিবেন।

ভিসা চেক করার প্রয়োজনীয়তা

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা ভিসা কিভাবে চেক করব? বর্তমানে দালাল চক্রের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে যারা দুবাই পাঠানোর কথা বলে আপনার কাছ থেকে টাকা নিবে এবং আপনাকে একটি ফেক ভিসা ধরিয়ে দিবে, এই ফেক ভিসা দিয়ে আপনারা কোনোভাবেই দুবাই প্রবেশ করতে পারবেন না।

তাই আপনারা যদি ভিসা হাতে পাওয়ার সাথে সাথে অনলাইন থেকে আপনাদের ভিসা চেক করে দেন তাহলে এ জাতীয় সকল প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন।  এছাড়াও আপনার ভিসার মেয়াদ আছে কতদিন তা যদি সঠিক জানা না থাকে তাহলে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে ভিসার মেয়াদ চেক করে নিতে পারবেন।

দুবাই ভিসা চেক অনলাইন | Dubai visa check online

অনলাইনে ভিসা চেক করা হলো সবথেকে নিরাপদ। অনলাইনে কিভাবে দুবাইয়ের ভিসা চেক করবেন সে সম্পর্কে উপরে আমরা আলোচনা করেছি তবুও আপনাদের সুবিধার্থে পুনরায় একবার পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার পদ্ধতির সারাংশ উপস্থাপন করা হলো।

ভিসা চেক করার সবথেকে সহজ উপায় হল পাসপোর্ট নাম্বার।  আপনার যদি পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট জানা থাকে তাহলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনারা দুবাইয়ের ভিসা চেক করে নিতে পারবেন।

https://smartservices.icp.gov.ae/ ভিসা চেক করার এই ওয়েবসাইটে প্রবেশ করে উপরে দেখানো পদ্ধতি ফলো করে খুব সহজেই আপনার দুবাইয়ের ভিসা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন। ভিসার মেয়াদ কতদিন আছে এ সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিসা চেক করা প্রয়োজন।

প্রিয় পাঠকবৃন্দ আশা করছি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করবেন সে সম্পর্কে আপনারা জানতে পেয়েছেন। ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত যদি কোন তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.