ই পাসপোর্ট করতে কি কি লাগে জেনে নিন
ভাবছেন একটি পাসপোর্ট করবেন? তাহলে ই পাসপোর্ট করতে কি কি লাগে সেটি জানতে হবে। এখন কোন ধরনের ঝামেলা ছাড়াই অনলাইনে ই পাসপোর্ট এর আবেদন করতে পারবেন।
এছাড়া অনলাইন অথবা অফলাইনে ই পাসপোর্ট এর আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে জানতে হলে আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে।
এখন ঘরে বসেই নিজেই নিজের পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন কারো সহায়তা ছাড়াই। একা একা কিভাবে অনলাইনে এই পাসপোর্ট এর জন্য আবেদন করবেন জানতে হলে আজকের আর্টিকেলটি পড়ুন।
ই পাসপোর্ট করতে কি কি লাগে
নতুন করে ই পাসপোর্ট করতে আপনাকে বেশ কিছু কাগজপত্র পাসপোর্ট অফিসে প্রদান করতে হবে। ই পাসপোর্ট করতে কি কি লাগেঃযেমন
- Application summery(অনলাইনে আবেদনের ক্ষেত্রে)।
- রেজিস্ট্রেশন ফরম
- পাসপোর্ট A Challanজমা দিতে হবে।
- NID card এর ফটোকপি(ব্যক্তির বয়স ২০ বছরের বেশি হলে)।
- এবং পরিচয়পত্রের মূল কপি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে।
- জন্ম নিবন্ধন সনদ(18 বছরের কম বয়সীদের ক্ষেত্রে)
- মা-বাবার ছবি।
- মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- অনাপত্তিপত্র-NOC জমা দিতে হবে(সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে)।
- এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ অবসরের প্রমাণপত্র হিসেবে পেনশন দলিল জমা দিতে হবে।
- ক্ষেত্রবিশেষে অনেক সময় বিবাহ/কাবিননামা/এবং দেশের ক্ষেত্রে তালাকনামা জমা দিতে হয়।
এছাড়াও ক্ষেত্রবিশেষে আরো বেশকিছু কাগজপত্র প্রয়োজন হতে পারে।
- পূর্বের পাসপোর্ট এবং বর্তমানের অরিজিনাল পাসপোর্ট এর ফটোকপি(যদি লাগে)।
- নাগরিক সনদপত্র(যেমন চেয়ারম্যানের সার্টিফিকেট)।
- ঠিকানা প্রমাণের ক্ষেত্রে ইউটিলিটি বিলের কাগজ, গ্যাস, , পানি বিদ্যুৎ ইত্যাদি)।
- পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করলে তার কপি প্রয়োজন হবে।
ই পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী
ই পাসপোর্ট আবেদনের ফরম কিভাবে পূরণ করবেন তার একটি নমুনা চিত্র নিচে তুলে ধরা হলো।তথ্য সুত্র
পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে
ভুলবশত কোন কারনে যদি আপনার পাসপোর্টে ভুল ধরা পড়ে সেক্ষেত্রে যেসব কাগজপত্র প্রয়োজন হবে। যেমন
- ব্যক্তির জাতীয় পরিচয় পত্র(বয়স২০ বছরের উপরে হলে)।
- ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ(ব্যক্তির বয়স ২০ বছরের নিচে হলে)।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (প্রয়োজন হলে)
- ভুল সংশোধনের জন্য লিখিত আবেদন পত্র জমা দিতে হবে।
- অঙ্গীকারনামা প্রদান করতে হবে
- পুরাতন পাসপোর্ট এর ফটোকপি।
পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়
পাসপোর্ট হারিয়ে গেলে/ চুরি হয়ে গেলে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ থানায় জিডি করতে হবে। এছাড়া নতুন পাসপোর্ট হারিয়ে গেলে সেক্ষেত্রে পুরাতন পাসপোর্ট এর ফটোকপি এবং থানায় জিডি করা কপি সহ পাসপোর্ট অফিসে আবেদন দাখিল করতে হবে।
[…] ই পাসপোর্ট করতে কি কি লাগে […]
[…] ই পাসপোর্ট করতে কি কি লাগে জানতে পারবেন এই আর্টিকেল থেকে।এখন […]
[…] ই পাসপোর্ট করতে কি কি লাগে জেনে নিন […]