বাহারাইন ভিসা চেক করার নিয়ম| Bahrain Visa Check

2

বাহারাইন ভিসা চেক করার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। এছাড়া আরো অনেকে প্রশ্ন করেছেন বাহারান ভিসা চেক করার উপায় কি, বাহারাইন ওয়ার্ক পারমিট চেক কিভাবে করব।

আজকের আর্টিকেলে আমরা বাহারাইন ভিসা চেকিং করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ।এছাড়া আপনি কি বাহারাইন ভ্রমণ করতে চান? তাহলে অবশ্যই অনলাইনে Bahrain Visa Check চেক করে নিন। এছাড়া ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসা আসল অথবা নকল কিনা সেটি জানতে পারবেন।

ভিসা চেক করার মাধ্যমে ভিসার ধরন, ভিসা কোম্পানি, এবং কত টাকা বেতন ইত্যাদি জানতে পারবেন।

বাহারাইন ভিসা চেক করতে যা দরকার

বাহারাইন ওয়ার্ক পারমিট ভিসার তথ্য জানার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে।

  1. পাসপোর্ট নাম্বার
  2.  Nationality অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেটি যাচাই করতে হবে।
  3. পাসপোর্টে দেয়া জন্ম তারিখ অনুযায়ী জন্ম তারিখ প্রদান করতে হবে।
  4. এবং সবশেষে এপ্লিকেশন রেফারেন্স নাম্বার প্রদান করতে হবে।

বাহারাইন ভিসা চেক

বাহারাইন ভিসা চেকিং করার জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারে গিয়ে  Bahrain Visa Check লিখে সার্চ করুন।

প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করলেই বাহারাইন ভিসা তথ্য দেখতে পাবেন। একেই নিয়মে আপনি সকল দেশের ভিসা চেক করতে পারবেন।

বাহারাইন ভিসা চেক করার উপায়

Bahrain Visa করার জন্য ভিজিট করুন  https://www.evisa.gov.bh/VISA/visaInput?nav=E01&E01=e এই ওয়েবসাইটে। এরপরে Passport No, Nationality, Date of Birth, ও Application Referance No দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ভিসার সকল তথ্য দেখতে পাবেন।

আরও স্পষ্ট ভাবে বোঝার জন্য নিচের ধাপগুলো ফলো করুন।

বাহারাইন ভিসা চেক করার নিয়ম

  • বাহারাইন ভিসা চেকিং এর জন্য এখানে ক্লিক করুন।
  • ক্লিক করার পরেই উপরের ছবির মত একটি পেজ আসবে।
  • এখন প্রথম ঘরে যার Visa Status চেক করতে চান তার Passport No প্রদান করুন।
  • দ্বিতীয় ঘরে Nationality(অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেটি যাচাই করুন)।
  • এরপরে তৃতীয় ঘরে পাসপোর্ট নাম্বার অনুযায়ী জন্ম তারিখ প্রদান করুন।(প্রথমে দিন, মাস , এবং শেষে বছর সিলেক্ট করুন।
  • এরপরে চতুর্থ ঘরে Application Reference No নাম্বার প্রদান করুন।(আপনি যখন বাহারাইন ওয়ার্ক পারমিট ভিসা অথবা কাজের ভিসার জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে যেই রেফারেন্স নাম্বার দেয়া হয়েছিল সেটি এখানে প্রদান করতে হবে।)
  • সবশেষে “Submit” বাটনে ক্লিক করলেই আপনার বাহারাইন ভিসার সকল তথ্য চলে আসবে.

ভিসা চেক কেন করব

ভবিষ্যতের ঝামেলা থেকে রক্ষা পেতে যে কোন দেশ ভ্রমণ করার পূর্বেই সেই দেশের ভিসা চেক করা উচিত। এবং আপনি যেই ভিসা নিয়ে বিদেশ যেতে চান আপনার ভিসাটি বৈধ অথবা অবৈধ কিনা সেটি আগে থেকেই চেক করে নেয়া উচিত।

ভিসা চেক সংক্রান্ত আরো কিছু তথ্য

 

2 Comments
  1. […] বাহারাইন ভিসা চেক […]

  2. […] আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন বা বাহারাইন কাজের ভিসা নিয়ে যাবেন। তাহলে আপনাকে অনলাইনে ভিসা চেক করে জানতে হবে আপনার বিষয়টি আসল কিনা। দেখুনঃ- বাহারাইন ভিসা চেক করার নিয়ম […]

Leave A Reply

Your email address will not be published.