অস্ট্রেলিয়া ভিসা চেক করার নিয়ম | Vevo Visa Check

0

আপনি যদি অনলাইনে অস্ট্রেলিয়া ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

এছাড়াও অস্ট্রেলিয়ার ভিসা চেকিং করার জন্য কি কি কাগজপত্র দরকার পড়বে। এবং অস্ট্রেলিয়া ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট কোনটি এই বিষয়ে আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারবো।

আমাদের দেশ থেকে প্রতিনিয়ত অনেক মানুষ বিভিন্ন কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া গমন করে থাকেন। তাদের মধ্যে অনেকেই জানেনা কিভাবে অনলাইনে ভিসা চেক করা যায়। যে কোন দেশে ভ্রমণের আগে ভিসা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। যেহেতু অস্ট্রেলিয়া ভিসা চেক করার নির্দিষ্ট কোন ওয়েবসাইট নেই । তবে ভয়ের কিছু নেই আমরা বিকল্প পদ্ধতিতে Austraila Vevo Visa Check করতে পারব।

তাই আপনি যদি অস্ট্রেলিয়ার ভিসা চেকিং করার জন্য উপায় খুজে থাকেন তাহলে আজকের আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ুন।

Vevo Visa Check

ভিভো ভিসা অর্থাৎ অস্ট্রেলিয়া ভিসা যাচাই করার জন্য অনলাইনে  Austraila Visa Check লিখে সার্চ করলে প্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার অথবা ইম্মিকার্ড  নাম্বার, Visa Grand No, জন্ম তারিখ এবং ডকুমেন্টস নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে অস্ট্রেলিয়া ভিসা তথ্য চলে আসবে।

অস্ট্রেলিয়া ভিসা চেক করার জন্য যা যা প্রয়োজন

অনলাইনে Austraila Visa check করার জন্য যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র প্রয়োজন তার নিচে উল্লেখ করা হলোঃ-

  • পাসপোর্ট নাম্বার/ইম্মিকার্ড নাম্বার।
  • Visa Grand Number ।
  • আবেদনকারীর সঠিক জন্ম তারিখ।
  • ডকুমেন্টস নাম্বার( Document Number)

উল্লেখিত ডকুমেন্টস দিয়ে অস্ট্রেলিয়া ভিসার পাশাপাশি আপনি সকল দেশের ভিসা চেক করতে পারবেন।

অস্ট্রেলিয়া ভিসা চেক করার নিয়ম

অস্ট্রেলিয়া ভিসা চেকিং এর জন্য প্রথমে আপনাকে https://immi.homeaffairs.gov.au/   প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ পাসপোর্ট নাম্বার ভিসা গ্রাম নাম্বার জন্ম তারিখ এবং ডকুমেন্টস নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার অস্ট্রেলিয়ার ভিসা তথ্য দেখতে পারবেন।

"</p

অস্ট্রেলিয়া ভিসা চেক অনলাইন সবচেয়ে সহজ পদ্ধতি ধাপে ধাপে দেখানো হলোঃ-

# ধাপ ১ঃ ওয়েবসাইটের ভিজিট করুন

Austraila Visa Check( Vevo Visa) চেক করার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে উপরের মত একটি ছবি আসবে। এখান থেকে Visa Holder অপশন থেকে Check your visa details and conditions এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে নিজের মত আরও একটি ছবি আসবে।

"</p

# ধাপ ২ঃ পাসপোর্ট অপশন যাচাই করুন

এই পর্যায়ে আপনাকে Please Choose a document type টাইপ থেকে পাসপোর্ট অপশন সিলেক্ট করুন। সিলেট করার সাথে সাথে নিজের মত আরও একটি ছবি আসবে। 

"</p

# ধাপ ৩ঃ প্রয়োজনীয় তথ্য প্রদান করুন 

এখানে আপনাকে পাসপোর্ট নাম্বার/ইম্মি কার্ড নাম্বার, পাসপোর্ট অনুযায়ী সঠিক জন্ম তারিখ, Document No , এবং Country Of Document থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। এরপরে I have read and agree to the term and conditions টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অস্ট্রেলিয়া ভিসার সকল তথ্য দেখতে পারবেন।

ভিসা সম্পর্কিত আরো কিছু তথ্য

অস্ট্রেলিয়া ভিসা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর(FAQS)

অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং ফি কত ?

অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফি অর্থাৎ প্রসেসিং ফি $560 ডলার খরচ হয়ে থাকে।

অস্ট্রেলিয়ান ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে?

অস্ট্রেলিয়া ভিসা আবেদন করার পরে ভিসা প্রসেসিং হতে সাধারণত ১৫-৩০ সময় লাগে। তবে ক্ষেত্রবিশেষে কিছুটা কম বেশিও সময় লাগতে পারে।

Leave A Reply

Your email address will not be published.