আর্জেন্ট পাসপোর্ট করার নিয়ম ২০২৩| ই পাসপোর্ট করার নিয়ম
জানুন আর্জেন্ট পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে। অনেক সময় সময়ের স্বল্পতার কারণে জরুরি পাসপোর্ট করার দরকার হয়। বিশেষ করে যারা ডাক্তার দেখানোর জন্য মেডিকেল ভিসা নিয়ে দেশের বাইরে ভ্রমণ করতে চান তাদের ক্ষেত্রে জরুরী পাসপোর্ট দরকার।
তাই এই আর্টিকেলে ইমারজেন্সি পাসপোর্ট করার নিয়ম, এবং আর্জেন্ট পাসপোর্ট করতে কত টাকা লাগে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব।
আর্জেন্ট পাসপোর্ট সেবা কি?
আর্জেন্ট পাসপোর্ট অথবা ই পাসপোর্ট করার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্টস সংগ্রহ করতে হবে।একজন ব্যক্তির যেকোনো কারণে খুব অল্প সময়ের মধ্যে পাসপোর্ট এর প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এবং ফি পরিশোধ করে আপনি জরির পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেই।
আর্জেন্ট পাসপোর্ট করার নিয়ম
পুরনো পাসপোর্ট এর ডিজিটাল ভার্সন হল ই পাসপোর্ট। জরুরী ই পাসপোর্ট করার জন্য আপনাকে পাসপোর্ট পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার জন্য এখানে ক্লিক করুন
- অনলাইনে অথবা অফলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
- NID card অথবা জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সন অনুযায়ী ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে।
- ব্যক্তির ১৮ বছরের নিচে বয়স হলে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ (ইংলিশ ভার্সন)।
- ব্যক্তির বয়স ১৮-২০ বছরের মধ্যে হলে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ।(English version)
- ২০ বছরের উপরে হলে জাতীয় পরিচয় পত্র আবশ্যক।
- আবেদন পত্রটি বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস জমা দিতে হবে।
- এবং ব্যক্তির বয়স ১৮ বছরের নিচে হলে এবং ৬৫ বছরের উপরে হলে আবেদনের ই পাসপোর্ট এর মেয়াদ ৫ বছর এবং পৃষ্ঠা হবে ৪৮।
- এছাড়া এই পাসপোর্ট আবেদনের সময় জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদ, সরকারি আদেশ (GO) অন আপত্তি(NOC) প্রদর্শন দাখিল করতে হবে।
আর্জেন্ট পাসপোর্ট করতে কত টাকা লাগবে
ই পাসপোর্টের পৃষ্ঠা এবং মেয়াদের উপর ভিত্তি করে পাসপোর্ট এর খরচ ধার্য করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে(১৫% ভ্যাট সহ)
পৃষ্ঠা | ৪৮ পৃষ্ঠা | ৪৮ পৃষ্ঠা | ৬৪ পৃষ্ঠা | 64 পৃষ্ঠা |
মেয়াদ | ৫ বছর মেয়াদী | ১০ বছর মেয়াদী | ৫ বছর মেয়াদী | ১০বছর মেয়াদী |
এক্সপ্রেস | ৬৩২৫ টাকা | ৮০৫০ টাকা | ৮৬২৫ টাকা | ১০৩৫০ টাকা |
সুপার এক্সপ্রেস | ৮৬২৫ টাকা | ১০৩৫০ টাকা | ১২০৭৫ টাকা | ১৩৮০০ টাকা |
বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে(সাধারণ আবেদনকারী)
পৃষ্ঠা | ৪৮ পৃষ্ঠা | ৪৮ পৃষ্ঠা | ৬৪ পৃষ্ঠা | 64 পৃষ্ঠা |
মেয়াদ | ৫ বছর মেয়াদী | ১০ বছর মেয়াদী | ৫ বছর মেয়াদী | ১০বছর মেয়াদী |
নিয়মিত | ১০০ মার্কিন ডলার | ১২৫ মার্কিন ডলার | ১৫০ মার্কিন ডলার | ১৭৫ মার্কিন ডলার |
জরুরী | ১৫০মার্কিন ডলার | ১৭৫ মার্কিন ডলার | ২০০ মার্কিন ডলার | ২২৫ মার্কিন ডলার |
বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে(শ্রমিক ও ছাত্র)
পৃষ্ঠা | ৪৮ পৃষ্ঠা | ৪৮ পৃষ্ঠা | ৬৪ পৃষ্ঠা | 64 পৃষ্ঠা |
মেয়াদ | ৫ বছর মেয়াদী | ১০ বছর মেয়াদী | ৫ বছর মেয়াদী | ১০বছর মেয়াদী |
নিয়মিত | ৩০ মার্কিন ডলার | ৫০ মার্কিন ডলার | ১৫০ মার্কিন ডলার | ১৭৫ মার্কিন ডলার |
জরুরী | ৪৫ মার্কিন ডলার | ৭৫ মার্কিন ডলার | ২০০ মার্কিন ডলার |
২২৫ মার্কিন ডলার |
আর্জেন্ট পাসপোর্ট ডেলিভারি কতদিনে পাওয়া যাবে
পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় সকল ধরনের তথ্য সঠিকভাবে পূরণ করার পরে আবেদন করার পরের দুই কার্য দিবসের মধ্যে আর্জেন্ট পাসপোর্ট হাতে পাবেন। আবেদনের সময় তথ্যের কোন প্রকার ভুল হলে সে ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে।
অতীব আর্জেন্ট পাসপোর্ট কোথায় পাওয়া যাবে
সুপার আর্জেন্ট অথবা সুপার এক্সপ্রেস শুধুমাত্র আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে পাসপোর্ট বিতরণ করা হয়ে থাকে।
পাসপোর্ট সম্পর্কিত আরো কিছু তথ্য
- ই পাসপোর্ট করতে কি কি লাগে
- পুরাতন পাসপোর্ট বাতিল করার নিয়ম
- ই পাসপোর্ট চেক করার নিয়ম
- পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়
আর্জেন্ট পাসপোর্ট নিয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর(FAQ)
প্রশ্নঃকি পাসপোর্ট আবেদনের ধাপ কয়টি
উত্তরঃ ই পাসপোর্ট আবেদনের ধাপ ৫ টি। যেমন
- আপনার বসবাসরত এলাকায় পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটি যাচাই করা।
- অনলাইনে পাসপোর্ট আবেদন ফরম পূরণ।
- পাসপোর্ট ফি পরিশোধ।
- ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এর জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করা।
- পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সংগ্রহ করা।
প্রশ্নঃ ৪৮ পৃষ্ঠা এবং পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট এর ফি কত টাকা?
উত্তরঃ জরুরি বিতরণের ক্ষেত্রে ৬৩২৫ টাকা, এবং অতীব জরুরি বিতরণের ক্ষেত্রে ৮৬২৫ টাকা।
প্রশ্নঃ ই পাসপোর্ট আবেদনের জন্য সাথে করে ছবি আনতে হবে?
উত্তরঃ না সাথে করে ছবি নেয়ার প্রয়োজন নেই। বি পাসপোর্ট অফিসে তালিকাভুক্তির সময় ডিজিটাল ক্যামেরা দ্বারা ব্যক্তির ছবি তোলা হয়।
প্রশ্নঃপাসপোর্ট আবেদনের অগ্রগতি কিভাবে দেখব?
উত্তরঃ ই পাসপোর্ট পোর্টালে গিয়ে স্ট্যাটাস থেকে ক্লিক করে জন্ম তারিখ ও আবেদনের ক্রমিক সংখ্যা প্রবেশ করে সার্চ করলেই আপনার পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।
[…] আর্জেন্ট পাসপোর্ট করার নিয়ম ২০২৩| ই প… […]