আমেরিকা ভিসা চেক করার নিয়ম

0

আপনি কি আমেরিকায় ভিসার জন্য অনলাইনে আবেদন করেছেন? তাহলে জানুন আমেরিকা ভিসা চেক করার নিয়ম সম্পর্কে।

এছাড়া আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন নিজেই নিজের ভিসা চেক কিভাবে করব। আজকের দেখানো পদ্ধতি অবলম্বন করে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই সকল দেশের ভিসা চেক করতে পারবেন।

আপনি যদি আমেরিকা ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে সেই দেশে যাওয়ার আগে অবশ্যই আপনার ভিসা চেক করে নিব।

এছাড়া আরো অনেকে আছেন যারা ভিসার জন্য টাকা পেমেন্ট করেছেন কিন্তু ভিসার কোন তথ্য আপনার কাছে নেই। এবং আপনার ভিসাটি অনলাইনে তাদের কাছে এপ্রুভ হয়েছে কিনা সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন ।

ভিসা চেক করার সুবিধা

এখন ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ই নিজেই নিজের ভিসা চেক করতে পারবেন কারো সাহায্য ছাড়া। এছাড়াও আপনার ভিসাটি বৈধ কিনা, এবং যে কাজের জন্য সেই দেশে যেতে চান সেই কাজটি ঠিক আছে কিনা , কোম্পানির নাম ইত্যাদি অনলাইনে যাচাই করতে পারবেন।

ভিসা চেক করার নিয়ম

আপনি যেই দেশের ভিসা চেক করতে চান সেই দেশের নাম এবংVisa check লিখে যে কোন ব্রাউজার এ সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি আপনার সামনে আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েব সাইটে প্রবেশ করার পরে ইনফরমেশন দিয়ে সাবমিট করলেই আপনার ভিসা তথ্য দেখতে পাবেন। যেমন America visa check।

অনলাইনে ইতালি ভিসা চেক করার নিয়ম

আমেরিকা ভিসা চেক

আমেরিকার ভিসা চেক করার জন্য আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগলে সার্চ করুন America Visa check। এরপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশ করে Visa application Type, Immigrant visa case number , এবং ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই  ভিসা তথ্য দেখতে পারবেন।

আমেরিকা ভিসা চেক করার নিয়ম

আমেরিকা ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://ceac.state.gov/CEACStatTracker/Status.aspx  এই লিংকে। অথবা google এ গিয়ে সার্চ করুন America visa Check। তারপরে ভিসা চেক স্ট্যাটাস আপনার ভিসার টাইপ সিলেক্ট করুন এবং ইমিগ্রেশন ভিসা ক্যাশ নাম্বার এবং একটি কোড সাবমিট করে আপনার আমেরিকা ভিসা যাচাই করে নিন।

আমেরিকা ভিসা চেক করার নিয়ম

আমেরিকার ভিসা চেক করার জন্য নিচের ধাপগুলো ফলো করুন।

আমেরিকা ভিসা চেক করার নিয়ম

ওয়েবসাইটে প্রবেশ করার পরে উপরের মত একটি ছবি আপনার সামনে আসবে।

  • এখন প্রথম ঘরে ভিসা এপ্লিকেশন টাইপ সিলেক্ট(Visa application Type) করুন।
  • দ্বিতীয় ঘরে ইমিগ্রেন্ট ভিসা ক্যাশ নাম্বার(Visa Immigrant Visa Case number) প্রদান করুন।
  • এবং তৃতীয় ঘরে একটি ক্যাপচা কোড দেখাবে সেটি এখানে প্রদান করুন।
  • এখন সাবমিট বাটনে ক্লিক করুন। সাথে সাথেই আপনার আমেরিকা Visa Status check হয়ে যাবে।

ভিসা চেক সংক্রান্ত আরো কিছু তথ্য

Leave A Reply

Your email address will not be published.