আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম | Albania visa check online
আজকের মূল আলোচনার বিষয় হলো আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম সম্পর্কে। অনলাইনে খুব সহজেই আলবেনিয়া ওয়াক পারমিট চেক করা যায়।
এখন ঘরে বসে ভিসা চেক করা যায়।আলবেনিয়া ভিসার জন্য আবেদন করেছেন অথবা আপনার কাছে একটি আলবেনিয়া ভিসা রয়েছে। তাহলে অনলাইনে Albania Visa Check করে নিতে পারেন। এছাড়া ভিসা চেক করে আমরা ভিসার ধরন, ভিসা কোম্পানি, এবং কত সময় কাজ করতে হবে, ও বেতন কত হবে সেটি আগে থেকেই জানতে পারবো।
ভিসা চেক করার প্রয়োজনীয়তা
আমরা প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকি। কাজের উদ্দেশ্যে অথবা পড়ালেখা যাই হোক কোন দেশে প্রবেশ করার আগে সেই দেশের ভিসা চেক করা উচিত। এছাড়া ভবিষ্যতে যাতে ঝামেলায় পড়তে না হয় তার জন্য পূর্বেই আমাদের হাতে থাকা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা উচিত।
Visa Check Online
যেকোনো দেশের ভিসা চেক করার জন্য গুগল এ গিয়ে দেশের নাম এবং সাথে Visa Check লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি পাওয়া যাবে সেটিতে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার, ভিসা ট্রাকিং নাম্বার , এপ্লিকেশন নাম্বার ইত্যাদি প্রদান করে খুব সহজেই অনলাইনে সকল দেশের ভিসা চেক করতে পারবেন। এছাড়া এই নিয়মে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন
আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম
অনলাইনে আলবেনিয়া ভিসা চেক করার জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে https://www.evisa.gov.md/check-my-visa/ এই লিংকে প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিজের মতো একটি ছবি দেখবেন।
- আলবেনিয়ার ভিসা চেক করার জন্য ভিজিট করুন Albania Visa Check ওয়েবসাইটে।
- এরপরে উপরের ছবিতে প্রদর্শিত প্রথম ঘরে Visa number বসাতে হবে। এবং দ্বিতীয় ঘরে verification code প্রদান করুন। অর্থাৎ উপরে প্রদর্শিত ক্যাপচা কোডটি এখানে দিন।
- এরপরে সবশেষে “Check” বাটনে ক্লিক করলেন আপনার ভিসা তথ্য চলে আসবে।
ভিসা চেক করার মাধ্যমে আমরা ভিসার ধরন, ভিসা কোম্পানি , কত টাকা বেতন অর্থাৎ আমাদের ভিসার সকল তথ্য দেখতে পারবো।
আলবেনিয়া ওয়ার্ক পারমিট চেক
আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার জন্য আলবেনিয়া অফিসিয়াল সাইটে ভিজিট করুন। অর্থাৎ https://www.evisa.gov.md/check-my-visa/ এই লিংকে প্রবেশ করুন । এরপরে ওয়েব সাইটে প্রবেশ করে Visa Number এবং Verification code লিখে Check বাটনে ক্লিক করে খুব সহজেই আলবেনিয়া ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন।
মেইল দিয়ে আর্মেনিয়ার ভিসা চেক
কোন কারনে যদি উপরের ওয়েবসাইটে কাজ না করে সে ক্ষেত্রে এই নিয়মটি আপনি ফলো করতে পারেন। বর্তমানে আলবেনিয়া ভিসা যাচাই করার জন্য আলবেনিয়া সরকার একটি ইমেইল প্রদান করছেন। নাম্বারে আপনার পাসপোর্ট এর ফটোকপি এবং আপনি যেই ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তার ফটোকপি তাদের অফিসিয়াল মেইলে পাঠিয়ে দিন। ৫-৭ ৭ দিনের মধ্যে ফিরতি ইমেইলের মাধ্যমে আপনাকে আপনার ভিসা আপডেট জানিয়ে দেয়া হবে।
Albania visa Check Mail: kontakt@akpa.gov.al
[…] দেখুনঃ আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম […]
[…] দেখুনঃ আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম […]