ভোটার আইডি কার্ড কিভাবে দেখব

6
অনেকেই জানতে চেয়েছেন ভোটার আইডি কার্ড কিভাবে দেখব। আজকের পোস্টটি তাদের জন্য যারা ভোটার আইডি কার্ডের জন্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নাম লিখেছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ডের কোন তথ্য আপনাদের কাছে এসে পৌঁছায়নি।

পূর্বে ভোটার আইডি কার্ড এর জন্য ভোটার তালিকায় হালনাগাদ কর্মসূদের নাম লিখে থাকলে বর্তমানে আপনার ভোটার আইডি কার্ড কোন অবস্থায় আছে তা জানা দরকার|

Voter ID card check করতে চাইলে অবশ্যই আজকের আর্টিকেলটি ভালো করে পড়তে হবে। বর্তমানে প্রায় প্রতিটি কাজে ভোটার আইডি কার্ড প্রয়োজন পড়ে তাই কাজের সময় ভোটার আইডি কার্ড না থাকলে তখন ঝামেলার শেষ থাকে না এর জন্য অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড কোন অবস্থায় আছে তা জানা

কথা না বাড়িয়ে চলুন ভোটার আইডি কার্ড কিভাবে দেখব এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

আরো পরুনঃভোটার আইডি কার্ড বের করার নিয়ম

ভোটার আইডি কার্ড কিভাবে দেখব

ভোটার আইডি কার্ড দেখার প্রক্রিয়া টি নির্বাচন কমিশন ওয়েবসাইট টি services.nidw.gov.bd বর্তমানে বন্ধ আছে|তাই আমরা বিকল্প পদ্ধতিতে ভোটার আইডি কার্ড দেখবো |বিকল্প সিস্টেম টি ভুমি উন্নয়ন কর রেজিস্টার ওয়েবসাইট এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে হবে |

এর জন্য প্রথমে ওয়েবসাইট https://ldtax.gov.bd/citizen/register এ প্রবেস করতে হবে |অথবা এখানে ক্লিক করুন|ওয়েবসাইট এ গিয়ে একটি সচল মোবাইল নাম্বার দীয়ে এবং ভোটার আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সর্ব শেষে পরবর্তী বাঁটনে ক্লিক করলে ভোটার আইডি কার্ড কোন অবস্তায় আছে দেখতে পারবেন

আরো পরুনঃঅনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

পূর্বে ভোটার আইডি কার্ড চেক সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আরো স্পষ্টভাবে বোঝার জন্য বিস্তারিত আলোচনা করা হলো।

ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমে (ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রার )অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। পূর্বে যে ওয়েবসাইট দিয়ে আমরা ভোটার আইডি কার্ড চেক করতাম বর্তমানে সেটি সাময়িক সময়ের জন্য বন্ধ আছে তাই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করব।

ভোটার আইডি কার্ড কিভাবে দেখব

  • প্রথম ঘরে আপনার যেকোনো একটি সচল মোবাইল নাম্বার দিন
  • দ্বিতীয় ঘরে যাতে পরিচয়পত্রের সঠিক আইডি কার্ড নাম্বার দিন
  • এরপরে সঠিক জন্ম তারিখ প্রদান করুন
  • সবশেষে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন

উপরে সঠিক তথ্য দিয়ে থাকলে পরবর্তী বাটনে ক্লিক করলে ছবিসহ আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখতে পাবেন।

এবং এই ভোটার আইডি কার্ড টি আপনি পিডিএফ আকারে ডাউনলোড কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

আরো পরুনঃNid কার্ড করতে কি কি লাগে

ভোটার আইডি কার্ড অনলাইন কপি

NID card online copy হল আইডি কাঠের পরিবর্তে অফিসিয়াল যেকোনো কাজের ক্ষেত্রে আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। ন্যাশনাল আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে আইডি কার্ড ডাউনলোড করা হয়েছিল সেটি এই ভোটার আইডি কার্ড অনলাইন কপি।

এসএমএসের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC <Space>S<Space> ভোটার স্লিপ নাম্বার<Space>জন্ম সাল- জন্ম মাস । এবং সেন্ড করুন১০৫ নম্বরে।

Example: SC F 12686265 D 2001-25 send to 105 Number

ফিরতি এসএমএস এ মাধ্যমে ভোটার আইডি কার্ড এর সব তথ্য জানতে পারবেন|

 

6 Comments
  1. […] ভোটার আইডি কার্ড কিভাবে দেখব […]

  2. […] ভোটার আইডি কার্ড কিভাবে দেখব […]

  3. […] অনেকেই জানতে চান ভোটার আইডি কার্ড কিভাবে দেখব তারা আজকের পোস্টটি মনোযোগ সহকারে […]

  4. […] ভোটার আইডি কার্ড কিভাবে দেখব […]

  5. […] থাকেন নতুন আইডি কার্ড কবে দিবে এবং নতুন আইডি কার্ড কিভাবে পাব| তারা আজকের এই দেখানো পদ্ধতি অনুসরণ […]

  6. […] ভোটার আইডি কার্ড কিভাবে দেখব […]

Leave A Reply

Your email address will not be published.