জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি?অথবা হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন কিভাবে ফিরে পাবো |এবং আপনি অনলাইন থেকে নিজে নিজে কিভাবে হারানো কঁপি ডাউনলোড করবেন| এরকম অনেক প্রশ্ন আমাদেরকে করে থাকেন|
এছাড়া হারানো জন্ম নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কি কি দরকার হয়|এই সম্পর্কে জানতে হলে আজকের পোস্টটি সম্পুর্ণ আপনার পড়তে হবে|
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে অবশ্যই আপনার পুনরায় সংগ্রহ ও ডাউনলোড করা উচিত| কারণ বর্তমান পেক্ষাপটে জন্ম নিবন্ধন ছাড়া আপনি কোন কাজ করতে পারবেন না| এবং এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়|তাছাড়া আমাদের গুরুত্বপূর্ণ এই জন্ম নিবন্ধন হারিয়ে গেলে আমরা অনেক সময় হতাশার মধ্যে পড়ে যাই|
কিভাবে জন্ম নিবন্ধন পুনরায় সংগ্রহ করব ডাউনলোড করব| আপনার চিন্তার কোন কারণ নেই খুব সহজে আমরা কয়েকটি পদক্ষেপের মাধ্যমে জন্ম নিবন্ধনের সনদ সংগ্রহ করতে পারবে| তাহলে চলুন জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি এই বিষয়ে বিস্তারিত জেনে আসি|
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি?
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে দেরি না করে যত দ্রুত সম্ভব সেটি আবার সংগ্রহ করা উচিত| এর জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বার জানা দরকার |কারণ হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন ফিরে পাওয়ার জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন হবে|
এবং আপনাদের যাদের জন্ম নিবন্ধন নম্বর জানা নেই চিন্তার কোন কারণ নেই | বিকল্প পদ্ধতিতে আমরা জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারব |এর জন্য অবশ্যই নিচের পদ্ধতি গুলো ফলো করুন|
হারানো জন্ম নিবন্ধন ফিরে পাওয়ার উপায়
হারানোর জন্ম নিবন্ধন ফিরে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে| তবে ক্ষণিকের জন্য আপনি অনলাইন কপি ব্যবহার করতে পারবেন| এটা সঠিক পদ্ধতি নয় তবে অবশ্যই আপনাকে অরিজিনাল কপি ফিরে পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে|হারানো জন্ম নিবন্ধন ফিরে পাওয়ার উপায় আলোচনা করা হলো|
অনলাইনে আবেদন করুন
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে ফিরে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে| আবেদন করার জন্য প্রথমে ভিজিট করুন এই লিঙ্কে| এখানে গিয়ে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে খুব সহজে অরিজিনাল জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন|
প্রথম ধাপঃ
হারানো জন্ম নিবন্ধন ফিরে পাওয়ার জন্য প্রথমে এই https://bdris.gov.bd/br/application ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| অথবা এখানে ক্লিক করলে আপনাকে মূল ওয়েব সাইটে নিয়ে যাবে|
দ্বিতীয় ধাপঃ
এরপরে এখান থেকে উপরের মেনুবার থেকে জন্ম নিবন্ধন লেখা অপশনে যেতে হবে| এবং জন্ম সনদ পুনঃমুদ্রণ অপশনটিতে ক্লিক করুন|
তৃতীয় ধাপঃ
পুনঃমুদ্রণ অপশনটিতে ক্লিক করার পর নিচের মত একটি ইন্টারফেস আপনাদের সামনে প্রদর্শিত হবে| এরপরে আপনার জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ দিতে হবে| এরপরে অনুসন্ধান বাটনে ক্লিক করুন| কিছু সময় অপেক্ষা করলে আপনার সকল তথ্য দেখতে পাবেন| সব ঠিক থাকলে “নির্বাচন করুন” বাটনে ক্লিক করুন|
চতুর্থ ধাপঃ
এখানে আপনার নিবন্ধক কার্যালয় ঠিকানা দিন| আপনার জন্ম নিবন্ধন টি কোন এলাকা থেকে তৈরি করা হয়েছিল | সেটি এখানে উল্লেখ করা আবশ্যক কেননা নিবন্ধক কার্যালয়ের ঠিকানা অনুযায়ী ওই এলাকায় কার্যালয়ের নির্বাচন করতে হবে|
পঞ্চম ধাপঃ
নিবন্ধকের কার্যালয়ের ঠিকানা দেয়ার পরে আবেদনকারীর তথ্য দিতে হবে| এখানে প্রথম ঘরে জন্ম নিবন্ধন আবেদনকারীর সাথে সম্পৃক্ততা কি তা উল্লেখ করতে হবে| এবং পরে আবেদনকারীর নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে| এবং সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদন ফরম জমা দিতে হবে|
ষষ্ঠ ধাপঃ
এই পর্যায়ে আপনাকে জন্ম নিবন্ধন সংগ্রহ করার জন্য একটি নির্দিষ্ট ডেট উল্লেখ করে দেয়া হবে| তবে জন্ম নিবন্ধন সংগ্রহ করার জন্য আবেদনকৃত জন্ম সনদ প্রিন্ট করে নিবন্ধকের কার্যালয় উপস্থিত হয়ে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন|
এবং জন্ম নিবন্ধন সনদ আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন|
হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
জন্ম নিবন্ধন এর জন্য অনলাইনে আবেদন করার পরে সেটি পেতে আপনার কিছুদিন সময় লেগে যেতে পারে| এরমধ্যে আপনার কোনো কাজে যদি জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয় তাহলে আপনি অনলাইন থেকে খুব সহজে জন্ম সনদ ডাউনলোড করে আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন|
হারানো জন্ম নিবন্ধন নম্বর জানা না থাকলে করণীয় কি
উপরে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি জন্ম নিবন্ধন নম্বর জানা থাকলে এই সিস্টেমে এটি সংগ্রহ করতে পারবেন |
তবে অনেকের জন্ম নিবন্ধন নম্বর মনে নাও থাকতে পারে তাদের জন্য ভিন্ন মাধ্যম রয়েছে |
জন্ম নিবন্ধন নম্বর জানা না থাকলে আপনার নিকটস্থ নিবন্ধকের কার্যালয় যেতে হবে| যেরকম ইউনিয়ন পরিষদ, পৌরসভা কার্যালয্ , সিটি কর্পোরেশন অফিস , ইত্যাদি| তারা জন্ম নিবন্ধন ডাটাবেইজে আপনার নাম ও পিতা-মাতার নাম দিয়ে সার্চ করলেই জন্ম নিবন্ধন এর সকল তথ্য এবং নাম্বার দেখতে পাবেন|
জন্ম নিবন্ধন নিয়ে কিছু তথ্য
প্রস্নঃজন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়?
উত্তরঃ নিবন্ধন ফিরে পাওয়ার জন্য পুনরায় অনলাইনে আবেদন করতে হবে| এর জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বার ওর জন্ম তারিখ লাগবে| এবং জানা না থাকলেও ভিন্ন পদ্ধতিতে সংগ্রহ করতে পারবেন|
প্রস্নঃহারানোর জন্ম নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কি কোন ফি দিতে হবে|
উত্তরঃ হ্যাঁ অবশ্যই জন্ম নিবন্ধন ফিরে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে|
[…] জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় […]
[…] জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় […]