ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

3

আপনি কি ইন্ডিয়ান ভিসা চেক করতে চান? অথবা ভিসা করার পর বর্তমানে কোন অবস্থায় আছে জানতে হলে আজকের সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়তে হবে |

যেহেতু আমরা বিভিন্ন কাজের জন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে থাকি | তাই অবশ্যই আমাদের একটি ভিসার প্রয়োজন পড়ে | সময় মত যদি সেই ভিসা ঠিক না থাকে তাহলে ঝামেলার আর শেষ থাকে না| তাই অবশ্যই আমাদের ইন্ডিয়ান ভিসা চেক করে শিওর হতে হবে যে ভিসা ঠিক আছে কিনা।

তাহলে চলুন ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জেনে নেয়া যাক।

You also like: ভারতীয় ভিসা পেতে কত দিন সময় লাগে

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

যেহেতু আমরা ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী পোষণ করেছি |তাই নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো।

ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমে ইন্ডিয়ান ভিসা IVAC (Indian visa application center) ওয়েবসাইটে যেতে হবে | এখান থেকে ভিসা আবেদন ট্রাক অপশনে ক্লিক করে (Regular visa application ) সিলেক্ট করতে হবে | পরে ক্যাপচা পূরণ করুন এবং ওয়েব ফাইল নাম্বার অপশনে পাসপোর্ট নাম্বার দিয়ে সাবমিট  করুন | কিছু সময় পরে  ভিসা  সংক্রান্ত সব ধরনের তথ্য দেখতে পাবেন।

আরো ভালোভাবে বুঝতে হলে নিচে দেখুন

  • প্রথমে ইন্ডিয়ান ভিসা IAVC (Indian visa application center) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে | এবং ভিসা আবেদন ট্রাক অপশনে ক্লিক করুন।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম,

  • এরপর দুটি অপশন দেখতে পাবেন এখান থেকে Regular visa application অপশনে ক্লিক করুন |

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম,

  • কিছু সময় অপেক্ষা করলে এরকম একটি পেজ দেখতে পাবেন |এখানে প্রথম ঘরে উপরের দেয়া ক্যাপচা পূরণ করতে হবে | এবং দ্বিতীয় ঘরে পাসপোর্ট নাম্বার দিয়ে “সাবমিট” বাটনে ক্লিক করুন |

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম,

  • ইনফরমেশন গুলো যদি সঠিক থাকে তাহলে দু এক মিনিটের ভেতর ভিসার সব তথ্য দেখতে পাবেন।

ভিসা চেক করার  প্রয়োজনীয়তা 

এখন ঘরে বসে নিজে নিজেই ভিসা চেক করা যায় | তার জন্য প্রয়োজন একটি স্মার্টফোন অথবা কম্পিউটার |তাছাড়া আপনার ভিসা  সঠিক কিনা বা যে কাজের জন্য অন্য দেশে যাচ্ছেন সেই দেশের কোম্পানির নাম বা ইত্যাদি বিষয়গুলো ঠিক আছে কিনা তা জানার জন্য অবশ্যই ভিসা চেক করার প্রয়োজন পড়ে।

You also like: সার্বিয়া কাজের ভিসা ২০২২

ইন্ডিয়ান ভিসা আবেদন ফি কত?

বাংলাদেশী পাসপোর্ট ধারীদের জন্য ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে কোন ভিসা ফি লাগবে না। তবে অন্যান্য দেশের নাগরিকদের ভিসা ফি প্রদান করতে হবে।

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি কত?

বাংলাদেশ ভারতীয় হাই কমিশনার সংশোধিত ভিসা প্রসেসিং ফি ১লা জানুয়ারি  ২০১৫ থেকে প্রযোজ্য হয়েছে। ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি ৮০০ টাকা ধার্য করা হয়েছে।

জিজ্ঞাসিত কিছু প্রশ্ন

অনলাইনে ভিসা আবেদন পত্র কি সকল বিদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক?

উত্তরঃ হ্যাঁ ১৭ই আগস্ট ২০১০ থেকে অনলাইন ভিসা আবেদনপত্র সকল বিদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

একজন আবেদনকারীর কতগুলো আবেদনপত্র এবং ছবি দাখিল করা প্রয়োজন।

উত্তরঃ শুধুমাত্র একটি অনলাইন আবেদনপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে।

অনলাইনে আবেদন করার সময় ভুল করলে কিভাবে সংশোধন করব?

উত্তরঃ অনলাইনে সংশোধন করার কোন সুযোগ নেই |আপনাকে পুনরায় আবেদন করতে হবে।

বাংলাদেশি পাসপোর্ট ধারিদের ভারতে ভিসা আবেদনের  জন্য কোনো ভিসা ফি প্রদান করতে হবে?

উত্তরঃ না | তবে ভিসা প্রসেসিং এর জন্য ৮০০ টাকা করে ফি জমা দিতে হবে |

একজন আবেদনকারী মোট কতগুলো ভিসার আবেদন পত্র পূরণ করবে?

উত্তরঃএকজন  আবেদনকারী মোট এক সেট ভিসার আবেদনপত্র পূরণ করতে পারবে|

একজন রোগীর সাথে কতজন মেডিকেল অ্যাটেনডেন্ট যাওয়ার অনুমতি আছে?

উত্তরঃ একজন রোগীর সাথে তিনজন পর্যন্ত মেডিকেল অ্যাটেনডেন্ট কে ভিসা প্রদান করা যায়|
3 Comments
  1. […] ইন্ডিয়া যাওয়ার আগে অবশ্যই আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নেওয়া […]

  2. […] ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম […]

  3. […] ইন্ডিয়ান ভিসা চেক […]

Leave A Reply

Your email address will not be published.