আধার কার্ড চেক করার নিয়ম | Aadhaar Card check

0

Aadhaar card এর আবেদন করার পরে আপনার আধার কার্ড টি বর্তমানে কোন অবস্থায় আছে জানার জন্য অনলাইনে আধার কার্ড চেক করতে হবে।

এছাড়া আজকে আমরা Aadhaar Card Check করার সহজ নিয়ম সম্পর্কে আলোচনা করব।

কিভাবে খুব সহজে অনলাইনে আধার কার্ড যাচাই করা যায় আজকের আর্টিকেলে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আপনার আবেদনকৃত আধার কার্ড অথবা সংশোধিত আধার কার্ড বর্তমানে কোন অবস্থায় রয়েছে  আধার কার্ড চেকিং করার মাধ্যমে সেটি জানতে পারবেন।

নিউ আধার কার্ড স্ট্যাটাস চেক

আধার কার্ডের জন্য আবেদন করার পরে আপনার হাতে একটি রেজিস্ট্রেশন অথবা রিসিভড কপি দেয়া হয়েছিল। উক্ত স্লিপে ১৪ সংখ্যার একটি নাম্বার দেয়া থাকে যাকে বলা হয় এনরোলমেন্ট আইডি। এবং কত তারিখে এনরোলমেন্ট হবে তার একটি ডেট দেয়া থাকে। মূলত আমরা Enrolment  Number  দিয়ে আধার কার্ড স্ট্যাটাস চেক করতে পারব।

আধার কার্ড স্ট্যাটাস চেক করতে যা দরকার

অনলাইনে আধার কার্ড স্ট্যাটাস চেক করার জন্য দরকার হবে। যেমন

  • মোবাইল অথবা কম্পিউটার(ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক)
  • Enrolment No
  • SRN No
  • URN No

আধার কার্ড চেক করার নিয়ম

আধার কার্ড চেক অনলাইন করতে সর্বপ্রথম আপনাকে https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus এই লিংকে ভিজিট করতে হবে। এরপরে আপনার কাছে থাকা আধার ১৪ সংখ্যার স্লিপ নাম্বার অর্থাৎ Enrolment ID প্রদান করুন। এরপরে কখন এনরোলমেন্ট করেছিলেন সেই সময়টি উল্লেখ করতে হবে। এবং শেষে একটি ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন।

আধার কার্ড চেক করার নিয়ম

  • Aadhaar Card check করার জন্য এখানে ক্লিক করুন।
  • প্রথমে Enrolment ID নাম্বার ও ডেট উল্লেখ করতে হবে।
  • এরপরে আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে। অর্থাৎ ডান পাশের যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে সেই সংখ্যাগুলো প্রদান করুন।
  • ব্যাস এখন আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে আপনার আধার কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন।

সতর্কতাঃ Enrolment Number প্রদান করার সময় খেয়াল রাখবেন যাতে কোন প্রকার এসপেস না থাকে। এবং এনরলমেন্টের তারিখ এবং সময় উল্লেখ করতে হবে।) অর্থাৎ(Enrolment ID (12345678998745)+Date(01/03/2021)+ Time(12:00:00)

উদাহরণস্বরূপঃ 123456789987450103202112000

আধার কার্ড যাচাই করার উপায়(ভিডিও)

আধার কার্ড চেক নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর(FAQ)

প্রশ্নঃ আধার কার্ড ওয়েবসাইট কোনটি?

উত্তরঃ আধার কার্ড ওয়েবসাইট https://uidai.gov.in/। অথবা যে কোন ব্রাউজারে গিয়ে UIDAI লিখে সার্চ করলেই প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবে।

প্রশ্নঃ Aadhaar কার্ড চেক করার অ্যাপস

উত্তরঃ UIDAI কর্তৃক প্রদত্ত Aadhaar কার্ড চেক করার অ্যাপস হলো mAadhaar। গুগল প্লে স্টোরে গিয়ে mAadhaar লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। এবং উক্ত অ্যাপস দ্বারা আমরা খুব সহজেই বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে পারব।

প্রশ্নঃ আধার কার্ড ডাউনলোড কিভাবে করব?

উত্তরঃ আধার কার্ড ডাউনলোড করার জন্য UIDAI ওয়েবসাইটে প্রবেশ করে মেনু থেকে ডাউনলোড আধার অপশনে ক্লিক করে এনরোলমেন্ট আইডিতে ক্লিক করুন। এরপরে ১৪ সংখ্যার এনরলমেন্ট নাম্বার, তারিখ ও সময় উল্লেখ করুন। এবং ক্যাপচা পূরণ করুন। সবশেষে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে আসা প্রদান করতে হবে। সবশেষে যাচাই করুন এবং ডাউনলোড করুন এ ক্লিক করলে আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে।

প্রশ্নঃ আধার কার্ড ডাউনলোড করার পদ্ধতি

উত্তরঃ সাধারণত আমরা তিনটি উপায়ে আধার কার্ড ডাউনলোড করতে পারি। পদ্ধতি তিনটি

  • Aadhaar Number(AN)
  • Enrolment Number(EID)
  • Virtual ID(VID)
Leave A Reply

Your email address will not be published.